ডাই:ক্লে ব্যবহার করে ছোট্ট একটি ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 days ago

IMG-20250221-WA0026~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার,২১ ফ্রেব্রুয়ারি ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডাই পোস্ট। ক্লে ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ক্লে খুবই সফট হওয়ার কারণে এগুলো হাত দিয়ে নাড়াচাড়া করতে ভীষণ ভালো লাগে। এই প্লাটফর্মে সবাই অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে ক্লে ব্যবহার করে। আমি যদিও খুব একটা ভালো তৈরি করতে পারি না তবে চেষ্টা করি। আর এটা বিশ্বাস করি যে এভাবে চেষ্টা করতে থাকলে একদিন অবশ্যই সফল হব। আজকে আমি একটি ওয়ালমেট এর ওপর কয়েকটা ছোট বড় গোলাপ ফুল তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ওয়ালমেট টি ভাল লাগবে। কিভাবে আমি সম্পূর্ণ ওয়ালমেট তৈরি করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
ক্লে
কাঠি

IMG_20250220_192703~2.jpg

ধাপ-১

IMG_20250220_192804~2.jpg

IMG_20250220_192812~2.jpg

IMG_20250220_192823~2.jpg

প্রথমে আমি খয়েরি রঙের ক্লে নিয়ে নিলাম। তারপর ক্লে সম্পূর্ণ গোল করে নিলাম। এরপরে হাত দিয়ে চাপ দিয়ে গোল করে নিলাম। গোলটা একদম আমার তালুর সমান। খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না।

ধাপ-২

IMG_20250220_193139~2.jpg

IMG_20250220_193243~2.jpg

IMG_20250220_193359~2.jpg

এরপর সবুজ রঙের ক্লে নিয়ে নিলাম। তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এরপর প্রতিটি টুকরো হাতের স্পর্শে লম্বা করে নিলাম। লম্বা লম্বা সবুজ রঙের এই ক্লে গুলো হবে গাছ ও গাছের ডাল।

ধাপ-৩

IMG_20250220_193441.jpg

IMG_20250220_193515~2.jpg

এরপর ডালগুলো ছোট থেকে বড় এলোমেলো ভাবে সাজিয়ে নিলাম।

ধাপ-৪

IMG_20250220_193744~2.jpg

এরপর ডালের সাথে কয়েকটা সবুজ রঙের পাতা তৈরি করে লাগিয়ে দিলাম।

ধাপ-৫

IMG_20250220_193847~2.jpg

IMG_20250220_194206~2.jpg

IMG_20250220_194253~2.jpg

এরপর আমি গোলাপি রঙের ক্লে নিয়ে নিলাম। তারপর এটা একটু লম্বা করে চাপ দিয়ে নিলাম। তারপর যে কোন এক পাশ থেকে হালকা করে জড়িয়ে নিলাম। তাহলে তৈরি হয়ে যাবে ছোট্ট একটি গোলাপ। এভাবে আমি অনেকগুলো ফুল তৈরি করে নিলাম।

ধাপ-৬

IMG_20250220_194313~2.jpg

IMG_20250220_194505~2.jpg

এভাবে আমি মোট ছোট বড় ছয়টি ফুল তৈরি করেছিলাম। ফুল তৈরি হয়ে গেলে আমি প্রতিটি ডালের মাথার দিকে ফুলগুলো লাগিয়ে দিলাম।

ধাপ-৭

IMG_20250220_194737~2.jpg

IMG_20250220_194803~2.jpg

এরপর একটু খয়েরি রং এর ক্লে নিয়ে চিকন করে লম্বা করে নিলাম। তারপর আমি যে খয়েরি রঙের একটি ওয়ালমেট বানিয়েছিলাম তার চারি পাশে লাগিয়ে দিলাম।

ধাপ-৮

IMG-20250221-WA0027.jpg

IMG_20250220_194846~2.jpg

IMG_20250220_194933~2.jpg

IMG_20250220_194941~2.jpg

IMG-20250221-WA0027~2.jpg

আর এর মধ্যে দিয়েই সম্পূর্ণ হয়ে গেল আমার আজকের ওয়ালমেট। আপনাদের কাছে আবার আজকের তৈরি এই ছোট্ট গোলাপ ফুলের ওয়ালমেট টি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 yesterday 

ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ক্লে ব্যবহার করে ছোট্ট একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে ওয়ালমেট টি তৈরি সম্পন্ন করেছেন।

 yesterday 

ক্লে দেখতে খুবই সুন্দর আর এর কালার ও অনেক গাঢ়।ক্লে দিয়ে যেমন খুশি তেমন জিনিস বানানো যায় ভাইয়া। তাই ক্লে আমার খুব পছন্দ। ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা যায় যা সব সময় সুযোগ পেলে আমিও তৈরি করার চেষ্টা করে থাকি। আপনি ক্লে ব্যবহার করে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করলেন।‌ ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 yesterday 

