ভ্রমণ গনির মাজার।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

হ্যালো গাইস সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহতালার অশেষ মেহেরবানীতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব। সেই বিষয়টি হচ্ছে আমাদের গ্রামের একটি সাধুর মাজার সম্পর্কে।তো চলুন শুরু করা যাক

আমাদের গ্রামের নাম হলো জুগিরগোফা এই মাজারটি অবস্থিত হচ্ছে আমাদের গ্রামের ঢুকতেই এ মাজারটি সামনে বাধে।
আমি যেই সাধুর মাজারের কথা বলছি সেই সাধুর নাম হচ্ছে পাগল গনি মাস্তান। গনি মস্তানের ওস্তাদ ছিল মদন মস্তান সাধু সমাজের এই বিষয়টা প্রচলিত আছে যে তার গুরুর নাম যা হয় তার শীর্ষ নাম ঠিক সেই গুরুর নাম মিলিয়ে হয়। তাই তার নামের শেষে মস্তান যুক্ত হয়েছে। প্রতি বছরেই তার এই মাঝারে একটি সাধুসঙ্গ হয় অনেক পর্যটক এখানে আসে বাইরে থেকে অনেক ভক্ত এবং শীর্ষবিন্দু এখানে আসে। শীর্ষবিন্দু এসে অনেক গান-বাজনা করে।পাগল গনি মাস্তান এর প্রায় সাড়ে পাঁচ হাজার গান লেখা আছে । তার শীর্ষবিন্দু দের ভিতরে প্রধান শীর্ষ হচ্ছে স্বপন বৈরাগী কামাল বৈরাগী এবং আরো অনেকে ভক্ত এসে গান-বাজনা করে।

IMG_20220816_230044_723.jpg
অবস্থান
বাংলা মাসের জৈষ্ঠ মাস 16 তারিখ থেকে এ অনুষ্ঠানটি শুরু হয় 16 তারিখে হয় ওয়াজ মাহফিল এবং 17 তারিখ থেকে গান-বাজনা শুরু হয় 18 তারিখ পর্যন্ত।

IMG_20220816_225715_686.jpg
অবস্থান
তার মাজারে বিরিজ পার হতে হয় আমাদের।

IMG_20220816_210402_318.jpg
অবস্থান
এই মাজারটি হচ্ছে পাগল গনি মাস্তান এর। তার মৃত্যুর পরে তার ভক্তরা এই মাজার টি তৈরি করে।

IMG_20220816_225651_573.jpg
অবস্থান
এই স্থানটি হচ্ছে সাধু দের বসার আসন এবং এখানে তারা বিশ্রাম নেয়।

IMG_20220816_221204_410.jpg
অবস্থান
পাগল গনি মস্তানের মাজারের ভেতরে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এবং অনেক রকমের গাছ আছে। যে গাছ গুলো দিয়ে মজার টিকে অনেক সুন্দর লাগে এবং এই ফুল গাছ গুলোর ভিতর একটি মঞ্চ আছে সেখানে শিল্পীরা গান করে।

IMG_20220816_222450_718.jpg
অবস্থান
মঞ্চের উপরে যেই শিল্পী গান করছে সেটি হচ্ছে পাগল গনি মস্তানের নাতনি। শিল্পী টির নাম হল পূর্ণি খাতুন।
সে প্রতি বছরে মাজারের গান পরিবেশন করে থাকে। গান করার পাশাপাশি তার লেখাপড়া করে।

IMG_20220816_215451_487.jpg
অবস্থান

এখানে মাজারের ভক্তদের জন্য খাবার রান্না করা হয়।
খাবার রান্না করার পরে ভক্তদের মাঝে খাবারগুলো বিলিয়ে দেওয়া হয়।

আশা করছি আমার ঘোরাঘুরি এটা সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা করে আমার লেখাটি এখানে শেষ করলাম।

আল্লাহ হাফেজ

Sort:  
 2 years ago 

মামা আমিও কিছুদিন আগে পোস্ট করেছিলাম গনির মাজারের। কিন্তু আমি প্রত্যেকটি গান পুরোপুরি শুনেছিলাম না প্রথমে হয়তো পাঁচ থেকে ছয়টি গান শুনে বাড়ি চলে এসেছেন বেশি রাত হয়ে যাওয়ার কারণে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল গনির নাতনির গান।

 2 years ago 

গনি মাজারে সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। ফটোগ্রাফি গুলো বেশ দুর্দান্ত হয়েছে। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 2 years ago 

লেখার পরিমাণ আরো বাড়াতে হবে।
@finoyon

 2 years ago 

জি আপু আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 59046.50
ETH 2654.73
USDT 1.00
SBD 2.50