নাটক রিভিউ :- " হ্যাপা " ( পর্ব ১ )

in আমার বাংলা ব্লগ13 days ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি নাটকের রিভিউ। কয়েকদিন ধরে ভাবছিলাম একটা নাটক দেখব। তো সেদিন "হ্যাপা" নাটকটি দেখলাম আর ভাবলাম যে নাটকের রিভিউ টা আপনাদের মাঝে শেয়ার করা যাক। নাটকটা আমি আপনাদের মাঝে বেশ কয়েকটি পর্বের মাধ্যমে শেয়ার করব ।আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।

1000054723.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

নাটক সম্পর্কে কিছু তথ্য:-

নামহ্যাপা।
পরিচালনামাহমুদ মাহিন।
প্রযোজকনাজমুল হক ভূঁইয়া।
অভিনয়েমুশফিক আর ফারহান, সাফা কবির, নওফেল আশরাফি জিসান, কুন্তাল, অংকন, মনিরুল ইসলাম মনির, আরো অনেকে।
সম্পাদনাসাব্বির আহমেদ।
দেশবাংলাদেশ।
মুক্তির তারিখ৬/২/২৫
দৈর্ঘ্য১.২৫
ভাষাবাংলা।

নাটকের সংক্ষিপ্ত কাহিনী:

নাটকের শুরুতেই আমরা দেখতে পাই যে অনেক অনেক মানুষজন অনেক ঝামেলা করছে মারামারি করছে। রাস্তার মধ্যে অনেক ঝামেলা হচ্ছে দুই দলের মধ্যে এক দলের মানুষ এক দলকে মারছে। তারপর হয় নায়কের এন্ট্রি। নায়ক খুবই সুন্দরভাবে এন্ট্রি নেয়। তারপর নায়ক এসেও সেই মারামারিতে শুরু করে। নাটকের শুরুতে বেশ কিছুক্ষণ মারামারি দেখানো হলো। মারামারি শেষে দেখানো হলো একটা জায়গায় বিচার বসেছে যেখানে মারামারি করা দুই দলই ছিল। আর বিচার করার জন্য বসেছে সেই এলাকায় কিছু মানুষ আর কমিশনার। সেখানেই দেখানো হয় মারামারি করার দুই দলকে। কমিশনার বলে যে তোমরা দুজনেই আমার খুবই কাছের দুজন ছোট ভাই।

1000054719.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

তোমরা যদি এভাবে মারামারি করো তাহলে আমার কাছে খুবই খারাপ লাগে। এরপর তাদের দুজনকেই মারামারি কারণে হয় সেই সম্পর্কে জিজ্ঞেস করে। প্রথমে সেটা নিয়ে টুকটাক ঝামেলা হয় তারপর আবার শান্ত করা হয়। এরপর তাদের দুজনকেই জিজ্ঞেস করা হয় কেন মারামারি করা হয়েছে। তখন তারা বলে যে তার আগেরবার যখন ঝামেলা করেছিল তখন তাদেরকে দুটো এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। এখন স্বাস্থ্য কেন্দ্র রয়েছে গ্রামের মধ্যে একটা সে স্বাস্থ্য কেন্দ্রের অর্ধেকটা অংশ তার ভাগে রয়েছে এবং বাকি অর্ধেকটা অংশ রয়েছে নায়কের ভাগে। এখন স্বাস্থ্য কেন্দ্রে নতুন একটা ডাক্তার এসেছে। সেই ডাক্তারকে তার অনেক ভালো লেগেছে সে অনেক পছন্দ করেছে। এখন নায়ক সেখানে ঝামেলা করছে তাদের দুজনের মধ্যে। তখনই সেখানে তাদের মারামারির শুরু হয় এবং তার মধ্যে কমিশনারও মার খায়। তারপর কমিশনার বলে আমি যে এই এলাকার কমিশনে সেটা কি তোমরা ভুলে গিয়েছো নাকি। এখানে একটা ফানি সিন হয় কমিশনারকে মারা নিয়ে।

1000054725.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

এরপর কমিশনার তাদের দুজনকে বলে যে তোমাদের দুজনের যেহেতু ডাক্তারকে পছন্দ হয়েছে। সেটা তোর জায়গা নয় যে আমি দুভাগ করে দেবো। ডাক্তারকে পটানোর জন্য একদিন তুমি যাবে আরেকদিন ও যাবে। যে দিন ও যাবে সেদিন তুমি যেতে পারবে না সেখানে ঝামেলা করার জন্য। আর এভাবেই যে ডাক্তারকে পটাতে পারবে ডাক্তার যায় মাধ্যমে পটে যাবে তখন ডাক্তার তার হয়ে যাবে। সেদিন রাতের এই বিচারে এটাই ঠিক হয়। তখন নায়কের অপজিটে যে রয়েছে বিল্লাদ। বিল্লাদ বলে আমি আগে যাব কারণ কালকে 12 তারিখ জোড় সংখ্যা আমার জন্য লাকি।

