You are viewing a single comment's thread from:
RE: আমার লাইফের প্রথম ইফতার উপভোগ করলাম
দাদা আপনি যে বেশ পড়ুয়া রমজানের ব্যাপারে আপনার পড়ালেখার কথা শুনেই এটা বুঝতে পেরেছি। আসলে রমজান মাসের যদিও সংযমের মাস কিন্তু আমরা এই মাসের সব শিক্ষা ভুলে গিয়েছি। ঘুষ-দুর্নীতি, মিথ্যা, অহংকার, ব্যভিচার সহ যাবতীয় অন্যায় বা পাপকার্য কোনটা থেকেই আমরা বিরত হই না। শুধু দিনব্যাপী না খেয়ে থাকার নাম সংযোগ না। যাই হোক আপনারা যে তিন বছর যাবত নিয়মিত ইফতার করেন এটা শুনে বেশ অবাক হলাম। সত্যি বলতে কি ধর্মীয় গোঁড়ামি মুক্ত উদার মনের মানুষের সঙ্গে আলাপ করতেও ভালো লাগে। এপারে আসলে আপনাকে ইফতারের দাওয়াত দিতাম। যাইহোক আপনার ইফতার পার্টি বেশ জমজমাট হয়েছিল বলেই মনে হচ্ছে। বৌদির হাতের রান্না এক কথায় অসাধারণ।