"টার্গেট ডিসেম্বর সিজন‌-৪ || আমার পাওয়ার আপ ১০ স্টিম"

in আমার বাংলা ব্লগ3 days ago

20250219_200719.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আবারো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিজের ক্ষমতা বৃদ্ধি করার ছোট একটি ধাপ। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি অল্প অল্প করে পাওয়ার আপ করার জন্য। কিন্তু কিছুদিন যাবত পাওয়ার আপ করতে পারিনি। দীর্ঘমেয়াদি ভাবে টিকে থাকার জন্য আমাদের সকলেরই উচিত নিজেদের পাওয়ার কে বৃদ্ধি করে নেওয়া। এই বছরে আমি টার্গেট গ্রহণ করেছি পাঁচ হাজার স্টিম পাওয়ার পূর্ণ করার। আর এই টার্গেট কে মাথায় রেখেই প্রত্যেক সপ্তাহে নিজের ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা চালিয়ে যাব।

পাওয়ার আপ করার পূর্বে আমার একাউন্ট

IMG_20250219_195805.jpg

আমার অ্যাকাউন্টে খুব একটা বেশি স্টিম ছিল না। পাওয়ার আপ করার পূর্বে আমার একাউন্টে ছিল ৩০২৩ স্টিম পাওয়ার।

পাওয়ার আপ করার সময়

IMG_20250219_195818.jpg

IMG_20250219_195830.jpg

আমার একাউন্টে পাওয়ার আপ করার মুহূর্তে ১৪২ স্টিম ছিল সেখান থেকে আমি ১০ স্টিম পাওয়ারে রুপান্তরিত করলাম।

পাওয়ার আপ করার পরে আমার একাউন্ট

IMG_20250219_195843.jpg

পাওয়ার আপ করা শেষ হয়ে যাবার পরে আমার একাউন্টে একটি পাওয়ার এর সংখ্যা দাঁড়ালো ৩০৩৩ স্টিম পাওয়ার।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি একজন গৃহিণী। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। যখনই সময় পাই এজন্য আপনাদের মাঝে আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে শেয়ার করে থাকি। এছাড়াও রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে এবং প্রাকৃতিক সৌন্দর্যের নানা ধরনের চিত্র অঙ্কন করতে আমার কাছে খুবই ভালো লাগে।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 days ago 

টার্গেট ডিসেম্বর সিজন ফাইভে আপনার ১০ স্টিম পাওয়ার আপ করার খবর শুনে দারুণ লাগলো। সত্যিই, নিয়মিত পাওয়ার আপ করা আমাদের বাংলা ব্লগের দীর্ঘ মেয়াদি যাত্রার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছোট ছোট ধাপে এগিয়ে গেলে একদিন বড় সাফল্য আসবেই।আপনার এই অগ্রগতি অনুপ্রেরণাদায়ক। ভবিষ্যতেও আপনার এই ধারাবাহিকতা বজায় থাকুক আপনার জন্য শুভকামনা রইলো।

 2 hours ago 

হ্যাঁ আপু পাওয়ার আপ করা সত্যি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

 3 days ago 

Screenshot_20250219-203007.png

Screenshot_20250219-202909.png

 3 days ago 

নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধির জন্য আপনি আজ ১০ স্টিম পাওয়ার আপ করে আপনার কাঙ্খিত লক্ষ্যের দিকে আরো একধাপ এগিয়ে গিয়েছেন। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের বিকল্প আর কিছু নেই। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। এই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যেতে থাকেন আপনার জন্য শুভকামনা রইল।

 2 days ago 

যত বেশি পাওয়ার আপ তত বেশি ক্ষমতা বৃদ্ধি দারুন কথা বলেছেন আপু। আমরা যদি নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে চাই তাহলে পাওয়ার আপ করা খুবই জরুরী। ধন্যবাদ আপু।

 3 days ago 

আপনি এই সপ্তাহে ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৩,০৩৩+ এসপি তে পৌঁছে গেলেন আপু। যত বেশি পাওয়ার আপ তত বেশি শক্তি অর্জন। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, আপনার কাঙ্খিত লক্ষ্য প্রথম ডলফিন এই সিজনে অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 2 days ago 

চেষ্টা করব ভাইয়া এই বছর পাঁচ হাজার স্ট্রিম পূরণ করার জন্য। ধন্যবাদ ভাইয়া।

 3 days ago 

টার্গেট ডিসেম্বর সিজন ফাইভে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করা। আমার বাংলা ব্লগে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রাখেন আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 2 days ago 

আহা ভাই আমাদের সবারই উচিত প্রতি সপ্তাহে অল্প করে হলেও পাওয়ার আপ করা। ধন্যবাদ ভাইয়া।

 2 days ago 

যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তাহলে খুব সহজে আপনার টার্গেট ৫ হাজার স্টিম পাওয়ার পূর্ণ করতে পারবেন। প্রতিনিয়ত সক্ষমতা বৃদ্ধি করলে সেই কাজটা আরো বেশি সহজ হয়ে যাবে। এরই মধ্য দিয়ে আপনি ৩০৩৩ স্টিম পাওয়ারে পৌঁছে গেলেন।

 2 hours ago 

চেষ্টা করব ধারাবাহিকতা ঠিক রাখার জন্য।

 3 days ago 

পাওয়ার আপ আমাদের সবার জন্য অনেক দরকারি তা সবাই জানি।পাওয়ার আপের মাধ্যমে আমরা আমাদের আইডির সক্ষমতা বাড়াতে পারি।আজকে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন ।এভাবে পাওয়ার আপের মাধ্যমে আপনার আইডির ক্ষমতা বেশি করুন।প্রতিটি ধাপ ভালোভাবে গুছিয়ে বর্ননা করেছেন ।সব মিলিয়ে ভাল লেগেছে।

 2 days ago 

চেষ্টা করছি আপু ধন্যবাদ।

 yesterday 

আপনার ১০ স্টিম পাওয়ার আপ দেখে ভীষণ ভালো লাগলো‌। পাওয়ার আপ পোস্ট গুলো দেখলে আমি অনেক অনুপ্রেরণা পাই। আমিও পাওয়ার আপ করতে চেষ্টা করি। যত বেশি পাওয়ার আপ ততো বেশি সক্ষমতা। আশাকরি আপনি ধারাবাহিকতা বজায় রেখে এভাবেই এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 hours ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া যত বেশি পাওয়ার আপ ততো বেশি ক্ষমতা অর্জন। ধন্যবাদ ভাইয়া।

 yesterday 

ছোট ছোট পাওয়ার বৃদ্ধির মাধ্যমে নিজের সক্ষমতা বৃদ্ধি করা যায়। নিজের সক্ষমতা বৃদ্ধি করতে ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে এগিয়ে যাচ্ছেন আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 hours ago 

ভাইয়া আমরা অল্প অল্প করে পাওয়ার আপ করলেও একসময় বড় একটি এমাউন্টে জমা হয়ে যাবে।

 yesterday 

আসলে পাওয়ার আপ করা মানে নিজেকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়া। পাওয়ার আপ মানে নিজেকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়া।আর পাওয়ার আপ করেই নিজেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমি মনে করি অন্যথায় কোনভাবেই সম্ভব নয়।অনেক অনেক ধন্যবাদ ফাতেমা আপু ভালো থাকবেন।

 2 hours ago 

আপনি ও অনেক অনেক ভালো থাকবেন আপু ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96558.00
ETH 2724.71
SBD 0.64