1000054727.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

এরপর ঠিক হয় প্রথম দিন ডাক্তারকে পটাতে যায় বিল্লাদ। সেখানে গিয়ে সে আগে থেকেই বসে থাকে এরপর নায়িকার এন্ট্রি হয়। এরপর ডাক্তার এসে যখন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে আপনার। তখন সে তার নাম তার সবকিছুই ইংরেজিতে ভুলভাল বলতে থাকে। এটা শুনে নায়িকা মনে মনে হাসছিল। তারপর বলি আমি বাংলায় বললে আরো বেশি বুঝবো। এরপর সে যখন সবকিছু বলে এবং নায়িকা কে ফুল দেয় তখন নায়িকা অনেক বেশি রেগে যায় এবং রেগে গিয়ে থাকে স্বাস্থ্য কেন্দ্র থেকে বের করে দেয়। এরপর বিল্লাদ সেখান থেকে ব্যর্থ হয়ে বেরিয়ে যায়। এরপর দিন ছিল নায়কের যাওয়ার পালা।

1000054732.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

নায়ক যেদিন যাওয়ার কথা সেদিন সকালে নায়ক অসুস্থ হওয়ার বাহানা ধরে যাবে বলে ঠিক করে। তখনই সেই নিজের মাথায় বাড়ি দিয়ে মাথায় আঘাতে নিয়ে স্মৃতি হারা হওয়ার নাটক করে হসপিটালে গিয়ে ভর্তি হয়। সাথে তার চেলা ভেলা ও যায়। এরপর নায়কের সামনে এন্ট্রি হয় নায়িকার। তখন নায়ক এমন অভিনয় করতে থাকে যে তার কোন কিছুই মনে পড়ছে না। ডাক্তার যখন জিজ্ঞেস করেছে আপনার মাথা পাটলো কিভাবে তখন সে বানিয়ে বানিয়ে বলে যে তার মায়ের সাথে সে রান্নাবান্না করে। তার মায়ের সাথে সে সব কাজ করে একেবারে ভালো ছেলে সাজার চেষ্টা করে। এবং মায়ের সাথে কাজকর্ম করা শেষে হঠাৎ করে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। তখন নায়িকা বলেছি আপনি তো কিছুই ভুলিনি আপনার তো দেখছি সবকিছুই মনে আছে। আপনি বাড়ি চলে যান আপনি সুস্থ আছেন। কিন্তু নায়কের তো মনে অন্য কিছু রয়েছে তখন তারা বলছিল না আমার কাছে অসুস্থ লাগছে হসপিটালে ভর্তি হতে। তখন সুন্দরী ডাক্তার অনেক রেগে যায় এবং বাড়িতে চলে যেতে বলে এবং শেষে নরম সুরে বলে যে কালকে একবার দেখিয়ে নিলে হবে।

ব্যক্তিগত মতামত

নাটকের শুরুতে ঝামেলা মারামারি হলেও এর পরের মুহূর্তগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। শুরুতে এই ঝামেলা এবং পরবর্তীতে বিচার সবকিছু ইন্টারেস্টিং লেগেছে। পরে জানতে পারলাম যে তারা দুই দল মারামারি করছে স্বাস্থ্য কেন্দ্রের সুন্দরী ডাক্তারকে পটানোর জন্য তার সাথে প্রেম করার জন্য। পরবর্তীতে বিচারে যখন তাদের দুজনকে আলাদা আলাদা দিনে ডাক্তারকে পটাতে পাঠানো হয়। তারা দুজনেই নিজে নিজের মতো চেষ্টা করে তবে এখানে নায়ক কিন্তু একটু প্ল্যান করে সেখানে যায় যাতে সুন্দরী ডাক্তারের একটু সহানুভূতি পেতে পারে। নায়ক কিন্তু তার কাজে সফল হয়ে গিয়েছে। ডাক্তার কিন্তু তাকে পরদিন আবার চেকাপে আসতে বলেছে আর এটা দেখে নায়ক কিন্তু অনেক খুশি হয়ে যায়। এদিকে বিল্লাদের মন খুব খারাপ তাকে রেগে গিয়ে তাড়িয়ে দিয়েছে। দেখা যাক আগামী পর্ব গুলোতে আমি আপনাদের মাঝে শেয়ার করব ডাক্তার আসলে কার প্রেমে পড়বে। আশা করছি আপনাদের কাছে আজকের পোস্টটি ভাল লাগবে।

