তুমি যদি কোনো লোককে জানতে চাও, তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো।

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তুমি যদি কোনো লোককে জানতে চাও, তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো।আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

1000056739.jpg

কোন মানুষকে অর্থাৎ কোন নতুন মানুষ সম্পর্কে জানতে হলে এবং তাকে ঠিকভাবে চিনতে হলে প্রথমেই তাকে তার বাইক্য আচরণ দিয়ে বিচার বিবেচনা করা একদমই ঠিক নয়। একজন মানুষকে কাছ থেকে জানতে হলে অবশ্যই তাকে প্রথমে ভালবাসতে হবে তাকে নিজের করে নিতে হবে। তার প্রতি আপনাকে অনেক বেশি সহানুভূতিশীল হতে হবে তাকে আপন করে নিতে হবে। আর এগুলো যদি না হতে পারেন তাহলে তার হাঁটাচলা ধরন কথাবার্তা কিছুই আপনি ঠিকভাবে মেনে নিতে পারবেন না এবং তাকে আপন করে নিতেও পারবেন না। ভালোবাসা আমাদের মনে সহানুভূতি ও ধৈর্য সৃষ্টি করে যার মাধ্যমে একজন মানুষকে কাছ থেকে চেনা যায় এবং নিজের করে নেওয়া যায়।

মানুষকে প্রকৃতপক্ষে জানার জন্য তার বাহিক্য আচার-আচরণ এবং দৃষ্টিভঙ্গি উপলব্ধি করাই আসল নয়। মানুষ হচ্ছে এক জটিল প্রাণী তার আবেগ তার অভিজ্ঞতা ভিতর থেকে ভিন্ন হতে পারে। একজন মানুষকে প্রকৃত অর্থে জানার জন্য তাকে প্রথমে ভালোবাসতে হবে ভালোবেসে তার কাছে যেতে হবে। একমাত্র মানুষকে ভালবেসে তাকে চিনতে চাইলে তার সবকিছুই অন্যরকম ভাবে দেখা যায়। এবং তাকে প্রকৃত অর্থে চেনা যায়। আপনি যদি বাহিক্য দৃষ্টিকোণ থেকে দূর থেকে তাকে চিনতে চান তাহলে আপনি হয়তো তা কোনদিনই চিনতে পারবেন না। সে হয়তো আপনার দিকে একটু হেসে কথা বললে বা হয়তো আপনার মনে হবে সে অন্য দৃষ্টিভঙ্গি থেকে হেসেছে। যেমন ধরুন হয়তো তার ঠোঁট বাঁকা কিন্তু আপনি মনে করবেন যে সে মুখ বেকে আপনার দিকে তাকিয়ে হেসেছে এতে আপনার মন খারাপ হতে পারে এবং তার সম্বন্ধে আরো বেশি খারাপ মনোভাব আপনার মনের ভিতরে জমতে পারে। অথচ বাস্তবতা হতে পারে যে তার মুখটাই বাঁকা সেজন্য সে মুখ বাঁকিয়ে হাসে।

কিন্তু আপনি যদি ভালবেসে তাকে কাছে টেনে নিয়ে তারা সম্বন্ধে বুঝতে চান তাকে ভালবাসতে চান ভালবাসার দৃষ্টিকোণ থেকে তাকে দেখতে চান। তাহলে হয়তো আপনি জানতে পারবেন যে হয়তো তার মুখটাই বাঁকা এবং কিসের জন্য সে আপনাকে মুখ বাকিয়ে হেসেছে। এটাই বর্তমানে বাস্তবতা মানুষ মানুষকে বাইরে থেকে দেখে বিচার করে এবং তার সাথে সে হিসেবে আচার আচরণ করে। কিন্তু প্রকৃত অর্থে মানুষকে চিনতে হলে তাকে ভালবাসতে হয় তাকে কাছে টেনে নিতে হয়।্ তারপর তার সম্পর্কে জানা যায়। কিন্তু প্রথমে যদি মানুষকে এইভাবে দূর থেকে চেনার চেষ্টা করেন তাহলে আপনি কখনোই মানুষ চিনতে পারবেন না।

