You are viewing a single comment's thread from:
RE: বিবর্তন ও একটি ভবিষ্যৎবাণী -পর্ব ০৬
দাদা মানুষ সর্বপ্রথম কিভাবে আগুন জ্বালাতে শিখলো এ ব্যাপারে হয়তো মতভেদ আছে তবে হাজার হাজার বছরের অর্জিত এই জ্ঞান মানুষের সভ্যতা বিকাশে যে সবচাইতে বড় অবদান রেখেছে তাতে কোন সন্দেহ নেই। লেখাগুলো পড়ে মনে হচ্ছে কত সহজে হয়ে গেছে সবকিছু কিন্তু সময়ের দীর্ঘ এই যাত্রা আসলে কতটা কঠিন ছিল তা এখনকার আমাদের পক্ষে অনুমান করা খুবই কষ্টকর। যাই হোক মানব সভ্যতার যে অগ্রগতি, আমার মনে হয় তা যদি অব্যাহত থাকে আর যদি মানুষ নিজেদেরকে নিজেরা ধ্বংস না করে ফেলে তাহলে এই হোমো স্যাপিয়েন্স যে একদিন বিশ্বব্রহ্মাণ্ড জয় করবে এ ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস আছে। অসংখ্য ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা আপনার জন্য।
Thank You for sharing Your insights...