দাদা আমারও আপনার মত একই অবস্থা। ভাজাভুজি দেখলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনা। পেটের মধ্যে মোচড় দিয়ে ওঠে। তবে আমাদের এই দিকে করোনার জন্য প্রায় দুই বছর কোন মেলাই হয়নি
গতকাল সবে মাত্র একটি মেলার উদ্বোধন হলো। সত্যি বলতে কি মেলায় একটু ভীর না হলে মেলা বলেই মনে হয় না। আর নাগরদোলায় চড়া নিয়ে যা বললেন সেটা আমার ক্ষেত্রেও হয়। বমির পরিবর্তে কেমন যেন একটা আশঙ্কা থাকে এই বুঝি পরলাম। যাই হোক বৈশাখ মাসে বৈশাখী মেলা না হলে জমে নাকি। ভাল থাকবেন সুস্থ থাকবেন। সবশেষে ছবি গুলো আসলেই চমৎকার ছিল।❤️👍