You are viewing a single comment's thread from:

RE: উদ্দেশ্যহীন // ১০% লাজুক 🦊-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনার মত আমারও ট্রেন প্রীতি আছে। জনসাধারণের চলাচলের জন্য যে যানবাহনগুলো আছে তার মধ্যে ট্রেনই আমার সবচাইতে বেশি পছন্দের। প্রচন্ড শব্দ হলেও এর মধ্যে একটা ভিন্ন ধরনের আনন্দ আছে। আমরা কয়েকজন আছি যারা শুধু ট্রেনে চড়ার আনন্দের জন্যই ভ্রমণ করি। এমনকি প্রাচীন আমলের রেল স্টেশন গুলো দেখতেও আমার ভালো লাগে। বিশাল ফাঁকা রেল লাইনের মাঝে দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট স্টেশন এক অন্যরকম সৌন্দর্য হয়ে ধরা দেয়। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। শুভকামনা রইল আপনার জন্য

Sort:  
 3 years ago 

কলকাতার লোকাল ট্রেন ইলেকট্রিক হওয়ায় আওয়াজ খুবই কম হয়।

শুধুমাত্র ব্যারাকপুর স্টেশনের ভেতরটা নিয়েই আলাদা পোস্ট লেখা সম্ভব। অসাধারণ।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.031
BTC 82002.42
ETH 1786.81
USDT 1.00
SBD 0.67