RE: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ও ভারত-পাক যুদ্ধে বৃটেন, আমেরিকা এবং রাশিয়ার ভূমিকা
দাদা নিজের দেশের স্বাধীনতার সঙ্গে যে এত আন্তর্জাতিক কূটনীতি জড়িত ছিল কোনদিন জানতেও পারিনি। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে পাঠ্যপুস্তকে অনেক পড়েছি কিন্তু সেখানে অনেক কিছুই এড়িয়ে যাওয়া হয়েছে অথবা নিজেদের পছন্দমত লেখা হয়েছে। সত্তিকারের ইতিহাস আমার জানা ছিল না। মনে হচ্ছে এ ব্যাপারে আপনি যথেষ্টই পড়াশোনা করেছেন। আমেরিকা, ব্রিটেন আর চিনের মতো পরাশক্তিগুলো ক্ষমতার লোভে আমাদের দেশে ধ্বংস চালানোর জন্য যে নীল নকশা রচনা করেছিল তা থেকে আমরা অল্পের জন্য রক্ষা পেয়েছি বন্ধু দেশগুলোর সহায়তায়। ক্ষমতালোভী শাসকগোষ্ঠী এভাবেই তাদের স্বার্থের জন্য নিরীহ মানুষের জীবনকে তুচ্ছ করে। যখন যার স্বার্থে আঘাত লাগে তখনই তার প্রকৃত হিংস্র রূপ বেরিয়ে আসে। এদের কাছে শান্তি প্রিয় ভালো মানুষের জীবনের কানা কড়িও দাম নেই। তবে ভুট্টো সাহেবের শেষ পরিণতি যে এমন করুণ হয়েছিল এটা আজ প্রথম জানলাম। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর তথ্যবহুল আর নিজের দেশের সঠিক ইতিহাস আমাদের সামনে তুলে ধরার জন্য। ভালোবাসা অবিরাম