আপনি একদম বাস্তব বিষয় তুলে ধরেছেন আপু আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের বাচ্চা হয় না। আবার অনেক মানুষ আছে যাদের বাচ্চা অনেক অবহেলায় মানুষ হচ্ছে। আপনার খালা পাগলের বাচ্চাটাকে নিয়ে বেশ ভালই করেছে। না জানি পাগলের বাচ্চাটা কোথায় কিভাবে মানুষ হতো কি মারা যেত। তারপর দ্বিতীয় গল্পটি পড়েও বেশ ভালো লাগলো। তবে একটা চাওয়া সৃষ্টিকর্তার কাছে সব মায়ের কোল আলোকিত করুক আল্লাহ । ধন্যবাদ আপু।
আসলেই আপু,সবই সৃষ্টি কর্তার পরীক্ষা হয়তো।ধন্যবাদ