রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন। আশাকরি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভাল আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভাল আছি। আকাশে মেঘলা মেঘলা ভাব মেঘের সাথে সাথে হালকা হালকা বৃষ্টি পড়ছে। স্কুল থেকে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দিলাম। রওনা দেয়া মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির ভিতর ভিজতে ভিজতে চলে আসলাম বাড়িতে। বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে।

যদি কবি হতাম ? কাব্যের ভিতর লিখতাম বৃষ্টিকে
নিয়ে ।
যদি শিল্পী হতাম? কণ্ঠস্বরে রাখতাম বৃষ্টির গান।
যদি প্রেমিক হতাম। প্রেমিকার মত ভালবাসতাম বৃষ্টি কে।

বৃষ্টিতে ভিজতে ভিজতে যে কখন বাসায় চলে আসছি বুঝতেই পারিনি।
বাড়িতে এসে স্কুলের ব্যাগ টি রুমে রেখে গোসল করলাম। গোসল করে খাওয়া দাওয়া করে ফোনটা হাতে নিলাম আর ভাবলাম আজকে আমার বাংলা ব্লগে কি পোস্ট করা যায়। বৃষ্টির দিনে ফটোগ্রাফি পোস্ট করলে মন্দ হয় না। তাই আজকে আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট করব। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

IMG_20211231_171009_561-01.jpeg

ডিভাইস নামক্যামেরা
infinix Note 10ক্যামেরা:48 mp

আবস্থান

শীতের সকালে বন্ধুদের সাথে যখন প্রাইভেট পড়তে যাচ্ছিলাম । শিশির ছিদ্র করে যখন সূর্যের আলো ছড়ানো শুরু করে। তখনকার একটি ফটো।

Snapchat-1216533103.jpg

ডিভাইস নামক্যামেরা
infinix Note 10ক্যামেরা:48 mp

আবস্থান
বন্ধুদের সাথে স্কুল ছুটির পরে কিছুক্ষণ আড্ডা দেয়ার মুহূর্ত। বন্ধু মানেই লাইফ ইনজয়। হয়তোবা কয়েকদিন পরে স্কুল ছুটির পরে সেই মজার আড্ডাটা আর হবে না। সবাই পড়ে যাবে নিজের নিজের ব্যাস্ততার ভিড়ে। হবে না সেই পিছনের বেঞ্চিতে একসাথে বসা।

IMG_20220816_182625_596-01.jpeg

ডিভাইস নামক্যামেরা
infinix Note 10ক্যামেরা:48 mp

আবস্থান

বিকালবেলা টাকে উপভোগ করার জন্য বাড়ি থেকে বের হয়ে এলাকার দিকে হাঁটতে বেরিয়েছিলাম। আমাদের এলাকার একটি রাস্তায় দিয়ে হাঁটার সময় এই ফটোগ্রাফি টি তুলেছিলাম ।

IMG_20211115_164446_261-01.jpeg

ডিভাইস নামক্যামেরা
infinix Note 10ক্যামেরা:48 mp

আবস্থান
গাছের নাম:নরফোক আইল্যান্ড পিনে। গাছটি অনেক সুন্দর দেখেতে অনেক ভালো লাগে। গাছটি আমার অনেক পছন্দ ।

IMG_20220814_171150_600-01~2.jpeg

ডিভাইস নামক্যামেরা
infinix Note 10ক্যামেরা:48 mp

আবস্থান
আকন্দ গাছের উপরে দুইটি সুদর্শন প্রজাপতি। আকন্দর ফুলের ঘ্রাণ নিচ্ছি দেখে মনটা অনেক খুশি হয়ে গেল। যদি প্রজাপতি হইতে পারতাম তাহলে এভাবে ফুলে ফুলে ঘ্রাণ নিতাম।

IMG_20220814_170847_067-01.jpeg
আবস্থান

ডিভাইস নামক্যামেরা
infinix Note 10ক্যামেরা:48 mp

গাছের নাম: জাট্রোফা দেখতে অনেক সুদর্শন।
জাট্রোফা ফলগুলো অনেক সুন্দর এবং ছোট ছোট হয়। জাট্রোফা ফুল গুলো দেখতে লাল রংয়ের হয়।

