ঠিকই বলেছেন আপু অনেকদিন পর রোদের মুখ দেখলাম। রোদ ওঠার পর আমার কাছে তো মনে হচ্ছে চারপাশটা নতুন নতুন লাগছিল। যাইহোক রাজশাহীতে আপনার ঘুরাঘুরিটা সম্পর্কে পড়ে আমার কাছে বেশ ভালই লেগেছে । বিশেষ করে রাজশাহীর সিল্ক শোরুম যেখানে নিজেরা রেশম পোকা চাষ করে। তারপরে রাজশাহীর বিখ্যাত রুটি যেটা নুন ছাড়া সেটা কি আসলে খেতে মজা আছে নাকি। আর পদ্মার পাড় দেখতে সুন্দর লাগছে।
আসলে সিল্কের শোরুম গুলোতে গেলে আপনার না কিনে আসতে মন চাবে না,এত দামি দামি শাড়ি কাপড় গুলো দেখতেই বেশ ভালো লাগে।না না আমার কাছে কলাই রুটি একদমই ভালো লাগেনি।