ঠিক বলেছেন আপু আসলে এই যে আপনার ক্ষনিকের অনুধাবন এইটাও কিন্তু আমাদের সবার মধ্যে জাগ্রত হয়না। আমরা শুধু নিজের খারাপ থাকা আর ব্যর্থতাকেই দোষারোপ করতে থাকি। পৃৃথিবীতে আরো যে কত মানুষ আমাদের চাইতেও খারাপ আছে যারা আপনার ভাষায় যারা চাইলেও ব্যস্ত থাকতে পারেনা তাদের কথা ভেবেও আমাদের অন্তত সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। ধন্যবাদ ভাবনাগুলো শেয়ার করার জন্য।
হ্যা,আসলেই অনেকের ই কাজ থাকে না,খুঁজলেও পায় না।