স্কুলের অভিভাবক সমাবেশ এবং আমার উপস্থিতি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে চলেছি তাহলো স্কুলের অভিভাবক সমাবেশ সম্পর্কে। আমাদের স্কুলে আজ একটি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল ।সভার নাম করণ করা হয়েছিল "সমন্বয় সভা" । এ সভার মুল প্রতিপাদ্য বিষয় ছিলঃ ছাত্র-ছাত্রীদের স্কুল থেকে ঝরে পড়া রোধ ও শিক্ষার মান উন্নয়ন।

AndroVid_Collage_6235.png

আমাদের এই সমন্বয় সভার প্রধান অতিথি ছিল আমাদের ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান, জনাব আনোয়ার হোসেন পাশা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব খালেক প্রফেসর, মেহেরপুর শহীদ উদ্দিন ডিগ্রী কলেজ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমাদের স্কুলের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক , এবং আরো ছিল আমাদের স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ রুহুল আমিন, আরো ছিলেন সহকারি শিক্ষক জনাব মোঃ হানিফ স্যার, এবং আমাদের স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা অনুষ্ঠানটিতে অংশ গ্রহণ করছিলেন।

IMG_20220627_125707_782.jpg

অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ছিলেন আমাদের সন্মানিত ইংরেজি শিক্ষক জনাব মো আব্দুস সামাদ স্যার। তিনি প্রথমেই তার ভুমিকা মুলক বক্তব্য প্রদান করেন। ছাত্র-ছাত্রীদের দিক নির্দেশনা মুলক বক্তব্য দিয়ে উপস্থাপনার কাজ শুরু করেন।
IMG_20220627_125743_647.jpg

প্রথমেই আসে আমাদের প্রধান অতিথির বক্তব্য। তিনি বর্তমান সময়ে ছাত্র-ছাত্রীদের স্কুল পরিত্যাগের সমুহ কারণ তুলে ধরেন। এবং এর প্রতিকার সম্পর্কে দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন

IMG_20220627_125739_230.jpg

এরপর একে একে বিশেষ অতিথিবৃন্দ তাদের মুল্যবান বক্তব্য প্রদান করেন।

অভিভাবক পক্ষ থেকে কিছু সমস্যা উত্থাপন করা হয় এবং তার জন্য করনীয় সম্পর্কে কিছু কথা বলা হয়।

সব শেষে সভার শেষ পর্যায়ে আমাদের স্কুলের প্রধান শিক্ষক সমাপনী বক্তব্য প্রদান করেন।

IMG_20220627_125758_378.jpg

আজকের সভার সারাংশ ছিল করণা মহামারীতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার যে ব্যপক ক্ষতি এবং স্কুলে না আসার যে অনাগ্রহ তৈরি হয়েছিল তা থেকে যেন দ্রুত বেরিয়ে এসে ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায়। স্কুল ছুটি থাকার কারণে সোশ্যাল মিডিয়ার প্রতি শিক্ষার্থীদের বেশি আকৃষ্ট হয়ে যাওয়া রোধে মোবাইল ফোন রাত্রে তাদের হাতে না দেওয়ার উপদেশ প্রদান করা হয়।

সর্বশেষ স্কুলের পক্ষথেকে উপস্থিত সকলকে নাস্তা বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
IMG_20220627_125943_401.jpg

IMG_20220627_125921_946.jpg

আজকে আমার লিখা এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি।

  • আমিঃ ফারুক আহমেদ
  • স্টিমিট আইডিঃ @finoyon
  • ফটোগ্রাফিঃ mobile
  • মোবাইল নেমঃ infinix note 10
  • camera: 48mp

💖💞💞💖


image.png

image.png

Sort:  
 2 years ago 

স্কুলের অভিভাবক সমাবেশে গিয়ে অনেক ধারণা পেয়েছেন। যেটা প্রত্যেক মা বাবার উপস্থিতি কাম্য যেটা থেকে অনেক কিছু জানা যায় সর্তকতা অবলম্বন করা যায়।

 2 years ago 

এ সভার মুল প্রতিপাদ্য বিষয় ছিলঃ ছাত্র-ছাত্রীদের স্কুল থেকে ঝরে পড়া রোধ ও শিক্ষার মান উন্নয়ন।

আসলে গ্রামের বিদ্যালয়গুলোতে আমরা এই ধরনের ছাত্র-ছাত্রীদের ঝরে পড়ার চিত্রটি খুবই বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। ছাত্র-ছাত্রীদের ঝরে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য এই ধরনের অভিভাবক সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58974.35
ETH 2687.14
USDT 1.00
SBD 2.50