ভালোবাসা আমার জীবনে, আমার কাছে,
একটি কবিতার খাতার মতো;
যার অনেকগুলো পাতা সাদা রয়ে গিয়েছে ।
কালির আঁচড় পড়েনি তাতে বহুদিন ।
আসলেই দাদা এক জীবনে কি কাউকে সবটুকু ভালোবাসা দেয়া সম্ভব। মন বদলায়, ভালোবাসা বদলায়। যাকে পরিমাপ করা যায় না, ধরা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায় তাকে ব্যাখ্যা করা আসলেই কঠিন।