ট্রন জমানোর ২২ তম সপ্তাহ।

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি ট্রন জমানোর পোস্ট করেছি। আশা করি প্রতি সপ্তাহে এভাবেই ট্রন জমানো চেষ্টা করব ।আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

B612_20230910_222209_911.jpg

স্টিমিট প্ল্যাটফর্ম আসার পর আমি বিভিন্ন ধরনের জিনিস সম্বন্ধে জ্ঞান লাভ করেছি। অনেক কিছু অজানা ছিল অনেক কিছু জানতে পারলাম। একইভাবে স্টিমিট প্লাটফর্মে আসার পর ট্রন সাথে আমি পরিচয় হই। এর আগে আমি ট্রন সম্পর্কে জানতাম না ।স্টিমিট প্ল্যাটফর্ম আসার পর ট্রন সম্বন্ধে বিভিন্ন বিষয় জানতে পারি। এরপর থেকে করা ট্রন স্টেকিং করা শুরু করি।

আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে ট্রন জমানোর। এ সপ্তাহে আমি ১০ Trx স্টেকিং করেছি। আমি অনেক আগেই ট্রন স্টেকিং সম্পর্কে জানতে পেরেছি এবং তখন থেকেই ট্রন স্টেকিং করা শুরু করেছি। নিচে ট্রন স্টেকিং করার ধাপগুলো আপনাদের সামনে তুলে ধরেছি।

ধাপ-১

প্রথমে ট্রন লিংক ওয়ালেটে গিয়ে স্টেকিং অপশনে ক্লিক করেছি।

IMG_20230910_220706.jpg

ধাপ-২

এইখানে আমি কত ট্রন স্টেকিং করব তার এমাউন্টে লিখে নেক্সট স্টেপে ক্লিক করেছি।

IMG_20230910_220732.jpg

ধাপ-৩

এরপর কনফার্ম বাটনে অনেক ক্লিক করে নিলাম।

IMG_20230910_220743.jpg

IMG_20230910_220754.jpg


ধাপ-৪

এরপর ট্রন ওয়ালেটের পাসওয়ার্ডটি দিয়ে আবারো কনফার্ম বাটনে ক্লিক করে নিলাম।

IMG_20230910_220803.jpg

শেষ ধাপ

সবশেষে ট্রন স্টেকিং কমপ্লিট হয়ে গিয়েছে । আমি Done বাটনে ক্লিক করে নিয়েছি

IMG_20230910_220812.jpg

আমার ১০ ট্রন স্টেকিং করা সম্পূর্ণ হয়েছে। এভাবে আমি প্রতি সপ্তাহে ট্রন স্টেকিং করার চেষ্টা করব। এভাবে ট্রন জমালে ভবিষ্যতে হয়তো আমাদের ভালো একটি ফলাফল দিতে পারে। ধন্যবাদ সবাইকে আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

Sort:  
 last year 

আপনি অনেক সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছেন ট্রন জামানো নিয়ে‌ ভোট প্রদান নিয়ে দেখে অনেক ভালো লাগলো। আপনি ২২ তম সপ্তাহ অতিক্রম করলেন। আসলে এই টোকেন টি ভবিষ্যতে অনেক কাজে দিবে। আশা করি আপনি অনেক ট্রন জমা করতে পারবেন এবং ভোটও প্রদান করতে পারবেন। বেশ ভালো লাগলো এবং অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য আপু।

 last year 

ট্রন জমানোর উদ্যোগ দেখে অনেক ভালো লাগলো আপু। আসলে আমরা যদি সফলতা অর্জন করতে চাই তাহলেই এভাবেই এগিয়ে যাওয়া উচিত। সত্যি আপু আপনার এই পোস্ট দেখে অনেক ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আপনার ট্রন জমা করার বিষয় টা অনেক ভাল লেগেছে অনুপ্রাণিত হলাম। আমিও ট্রন জমা করবো দোয়া করবেন ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার প্রতি সপ্তাহে এভাবে ট্রন জমানো দেখে খুবই ভালো লাগলো আপু। আসলে কোন কিছুই বিফলে যায় না। এক সময় এর দ্বারা আপনি অনেক লাভবান হবেন বলে আমার বিশ্বাস।সর্বোপরি আপনার এভাবে ট্রন জমানো দেখে আমারও এর প্রতি আগ্রহ জমেছে। আগামীতে আমি ও ট্রন জমানোর চেষ্টা করবো।অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ট্রন জমানোর ২২ তম সপ্তাহ। প্রতি সপ্তাহে আপনার ট্রন জমানোর ধারাবাহিকতা দেখে সত্যি বেশ মুগ্ধ হয়েছি। আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ১০ ট্রন জমি শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটা টোকেন জমিয়ে আমাদের মাঝে প্রতি সপ্তাহে শেয়ার করার জন্য।

 last year 

দারুন একটা উদ্যোগ গ্রহণ করেছেন আপু। প্রত্যেক সপ্তাহে আপনি দশটি করে ট্রন জমাচ্ছেন এটা দেখে খুবই ভালো লাগলো। যদিও এটার দাম এখন অনেক কম কিন্তু ভবিষ্যতে এটা ভালো একটা অবস্থানে পৌঁছে যাবে বলে আমি বিশ্বাস করি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.037
BTC 96184.84
ETH 3331.18
USDT 1.00
SBD 3.21