আশা করি আমার পিকগুলো আপনাদের সবার ভালো লেগেছে। সবাই আমার জন্য দোয়া করবেন আমি প্রতিনিয়ত পোস্ট করতে পারি। আজকে আমার লেখা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

আল্লাহ হাফেজ

Sort:  
 2 years ago 

ভাই আপনার কিছু কিছু ফটোগ্রাফি অনেক চমৎকার হয়েছে তবে ফটোগ্রাফি করার সময় অবশ্যই এ কিছু নিয়ম মনে রাখবেন। সর্বনিম্ন সাতটি ছবি দিয়ে আপনাকে পোস্ট করতে হবে, সেলফি কোনভাবেই এই পোষ্টের অন্তর্ভুক্ত হবে না। আপনি বিষয়গুলো মাথায় রেখে পরবর্তীতে পোস্ট করবেন।

 2 years ago 

আপনি অন্যের পোস্ট পড়ে না কেন? ভাই আপনার এক্টিভিটিস এত কম কেন? Discord সার্ভারেও আপনাকে দেখতে পায় না। এইভাবে হলে তো আপনার পোষ্ট কোনভাবেই নমিনেশনে যাবে না।

 2 years ago 

বাহ অসাধারণ চমৎকার প্রতিটি ফটোগ্রাফি ৷আসলে কোনটি রেখে কোনটি বলবো বুঝতে পারছি না ৷সবমিলে আমি দেখে মুগ্ধ হলাম ৷

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখতে বেশ দারুন ছিল মামা। সত্যি বলতে আপনি একজন ফটোগ্রাফার হলে আমার কাছে মনে হয় সব থেকে বেশি ভালো হতো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আপনার মোবাইলের ক্যামেরা বন্দি করে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন। ধন্যবাদ মামা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আকন্দর গাছটি আমাদের বাসার ছাদেও আছে। কিন্তু এই গাছের নাম আমার আগে জানা ছিল না। আপনার পোষ্টের মাধ্যমে আকন্দর গাছের নামটি জেনে খুবই ভালো লাগলো। আপনার প্রতিটি ছবি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। আপনি খুবই মনোমুগ্ধকর কিছু রেনডম ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেছেন যা দেখি আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি খুবই দক্ষতা সহকারে এই ফটোগ্রাফি গুলো করেছেন এবং শেয়ার করেছেন আমাদের মাঝে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার ফটো গুলো আপনার ভাল লেগেছে জেনে অনেক অনেক খুশি হলাম ভাইয়া ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আমি রেনডম ফটোগ্রাফি ভীষণ পছন্দ করি। আমার কাছে লন্ডন ফটোগ্রাফি দেখতে এবং করতে ভীষণ ভালো লাগে। আমি মাঝেমধ্যেই এরকম ফটোগ্রাফি করে থাকি। আপনি তো দেখছি অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন এবং খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন আমাদের সকলের মাঝে। ধন্যবাদ তুলে ধরার জন্য।

 2 years ago 

আপনি রেনডম ফটোগ্রাফি অনেক পছন্দ করেন। জেনে অনেক ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

ভালো কবি, শিল্পী বা প্রমিক হতে না পারলেও অনেকে ভালো ফটোগ্রাফার হয়েছেন। তাই সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে ভালো লাগছে। আপনার ৩নং ছবিটি আমার বেশি সুন্দর লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

প্রতিটি ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর ছিল কোনটা রেখে কোনটার প্রশংসা করবো ভেবেই পাচ্ছিনা তবে শেষ বিকেলের সূর্যের ফটোগ্রাফিটা আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় লেগেছে। ধন্যবাদ তুলে ধরার জন্য।

 2 years ago 

বা! চমৎকার। প্রথম পিকচার টা কিন্তু সেই হয়েছে। এছাড়াও বাকি ফটোগুলো আমার খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে রেনডম ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকের পোস্ট উপস্থাপন করেছেন আমাদের মাঝে। সব মিলিয়ে বলব অসাধারণ হয়েছে এই পোস্টটা।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার ফটোগ্রাফী গুলো আপনার ভাল লেগেছে জেনে অনেক খুশী হলাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 59356.21
ETH 2723.43
USDT 1.00
SBD 2.53