বুকের মাঝে কষ্ট গুলো টগবগিয়ে ফুটছে,
বলতে না পারা কথাগুলো মনের মাঝে জমছে ।
মনের আকাশ মেঘলা ভীষণ, মেঘ জমেছে কতো !
বৃষ্টি যদি নামতো চোখে, দুঃখ ধুয়ে দিতো ।
দাদা লাইনগুলো জাস্ট অসাধারণ। চমৎকার লেখেন আপনি এতে কোন সন্দেহ নেই। বাংলা সাহিত্যের ছাত্ররাও বোধহয় এত সুন্দর শব্দ প্রয়োগ জানেনা। এভাবেই চালিয়ে যান। শুভকামনা রইল সবসময়