চাটনি দিয়ে এভাবে বড়ই মাখা খেতে অসম্ভব ভালো লাগে। আপনার হাতে বড়গুলো দেখে আমার তো ভীষণ খেতে ইচ্ছা করছে আপু। কিছুদিন আগে আমিও টাটকা ধনিয়া পাতা দিয়ে বরই মাখা খেয়েছিলাম। একদম ঠিক দুপুর বেলা রোদের সময় এই ধরনের খাবারগুলো খেতে বেশি ভালো লাগে। খুবই ভালো লাগলো আপু আপনার অনুভূতি জানতে পেরে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন রোদে বসে টক বরই চাটনি খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।