লাইফস্টাইল: বাড়িতে থেকে সবজি কেনার অনুভূতি।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার,২৭ জানুয়ারি ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকল সদস্যদের কে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে বসেই কিছু সবজি বাজার করার অনুভূতি। বর্তমান সময়ে ঘরে বসেই সব জিনিস পাওয়া যাচ্ছে। কিন্তু আগে আমাদের হাট বাজার করতে হলে বড় বড় হাটে যেতে হতো শহরে যেতে হতো। কিন্তু আজকে সকালে আমি বাড়ি থেকে এই সবজিগুলো ক্রয় করেছি। সে বিষয় নিয়ে আপনাদের মাঝে কিছু অনুভূতি শেয়ার করব। শীতকালীন সবজি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই চেষ্টা করি সব সময় টাটকা সবজি খাওয়ার জন্য। আজকে সকালে আমার মা রান্না করার সময় বলছিল কাঁচামরিচ ফুরিয়ে গেছে। আমি বললাম সমস্যা নেই কেননা কিছুক্ষণ পরে একের পর এক চলে আসবে সবজি বিক্রেতারা। এখন এমন সময় হয়ে গেছে, ঘরে বসে সব রকম জিনিস পাওয়া যাচ্ছে। কষ্ট করে আর বাজারে যাওয়া লাগছেনা। গ্রামাঞ্চল এলাকার মানুষগুলোর জন্য এটা খুবই সুবিধাজনক হয়ে গেছে।
কিছুক্ষণ আমি বসে থাকার পরে একজন সবজি বিক্রেতা মাইকে বলছিল অনেকগুলো সবজির নাম। তখনই আমি চলে গেলাম রাস্তার ধারে। আমার আগে দেখছি একজন দাদি সবজি নেওয়ার জন্য লোকটাকে গাড়ি থামাতে বলল। আমার বেশ ভালই হলো নিজে থেকে আর গাড়ি থামাতে বলতে হলো না। এরপর সেখানে গিয়ে দেখলাম অনেকগুলো সবজির আইটেম আছে ওনার কাছে। আমার দরকার ছিল কাঁচামরিচ ও আলু। তাছাড়া অন্যান্য বেশিরভাগ সবজি আমাদের ফসলের ক্ষেতে চাষ করা হয়। শীতের মৌসুমে বেশিরভাগ সময়ই মাঠে পালং শাক ও মুলা এই দুইটা থাকে। এই বছরে আমার আব্বু চাষ করেছে বেগুন, মুলা , পালং শাক আর লাল শাক। তাই বাজার থেকে অন্যান্য সবজি কেনা হয়। তবে আগে থেকে সবজির দাম এখন অনেক কম।
আমি বিক্রেতার কাছ থেকে কাঁচা মরিচ ৪০ টাকা কেজি কিনেছি।এবং আলু ২০ টাকা কেজি। আর এমনিতেই গাজর বিশ টাকার নিয়েছি। গাজর ৩০ টাকা কেজি। সব সবজির দাম অনেক কম উনি বেগুন পনেরো টাকা কেজি নিয়েছিলেন। তবে সব থেকে বেশি ভালো লাগলো ছোলার শাক দেখে। অনেকদিন ছোলার শাক খাওয়া হয়নি। ছোলার শাক আমার কাছে ভীষণ ভালো লাগে। এরপর আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে আমি বাড়ির দিকে চলে আসলাম। সবকিছু যদি এভাবে বাড়ির কাছে পাওয়া যায় তাহলে সত্যি অনেক ভালো লাগে। এখন আমার জরুরী প্রয়োজন ছিল কাঁচা মরিচ আর সেটা আমি ২০ মিনিটের মধ্যেই পেয়ে গেলাম। এমন হলে আর কি লাগে বলেন।
বাজারে সবজির দাম কম হওয়ায় সব শ্রেণীর মানুষের অনেক ভালো হয়েছে। গরিব দুঃখী মানুষ ইচ্ছেমতো সবজি কিনে খেতে পারছে। আমার কাছেও ভীষণ ভালো লাগলো সবজির এমন দাম কম হওয়াতে। তবে সব থেকে বেশি ভালো লাগলো বাড়িতে বসে এভাবে সব ধরনের সবজি কিনতে পারবো এটা ভেবেই। বাড়িতে বসে এরকম সব ধরনের জিনিস পাওয়া যায় এজন্য কিন্তু গ্রামাঞ্চলের মানুষ অনেক খুশি। যখন কোন জিনিসের খুব প্রয়োজন হয় তখন যদি তাড়াতাড়ি সেটা পাওয়া যায় তাহলে সত্যিই এর আনন্দটা অনেক। আপনাদের কাছে প্রয়োজনীয় জিনিসগুলো যদি এভাবে বাড়ির কাছে পাওয়া যেত তাহলে কেমন লাগতো সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আমার আজকের এই পোস্ট আপনাদের ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
এবছর প্রচুর পরিমাণে সবজি চাষ হয়েছে। আর প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হওয়ার কারণে বাজারে অনেক সবজি পাওয়া যায়। যার ফলে কিছু বিক্রেতা বুদ্ধি করে বাজারে না গিয়ে গ্রামেগঞ্জে হেঁটে হেটে সবজি বিক্রি করে। যারফলে আপনি বাড়িতে থেকেই সব ক্রয় করতে পেরেছেন। ধন্যবাদ।
