কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার আবৃত্তি। ১০% লাজুক শিয়ালের জন্য।
আজ- ১৬ আষাঢ় /৩০ জুন | ১৪২৯, বঙ্গাব্দ/২০২২ খ্রিস্টাব্দ| বৃহস্পতিবার | বর্ষাকাল |
আসসালামু-আলাইকুম।
কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। বেশ কিছুদিন আগে আমাদের কমিউনিটি তে হয়ে গেল একটা আবৃত্তি প্রতিযোগিতা। আমার বাংলা ব্লগে অনেক সদস্যই আছেন যারা খুবই ভালো আবৃত্তি করতে পারেন। আমি আবৃত্তি করতে না পারলেও কবিতা আবৃত্তি শুনতে আমার কাছে খুব ভালো লাগে। আর আমার প্রিয় কবি হচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। স্বশিক্ষিত এই মানুষটি তার লেখনীর মাধ্যমে এমন সব অভাবনীয় কবিতা সৃষ্টি করেছেন যা বাংলা সাহিত্যের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে সবসময়। জাতীয় কবির কবিতাগুলোর মধ্যে তার জগত বিখ্যাত কবিতা বিদ্রোহী কবিতাটি আজ আমি আপনাদের সামনে আবৃত্তি করতে যাচ্ছি। কবিতাটির ব্যাপ্তি অনেক বড় হওয়ায় আমি সবটুকু না করে কিছু বিশেষ অংশ আবৃত্তি করব। শুধুমাত্র নিজের ভালোলাগা থেকেই আমার এই প্রচেষ্ঠা। আশাকরি ভুলত্রুটি গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসুন তবে শুরু করা যাক।
বিদ্রোহী
- কাজী নজরুল ইসলাম---অগ্নিবীণা
বল বীর -
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
বল বীর -
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’
ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
বল বীর -
আমি চির উন্নত শির!
আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস,
মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস!
আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর,
আমি দুর্বার,
আমি ভেঙে করি সব চুরমার!
আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,
আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল!
আমি মানি না কো কোন আইন,
আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন!
আমি ধূর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর
আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর!
বল বীর -
চির-উন্নত মম শির!
আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি,
আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’।
আমি নৃত্য-পাগল ছন্দ,
আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।
আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল,
আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’
পথে যেতে যেতে চকিতে চমকি’
ফিং দিয়া দিই তিন দোল;
আমি চপলা-চপল হিন্দোল।
আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা,
করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা,
আমি উন্মাদ, আমি ঝন্ঝা!
আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর;
আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর!
বল বীর -
আমি চির উন্নত শির!
মহা-বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত,
যবে উত্পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না -
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না -
বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।
আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদ-চিহ্ন,
আমি স্রষ্টা-সূদন, শোক-তাপ হানা খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন!
আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেবো পদ-চিহ্ন!
আমি খেয়ালী-বিধির বক্ষ করিব ভিন্ন!
আমি চির-বিদ্রোহী বীর -
বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!
অসাধারণ ভাই, আপনার দরাজ কন্ঠে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি শুনে প্রাণটা জুড়িয়ে গেল। দারুন হয়েছে ভাই আপনার কবিতা আবৃত্তি। আমি কেন জানি কবিতা আবৃত্তি করতে পারিনা। আর তাই কেউ কবিতা আবৃত্তি করলে তা মনোযোগ এর সাথে শুনি। আপনার কবিতাটিও আমি খুবই মনোযোগের সাথে শুনলাম। অসম্ভব ভালো লাগলো আপনার এই কবিতাটি শুনে। পরবর্তী সময়ে আরো নিত্যনতুন কবিতা আবৃত্তি আমাদের মাঝে উপস্থাপন করবেন এই প্রত্যাশা করছি। ধন্যবাদ