কাউকে চেনার জন্য কার বাহিক্য আচরণ এবং তার বাহিক্য কাজকর্ম থেকে তাকে উপলব্ধি করা একদমই যথেষ্ট না। আপনি যদি মানুষকে ভালবাসার চোখে দেখতে না পারেন তাহলে আপনি কখনোই মানুষ চিনতে পারবেন না। মানুষের সাথে যে মিশতে পারবেন না মানুষের আপন হতে পারবেন না। আর মানুষকে না চিনে না মানুষের সম্বন্ধে না জেনে মানুষের বাহ্যিক আচরণ এবং বিভিন্ন পরিস্থিতির উপর ভিত্তি করে মানুষকে বিচার করা একদম উচিত নয়। আমি তো মনে করি আমরা যদি মানুষকে ভালবাসতে না পারি মানুষকে নিজের করে নিতে না পারি তাহলে কোন মানুষ সম্পর্কে কোন খারাপ মতামত করা এবং তার সম্বন্ধে কোন বক্তব্য রাখা আমাদের উচিত নয়।

কারণ আমরা মানুষকে ভালবাসতে পারে না মানুষকে চিনতে পারিনা। শুধুমাত্র বাহিক্য আচার-আচরণ দ্বারা এবং বিভিন্ন পরিস্থিতির দ্বারা বিচার করে থাকলে সেটা একান্তই আমাদের ব্যক্তিগত সমস্যা বলে আমি মনে করি। আমরা কোন মানুষকে বাইরে থেকে দেখে অনেক কথাই তো বলি কিন্তু আসলে কি সেই মানুষটি সেরকম হয়? একদমই না ।কিন্তু কাছে গিয়ে তার সাথে মিশলে মনে করি যে আমাদের আগের যে চিন্তাভাবনা ছিল সেটা একদমই ভুল। যেমন প্রথম জায়গাতে আমরা কোন মানুষকে দেখতে সে যদি আমাদের সাথে ঠিক ভাবে কথা না বলে তখন আমরা তাকে অহংকারী মনে করি। কিন্তু সেই মানুষটাই যখন পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে আমাদের সাথে অনেক মিশে আমাদের সাথে অনেক যোগাযোগ করে এবং আমরাও তাকে ভালোবেসে মন থেকে চেনার চেষ্টা করি। তখন আমরা বুঝতে পারি যে আসলে আমরা প্রথমবার দেখে যে মানুষটিকে যেভাবে বিবেচনা করেছিল এই মানুষটা আসলে একদমই সেরকম না।

আর সবশেষে আমি মনে করি যে সবকিছুর চাবিকাঠি অর্থাৎ সম্পর্কের চাবিকাঠি হচ্ছে ভালোবাসা। ভালোবাসা না থাকলে কোন মানুষকেই আপন করে নেওয়া সম্ভব না। মানুষ ভালোভাবে চললেও তার খারাপ দিক দেখা যায় শুধু অন্তরে ভালোবাসা না থাকলে। যাইহোক এ ছিল আমার আজকের কিছু আলোচনা ‌।আশা করছি আমার আজকের এই পোষ্টটি আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 yesterday 

আপনার লেখা সত্যিই হৃদয়স্পর্শী এবং বাস্তবতা তুলে ধরেছে। মানুষকে সত্যিকারভাবে জানতে হলে তাকে ভালোবাসা ও সহানুভূতির দৃষ্টিতে দেখতে হবে এই দৃষ্টিভঙ্গি সত্যিই অনুপ্রেরণাদায়ক। বাহ্যিক আচরণ দেখে মানুষকে বিচার করা যেমন ভুল, তেমনি ভালোবাসার মাধ্যমে তাকে বোঝার চেষ্টা করাই সম্পর্কের প্রকৃত চাবিকাঠি। চমৎকার একটি ভাবনার প্রকাশ, ধন্যবাদ শেয়ার করার জন্য।

 23 hours ago 

1000056950.jpg

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 89657.68
ETH 2276.55
SBD 0.63