এবছর কেমন সবজি উৎপাদন হয়েছে সেটা জানিনা কিন্তু শীতকালের এই মৌসুমে সবজির দাম সব সময় কম থাকে। ধন্যবাদ ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সঠিক বলেছেন আপনি সবজির দাম কমাতে সব শ্রেণীর লোকেদের অনেক বেশি সুবিধা হয়েছে। আপনিও দেখতেছি খুবই কম দামের মধ্যে সবজি পেয়ে গেছেন একেবারে বাড়িতে বসে থেকে। আলুর দাম আমাদের এই দিকে ১৫ টাকা কেজি যাচ্ছে। তাছাড়া বাদবাকি সব সবজির দাম দেখতেছি প্রায় একই রকম। এরকম বাড়ির কাছে বাড়িতে বসে সবজি কিনতে সবারই ভালো লাগবে আপু এটাই স্বাভাবিক। যাইহোক বাড়িতে বসে সবজি কেনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমাদের এলাকাতে তেমন বেশি আলু উৎপাদন হয় না তাই হয়তো আলুর দাম আপনাদের থেকে ৫ টাকা বেশি। ভালো লাগলো ভাইয়া জানতে পেরে ধন্যবাদ।
আমাদের এখানে গ্রামে অনেক কিছু বিক্রয় করতে আসে। ভ্যান গাড়িতে এ সমস্ত সবজি বিক্রেতারা টাটকা শাকসবজি বিক্রয় করতে আসে। আমিও কিছুদিন আগে আলু নিয়েছিলাম।
সেই জন্যই তো আপু যখন ইচ্ছা টাটকা সবজি পাই তাই যখন যেটা প্রয়োজন তখন সেটা কেনার চেষ্টা করি।
বাসায় বসে সবজি কেনার অনুভূতি গুলো পড়ে খুবই ভালো লাগলো আপু।এটা ঠিক আগেকার সময় কিছু প্রয়োজন হলে হাট,বাজারে যেতে হতো। এখন আর সেই ঝামেলা নেই।এখন বাসায় বাসায় ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করা হয় বলে সুবিধা হয়েছে সবারই।আর সবজির দাম কম হওয়াতে এখন সাধারন মানুষের অনেক সুবিধা হয়েছে।অনেক ধন্যবাদ আপু অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু আগের দিনে কিছু দরকার হলে হাটবাজারে যেতে হতো কিন্তু এখন বাড়ি বসে সবকিছু পাওয়া যায় সত্যিই এই সুবিধা মানুষের বেশ আরামদায়ক হয়েছে।
বর্তমান সময়ে অনেক সবজি বিক্রেতা গ্রামের প্রতিটি পাড়া মহল্লায় টাটকা সবজি বিক্রয় করতে আসছে। তাদের কাছ থেকে খুব কম টাকায় টাটকা সবজি ক্রয় করা সম্ভব হচ্ছে। যাহোক খুবই ভালো লাগলো তোমার সবজি অনুভূতির কথাগুলো পড়ে। সত্যিই এবার গাজর সবজি সহ অন্য সকল সবজির দাম একেবারেই কম।
তবে হাট বাজার থেকে ভ্যানে করে যে বিক্রেতা সবজি বিক্রি করতে আসে তারা একটু দাম বেশি বলে থাকে। যাইহোক ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য।
বাড়িতে সবজি কেনার মজাই আলাদা কারণ বেছে দেখে শুনে নেয়া যায় তরতাজা সবজি।দাদি সবজি ওয়ালাকে দার করিয়ে ভালোই হয়েছে আপনি বেশ কয়েক প্রকারের সবজি কিনেছে। শীতকালে প্রতিবছর সবজির দাম একদমই কমে যায় এবং গরিব মানুষেরা কম দামে সবজি খেতে পারে। ভালো লাগলো বাড়িতে সবজি কেনার অনুভূতি টি পড়ে।ধন্যবাদ আপনাকে পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
ঠিক বলেছেন আপু নিজের পছন্দের মত দেখে নেওয়া যায় আর বাজার থেকে তো সেভাবে দেখা যায় না।
বাড়িতে থেকেই যদি প্রয়োজনীয় সবজি গুলো টাটকা টাটকা পাওয়া যায়, তবে তো ভালো লাগার ই কথা। আগে যেমন গ্রামে হাটবারের অপেক্ষায় থাকতে হতো অনেক সময় ভালো, টাটকা জিনিসের জন্য। সেটা যদি কম দামে বাড়ির কাছেই চলে আসে, ভালোই তো। আর এই ছোলার শাক টা আমি কখনো খাই নি আপু। তবে শুনেছি অনেক মজা!
ছোলার শাক খেতে সত্যি ভীষণ মজা লাগে আপু খেতে। আমি অনেকবার খেয়েছি বেশ ভালো লাগে।
আপু আমাদের এদিকে বাড়িতে এসে সবজি বিক্রি করা হয়। তবে মন চাইলে পছন্দমত সবজি কিনা যায়। এখন ২৫ থেকে ৩০ টাকার মধ্যে কেজি পাওয়া যায়। সবচেয়ে ভালো লাগে নিজের পছন্দ করে কিনা যায়। যাই হোক মাইকে আওয়াজ শুনে আপনি সবজির ওইখানে গিয়ে কিছু সবজি কিনেছেন পছন্দের। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।
সত্যি আপু টাটকা টাটকা সবজি আর যদি হয় পছন্দমত তাহলে তো কোন কথাই থাকে না।