সত্যি বলতে কি ভাই এই কবিতাটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি অসংখ্যবার প্র্যাকটিস করেছি কিন্তু রেকর্ডিং সমস্যা এবং নিরিবিলি পরিবেশ না পাবার কারণে ভালোভাবে আবৃত্তি করতে পারিনি। ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।
এই কবিতাটা পড়লেই শরীরের লোম দাড়িয়ে যায়। আপনার কন্ঠে চমৎকার লাগলো শুনতে পেরে। বিদ্রোহী কবিতাটি আসলেই চমৎকার। ভালো লাগলো আপনার কন্ঠে শুনে।
ঠিক বলেছেন আমার মনে হয় এমন কবিতা শত বছরেও আরেকটি হবে কিনা সন্দেহ। শরীরের রক্ত গরম হয়ে যায় এই কবিতা শুনলে। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
অসাধারণ কবিতা আবৃত্তি করেছেন ভাইয়া,শুনে ভালো লাগলো।আপনার কন্ঠ কবিতা আবৃত্তির জন্য একদম পারফেক্ট আমি আগেও বলেছি।বিদ্রোহী কবির কবিতাগুলি আমার ও খুব ভালো লাগে।ভাইয়া আপনি কি কবিতা আবৃত্তির জন্য কোনো এপস ব্যবহার করেন!আমার কাছে মনে হয় আপনি এত স্পষ্ট কোনো মাইকে আবৃত্তি করছেন, দারুণ।ধন্যবাদ ভাইয়া।
জি দিদি apps এর জন্যই এত ঝামেলা। বাসায় আসলে নিরিবিলি পরিবেশ নেই কবিতা আবৃত্তি করার জন্য। আর একটা অ্যাপস ব্যবহার করেছিলাম সেটাতেও অনেকে ঝামেলা। তাই মনের মত করে আবৃত্তীযও করতে পারিনি। ধন্যবাদ আপনাকে
এক কথায় অনবদ্য ভাই 👌👌। এই ধরণের কবিতা গুলোর জন্য আপনার গলার টোন টা একদম পারফেক্ট। অন্যরকম একটা ব্যাপার আছে সত্যি। চমৎকার হয়েছে ভাই আবৃত্তি টা। এমন আরও চাই।
কবিতা আবৃত্তি করতে আমি যদিও পারিনা কিন্তু কেন যেন ভাল লাগে। আর সত্যি বলতে কি আবৃত্তি করার মতো নিরিবিলি পরিবেশ বাসায় একেবারেই নেই। তাই চাইলেও মনের মত আবৃত্তি করা সম্ভব হয় না। ধন্যবাদ ভাই
কাজী নজরুল ইসলামের কবিতাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনি কাজী নজরুল ইসলামের বিদ্রোহ কবিতাটি সুন্দর করে আবৃত্তি করেছেন। আপনার কন্ঠ 👌👌।আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার জন্য শুভেচ্ছা রইল।
আসলে একটু উৎসাহ পেলে মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে। যদিও আমি জানি আমার কবিতা আবৃত্তি কিছুই হয় না তারপরেও উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
অসাধারণ হয়েছে ভাই। কবিতাটি শুনলেই শরীরের তাজা রক্ত শিরদাঁড়া দিয়ে বয়ে যায়। কলেজের মনি ম্যাম এই কবিতাটি দারুণ আবৃত্তি করতেন। মনি ম্যাম এর পরে আপনার কণ্ঠে কবিতাটি দারুণ লেগেছে। আপনার কণ্ঠের কবিতা আবৃত্তির অপেক্ষায় থাকবো। ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি কবিতা অসাধারণ ভাবে আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।
অনেক ধন্যবাদ দারুন একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য। যদিও আমি কবিতা আবৃত্তি পারিনা। তারপরেও এখন থেকে চেষ্টা করব।
মোটামুটি সুন্দরভাবে আপনি আবৃত্তি করেছেন তবে কাজী নজরুলের এই বিদ্রোহ কবিতা আরো বিদ্রোহী মন নিয়ে হুংকার দিয়ে আবৃত্তি করতে হবে। আমি অনার্স লাইফে পড়াকালে এই কবিতাটি বারবার এভাবে বলার চেষ্টা করতাম, তবে তাও মনে হতো অনেক কমতি রয়ে গেছে আবৃত্তি করায়।
একদম ঠিক বলেছেন ভাই, এই কবিতাটি আবৃত্তি করার জন্য কোন রকম সংকোচ জড়তা থাকা চলবে না। গলা ছেড়ে আবৃত্তি করতে হয় কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আমি কিছুই করতে পারিনি। ধন্যবাদ সুন্দর একটি পরামর্শের জন্য।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আবৃত্তি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন শুনে শরীরের লোম দাঁড়িয়ে গেল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
কবিতা আবৃত্তি করা অনেক কষ্টের একটি কাজ। সবার দ্বারা এটা সম্ভব হয় না। আমিও না পারার দলে। তারপরেও ভালো লাগা থেকে মাঝে মাঝে চেষ্টা করি। ধন্যবাদ
এর আগেও শুনেছি আপনার আবৃত্তি। প্রতিটি শব্দ স্পষ্ট উচ্চারন সত্যি অসাধারন হয়েছে। আরো শুনতে চাই আগামীতে। আর আপনার কন্ঠ কবিতা আবৃত্তি করার জন্য পারফেক্ট সেটা আমি অনেক আগেই বলেছি। আপেক্ষায় রইলাম আগামীর।
এভাবে বলবেন না ভাই, তাহলে সত্যিকারের আবৃত্তিকার রা মামলা ঠুকে দেবে আমার নামে 🤪তবে যাই বলেন আপনার এই অনুপ্রেরণা আমার কাজে লাগবে। ধন্যবাদ