লেভেল 03 হতে আমার অর্জন By-@finoyon
আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভাল আছেন।আমিও ভালো আছি। লেভেল ৩ হতে আমার অর্জিত লিখিত পরীক্ষা আপনাদের মাঝে শেয়ার করব।
মার্কডাউন কি ?
আমাদের পোষ্ট গুলোকে দৃষ্টিনন্দন করতে ও সুন্দরভাবে আমার লেখাটি উপস্থাপন করার জন্য যে কোডগুলো ব্যবহার করে থাকি সেই কোড গুলোকে মার্কডাউন কোড বলে।
মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?
নিজের লেখা কে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হলে মার্কডাউন কোড অনেক কাজে লাগে। যেমন লেখার মাঝে ফটো যুক্ত করতে চাইলে, লেখাকে বোল্ড অথবা ইতালি করতে চাইলে,লেখাকে বড় সাইজ এবং ছোট সাইজ করতে চাইলে, লেখাকে ডানে অথবা বামে সরাতে চাইলে, এর জন্য মার্কডাউন কোড গুলো অনেক গুরুত্বপূর্ণ।
পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায়?
কোড এর আগে চারটি স্পেস দিলে কোড দৃশ্যমান হয়ে যাবে।
নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।
মার্কডাউন কোড।
|User|Post|Steem power |
|---|---|---|
|User-1|20|600|
|User-2|30|1000|
মার্কডাউন কোডগুলো ফলাফলর।
User | Post | Steem power |
---|---|---|
User-1 | 20 | 600 |
User-2 | 30 | 1000 |
সোর্স উল্লেখ করার নিয়ম কি ?
কনটেন্ট এর ভিতর ফটো যুক্ত করতে হলে অবশ্যই সোর্স দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
[সোর্স ](এর ভেতরে লিংক দিতে হবে)
সোর্স
বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।
হেডারের কোড গুলো নিচে দেওয়া হল।
# হেডার ১
## হেডার ২
### হেডার ৩
#### হেডার ৪
##### হেডার ৫
###### হেডার ৬
টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।
<div class = "text-justify">
</div>
কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?
- ১সৃজনশীলতা।
- ২অভিজ্ঞতা।
- ৩ জ্ঞান।
কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?
যদি আমি কোন টপিকস এর উপর লেখালেখি করি তবে সে টপিকস এর উপরে জ্ঞান থাকা জরুরি।কারণ
যদি সেই টপিকস এর উপর আমার জ্ঞান না থাকে তবে আমি সেই টপিকস টি কিভাবে লিখব। তাই প্রথমে আমার টপিকস টির উপরে গবেষণা করতে হবে। না হলে তো আমি সেই টপিকস টির উপরে ভুল তথ্য দিতে পারি। তাই টপিকস এর উপরে জ্ঞান থাকা খুব জরুরী।
ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?
৭ স্টিম ডলার কিউরেশন রেওয়ার্ড পবো।
সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?
পোস্ট করার 5 মিনিট পরে। এবং 6 দিন 12 ঘন্টা আগে ভোট প্রদান করা।
- বড় কোন ভোট দেয়ার আগে ভোট দেওয়ার চেষ্টা করতে হবে।
- সবার প্রথমে ভোট দেয়ার চেষ্টা করতে হবে।
- কোয়ালিটি সম্পন্ন পোস্ট খুঁজে বের করে ভোট দিতে হবে।
নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?
@Heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন হবে।
আমার বাংলা ব্লগের সকল সদস্যগনের সুস্থতা কামনা করে আমার লেখাটি আজকে মত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আমি আমার যথাসাধ্য মত চেষ্টা করেছি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তার পরেও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তবে আমার ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ করে দেবেন @alsarzilsiam
আপনি সব উত্তর গুলো বেশ গুছিয়ে দিয়েছেন।এর থেকে বোঝা যায় আপনি ক্লাস গুলো ভালভাবে করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।
এখানে বলা হয়েছে কত ডলার কিউরেশন রেওয়ার্ড পাবেন। এটি ঠিক করে নেবেন। তাছাড়া আপনার পোস্টে সবকিছুই মোটামুটি ঠিক হয়েছে। আপনার পরবর্তী লেবেলের জন্য শুভকামনা রইল।
ভাইয়া আমি আমার পোষ্টটি আপডেট করে দিয়েছি।
level 3 লিখিত পরীক্ষা আপনি খুবই সুন্দর ভাবে দিয়েছেন। আশা করি পরবর্তী লেবেলগুলো আপনি খুবই সুন্দর ভাবে পার হতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।
আপনার সুন্দর মতামত দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম প্রশ্নগুলোর ভালোভাবে উত্তর দেওয়ার।
মামা দেখে বোঝা যাচ্ছে তুমি অনেক সুন্দরভাবে লেবেল-৩ লিখিত পরীক্ষা আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল পরবর্তী ক্লাস গুলো ভালোভাবে পার হতে পারো এর জন্য।
দেখতে দেখতে লেভেল তিন ক্রস করে ফেলেছেন। আশা করি বাকি লেভেল গুলো খুব সহজে অতিক্রম করে ভেরিফাইড মেম্বারে যুক্ত হবেন ধন্যবাদ।
আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছে লেভেল-৩ থেকে মোটামুটি ভালই শিখতে এবং জানতে পেরেছেন। প্রয়োজনে আরো একবার লেভেল ৩ এর লেকচার শিটটি ভালোভাবে পড়ে নেবেন। অনেক অনেক শুভকামনা রইল।