ক্লে খুবই সফট হওয়ার কারণে খুব সহজেই ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। ধন্যবাদ আপু।

 2 days ago 

ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আসলে ক্লে একটু নরম হওয়ার যেকোন শেপে তৈরি করা যায়। আপনার ওয়ালমেট চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 yesterday 

ক্লে দিয়ে কিছু তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।আপু আপনি প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 yesterday 

আপনার ক্লে দিয়ে তৈরি করা এই সুন্দর ওয়ালমেট দেখতে ভালোই লাগছে। নিশ্চয়ই আপনি অনেক দক্ষতার সাথে এটা তৈরি করেছেন। দক্ষতা মূলক কাজগুলো দেখলে নিজেও অনেক বেশি উৎসাহিত হয়। এরকম কাজগুলোর মাধ্যমে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করলে অনেক বেশি ভালো লাগে। আপনার সৃজনশীলতা দেখে সত্যি ভালো লেগেছে। ছোট এবং সুন্দর এই ওয়ালমেট ঘরের দেয়ালে লাগালে ভালো লাগবে দেখতে।

 yesterday 

কারোর পোস্টে যদি সুন্দর কিছু দেখি সেটা প্রতিটি ধাপ দেখে খুব সুন্দর ভাবে শিখে যায় আর এখান থেকেই নতুন নতুন সৃজনশীলতা তৈরি হয় মনের মাঝে। ধন্যবাদ ভাইয়া।

 yesterday 

এই বিষয়টা আপনি একদমই ঠিক বলেছেন হাতে নিলে অনেক নরম নরম লাগে এবং দেখতে খুবই ভালো লাগে। তবে আপু আমরা সবাই কোন কাজে এক্সপার্ট নই। আর সবাই প্রথম অবস্থায় কোন কাজেই দক্ষ হতে পারি না সবাই কাজ করতে করতে নিজের দক্ষতাকে আয়ত্ত করে। আর আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন কাজ করার এবং সেই কাজে দক্ষ হওয়ার। আপনিও প্রতিনিয়ত চেষ্টা করে যান এবং অবশ্যই আপনি সফল হবেন। ক্লে দিয়ে তৈরি করা এই সুন্দর জিনিসটি দেখে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 yesterday 

তাইতো চেষ্টা করছি আপু যেন আস্তে আস্তে সুন্দর কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ আপু।

 2 days ago 

ক্লে দিয়ে একটি সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন আপু। আমিও আপনার মতো ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করতে খুব একটা পারদর্শী নই। হ্যাঁ আপু, চেষ্টা করলে মানুষ সবাই পারে। চেষ্টা করতে করতে একদিন আরো সুন্দর দেখতে ওয়ালমেট তৈরি করতে পারবেন। ওয়ালমেট তৈরি করা সম্পূর্ণ প্রসেস আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 yesterday 

জ্বী আপু চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আমি আগে তেমন পারতাম না এখন মোটামুটি পারি। ধন্যবাদ আপু। আপনি চেষ্টা করলে আপনিও আমার থেকে আরো সুন্দর কিছু তৈরি করতে পারবেন।

 yesterday 

আপনি আজকে খুব কিউট একটা ওয়ালমেট তৈরি করেছেন। এই ধরনের ছোট ছোট কাজগুলো দেখতে খুব ভালো লাগে। ছোট ছোট গোলাপ ফুল গুলো দেওয়ার কারণে জিনিসটা আরও বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

 yesterday 

গোলাপ ফুল আমার ও খুবই ভালো লাগে আপু। তাই ছোট ছোট গোলাপ ফুল তৈরি করার চেষ্টা করেছি।

 yesterday 

ক্লে তৈরি ছোট্ট ওয়ালমেটটি ভীষণ কিউট দেখতে হয়েছে। আপনারা ক্লিয়ার কাজ নিয়মিত এত সুন্দর করেন দেখে আমারও ইচ্ছে করে জানিনা পেরে উঠব কিনা তবে চেষ্টা করব। কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে।

 yesterday 

চেষ্টা করলে আপনিও পারবেন আপু। ক্লে খুবই নরম সফট হওয়ার কারণে এটা দিয়ে যেমন খুশি তেমন জিনিস তৈরি করা যায়। ধন্যবাদ আপু।

 yesterday 

বাহ আপু আপনি ক্লে ব্যবহার করে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আসলে ক্লে দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে ভালো লাগে। তবে ক্লে নরম এ কারণে যে কোন কিছু বানাতে সুবিধা হয়। আপনার বানানো ক্লে দিয়ে ছোট্ট ওয়ালমেট দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ এত সুন্দর করে ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 yesterday 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95505.15
ETH 2783.12
SBD 0.67