ব্যক্তিগত রেটিং

৯/১০

নাটকের লিংক

পোস্ট বিবরণ

শ্রেণীনাটক রিভিউ
আর্টিস্ট@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 13 days ago 

বর্তমান প্রজন্মের এই সমস্ত নাটকগুলো অনেকটা জনপ্রিয়তা পেয়েছে। কিছু কিছু নাটকের মধ্যে বাস্তবতা তুলে ধরা হয় তাই আমি সেগুলো পছন্দ করে থাকি। যাই হোক আপনি চমৎকার একটি নাটকের প্রথম পর্ব শেয়ার করেছেন। ভালো লাগলো আপনার সুন্দর রিভিউ দেখে। আশা করব সম্পূর্ণ নাটক গুলো এভাবে রিভিউ করে দেখার সুযোগ করে দিবেন।

 12 days ago 

আমার এই নাটকের রিভিউটি দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ধন্যবাদ।

 13 days ago 

1000054753.jpg

 13 days ago 

এই নাটক টার মতো আমি একটা মুভি দেখেছিলাম। আজকে আপনার শেয়ার করা হ্যাপা নাটকটি আমার কাছে ভীষণ ভালো লাগলো। নায়িকা ডাক্তার আর নায়ক সেখানে এসে দেখে প্রেমে পড়ে যায়। সম্পূর্ণ অভিনয় পড়ে ভীষণ ভালো লাগলো। এত সুন্দর একটি নাটক শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 12 days ago 

এই নাটকটির মত একটি মুভি দেখেছিলেন জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এই রিভিউটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 13 days ago 

আপনি আজকে চমৎকার একটি নাটক রিভিউ শেয়ার করেছেন। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি। আমি তেমন একটা নাটক দেখি না তবে ধারাবাহিক নাটক গুলো দেখার চেষ্টা করি। আসলে নাটক রিভিউ পড়লে আমার মনে হয় আর নাটক দেখার প্রয়োজন হয় না।

 12 days ago 

এই বিষয়টা আপনি একদমই ঠিক বলেছেন নাটকের রিভিউ গুলো পড়লে আর নাটক দেখার প্রয়োজন হয় না। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 13 days ago 

আপু আপনি সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করছেন। মুশফিক আর ফারহানের নাটক আমার অনেক পছন্দের। তার প্রতি টা নাটক আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনার শেয়ার করা নাটকটি ৩ দিন ধরে দেখতেছি, দেখতে গেলেই ঘুম চলে আসে। যাইহোক খুবই সুন্দর ভাবে নাটকের রিভিউ টি শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 12 days ago 

আমার শেয়ার করা নাটকটি আপনি তিনদিন ধরে দেখতেছেন জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 13 days ago 

সময় পেলেই নাটক দেখা হয়।নাটকটির গল্প বেশ ভালো লাগলো। সময় করে একদিন নাটকটি দেখব। ধন্যবাদ আপু সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 12 days ago 

হ্যাঁ আপু নাটকটি আমার কাছেও বেশ ভালো লেগেছে সময় পেলে অবশ্যই দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 13 days ago 

নাটকটা অনেক সময়ের। আর আপনি নাটকটি বেশ কয়েকটা পর্বে আমাদের মাঝে শেয়ার করছেন দেখে ভালো লাগলো। আমার কাছে প্রথম পর্বটা পড়ে অনেক ভালো লেগেছে। ফারহানের নাটকগুলো আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। আশা করি পুরো নাটকটি সুন্দর ভাবেই শেয়ার করবেন। অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের জন্য।

 12 days ago 

ফারহানের নাটকগুলো আপনার কাছে দেখতে ভালো লাগে জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 13 days ago 

বেশ সুন্দর নাটক রিভিউ করেছেন আপু। এই নাটকটি আমি দেখি নি তবে আপনার পোস্টের মাধ্যমে দেখে খুব ভালো লাগলো। আপনার নাটক রিভিউ খুবই দুর্দান্ত হয়েছে। নাটকের গল্প খুব চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর নাটক আমাদের মাঝে রিভিউ করার জন্য।

 12 days ago 

আমার পোষ্টের মাধ্যমে এই নাটকের রিভিউ টি দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।

 13 days ago 

চমৎকার একটি নাটক রিভিউ শেয়ার করলেন। বাংলা নাটক গুলো দেখতে খুব ভালো লাগে। বিশেষভাবে সব সময় পুরো নাটক দেখতে সময় হয় না। তাই শর্টকাটের মধ্যে রিভিউ দেখে জানা যায় নাটকের মূল বিষয়। এমন গল্পগুলো খুব ভালো লাগে।

 12 days ago 

হ্যাঁ আপু বাংলা নাটক গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95696.21
ETH 2793.14
SBD 0.67