সুস্বাদু হাঁসের মাংসের রেসিপি

নমস্কার বন্ধুরা, আজকে আমি হাঁসের মাংস রান্না করেছি। হাঁসের মাংস খেতে দারুন সুস্বাদু। আর আজকের এই সুস্বাদু হাঁসের মাংসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি।

ইনগ্রেডিয়েন্টস:

  • হাঁস।
  • ৪টি আলু।
  • ৪টি পেয়াঁজ।
  • ৪টি রসুন।
  • ১পিচ আদা।
  • ১ পিচ চুইঝাল।
  • শুকনো লঙ্কা, মরিচ , লবঙ্গ, দারুচিনি।
  • ৪ চামচ লবন।
  • ৪ চামচ হলুদ গুঁড়ো।
  • সরিষার তেল।


হাঁস


আলু


পেয়াঁজ


রসুন


আদা


চুইঝাল


শুকনো লঙ্কা, মরিচ , লবঙ্গ, দারুচিনি

মেথডস:

স্টেপ ০১:
প্রথমে হাঁস কেটে নিয়েছি। তারপর মাংসগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে
একটি পাত্রে রেখেছি।

স্টেপ ০২:
পেয়াঁজের খোসা ছালিয়ে নিয়েছি।

স্টেপ ০৩:
রসুনের খোসা ছালিয়ে নিয়েছি। ছালানোর পরে রসুন বাটিতে রেখেছি কাটা পেয়াঁজের সাথে।

স্টেপ ০৪:
আলুর খোসা ছালিয়ে নিয়েছি। ছালানোর পরে কেটে জল দিয়ে ধুয়ে বাটিতে রেখেছি।

স্টেপ ০৫:
চুইঝাল কেটে বাটিতে রেখেছি।

স্টেপ ০৬:
আদার খোসা ছালিয়ে কেটে বাটিতে রেখেছি।

স্টেপ ০৭:
আদা, পেয়াঁজ এবং রসুন মিক্সারে করে মিক্স করে রেখেছি।

স্টেপ ০৮:
শুকনো লঙ্কা, মরিচ , লবঙ্গ, দারুচিনি, জিরে মিক্সারে করে মিক্স করে নিয়েছি।

স্টেপ ০৯:
আলুগুলো লাল মতো করে ভেজে বাটিতে রেখেছি ।

স্টেপ ১০:
কড়াইতে মাংসগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে পরিমাণমতো লবন ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তাতে মিক্স করে রাখা সমস্ত মশলা দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম।

স্টেপ ১১:
মাংসের সাথে সব মশলা ভালো করে মিশিয়ে নিলাম।

স্টেপ ১২:
মশলা ভালো করে মেশানোর পরে মাংস ভালো করে কিছুক্ষন কষিয়ে নিলাম।

স্টেপ ১৩:
কষানোর পরে তাতে ভাজা আলু দিয়ে দিলাম এবং কষানো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিলাম।

স্টেপ ১৪:
মেশানোর পরে তাতে পরিমাণমতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে মাংস ভালোমতো রান্না হওয়ার জন্য ৫০ মিনিট অপেক্ষা করলাম। মাংস ভালোমতো হয়ে গেলে চুলা অফ করে দিলাম।

স্টেপ ১৫:
গরম গরম কিছু মাংস খাওয়ার জন্য একটি পাত্রে তুলে নিলাম।

ধন্যবাদ:))

Sort:  

খুবই সুন্দর হয়েছে ভাই আপনার রেসিপি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

রেসিপি আপনার কাছে ভালো লেগেছে তার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98833.06
ETH 3391.57
USDT 1.00
SBD 3.08