আর্ট: বাচ্চাদের জামায় হ্যান্ড পেইন্ট ডিজাইন।

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি বাচ্চাদের জামায় হ্যান্ড পেইন্ট ডিজাইন তৈরি করেছি। জামা কাপড়ের মধ্যে হ্যান্ড পেইন্ট করলে দেখতে বেশ ভালো লাগে। সেজন্য আমি ভাবলাম আজকে আপনাদের মাঝে একটি জামার মধ্যে হ্যান্ড পেইন্ট ডিজাইন করে শেয়ার করুন। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।

1000055798.jpg

আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। আমার আজকের পোস্টটি হচ্ছে ভিন্ন ধরনের একটি আর্ট নিয়ে। এ ধরনের আট আমি আগে আপনাদের মাঝে কখনো শেয়ার করিনি। এই প্রথমবার আমি শেয়ার করলাম যদি ওই ধরনের আর্ট গুলো এর আগেও কয়েকবার করেছি কিন্তু তখন আর শেয়ার করা হয়নি। আজকে আমি আরুশ বাবুর জন্য একটা জামা হ্যান্ড পেইন্ট ডিজাইন তৈরি করলাম। আমার অনেক আগে থেকেই শখ ছিল হ্যান্ড পেইন্ট জামাকাপড় তৈরি করার। একটা কাজ ধরেছিলাম ও আমার জামার মধ্যে কিন্তু সেই কাজটা এখনো সম্পূর্ণ করে উঠতে পারিনি। এখন আমি আরুশ বাবুর জন্য একটা জামার মধ্যে হ্যান্ড পেইন্ট ডিজাইন করেছি। এক কালারের কাপড় কিনে জামা তৈরি করে সে জামার মধ্যে হ্যান্ড পেইন্ট করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর সেই জামা কাপড় গুলো ব্যবহার করলেও দেখতে বেশ ভালো লাগে। আমি নীল রঙের একটি জামা বানিয়ে আরুশ বাবুর জন্য সে জামার মধ্যে হ্যান্ড পেইন্ট ডিজাইন করলাম। এ হ্যান্ড পেইন্ট ডিজাইন করতে বেশ সময় লেগেছে। হ্যান্ড পেইন্ট ডিজাইনগুলো একটু কষ্টসাধ্য কিন্তু তৈরি করার পর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর ছোট বাচ্চাদের এই ধরনের হ্যান্ড পেইন্ট ডিজাইন এর জামাগুলো পড়ালে দেখতে বেশ ভালো লাগে।আমি আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করে দেখাবো। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকার চেষ্টা করব।

আর্টের বিবরণ:-

উপকরণ:-

•এক্রেলিক কালার
•আর্ট ব্রাশ
•কলম

1000055028.jpg

ধাপ:-১

প্রথমে আমি জামাটা সেট করে নিলাম ভিতরে একটা কাগজ দিয়ে যাতে নিচে রং লেগে না যায়। তারপর আমি একটি কলম দিয়ে জামার মধ্যে আমার পছন্দ মত ডিজাইন আর্ট করলাম।

1000055823.jpg

1000055822.jpg

1000055821.jpg

ধাপ:-২

প্রথমে আমি নিয়ে নিলাম সাদা কালার এর এক্রোলিক কালার। জামার মধ্যে যে ফুলগুলো আর্ট করব সেগুলো আমি সাদা রং দিয়েই আর্ট করব। প্রথমে আমি একটা ফুল আর্ট করলাম।

1000055820.jpg

1000055819.jpg

ধাপ:-৩

জামার এক সাইডে আমি উপরের দিক থেকে ডিজাইন শুরু করলাম। সেই অংশে আমি সাদা রং দিয়ে বেশ কয়েকটি ফুল আর্ট করে নিলাম।

1000055818.jpg

1000055817.jpg

ধাপ:-৪

এখন আমি জামার আরেকটা অংশের নিচে থেকে ডিজাইন করা শুরু করব। সেজন্য প্রথমে বড় করে একটা সাদা রংয়ের ফুল আর্ট করেছি এবং ছোট ছোট দুটো ফুল আর্ট করলাম।

1000055816.jpg

1000055815.jpg

ধাপ:-৫

এখন আমি ফুল গুলোর মধ্যে কিছু ডিজাইন যোগ করবো। সেজন্য নিয়ে নিলাম কমলা রঙের এক্রোলিক রং। কমলা রং দিয়ে ফুলগুলোর মাঝখানে আমি ডিজাইন করে নিলাম।

1000055814.jpg

1000055813.jpg

1000055811.jpg

ধাপ:-৬

এখন আমি ফুলের পাশে কিছু পাতা আর্ট করব। সেজন্য নিয়ে নিলাম সবুজ রং। সবুজ রঙ দিয়ে প্রথমে আমি ছোট্ট করে একটা পাতা আর্ট করেছি।

1000055810.jpg

1000055808.jpg

ধাপ:-৭

এরপর আমি একইভাবে জামার উপরে নিচে দুই পাশেই অনেকগুলো পাতা আর্ট করে নিলাম।

1000055807.jpg

1000055805.jpg

ধাপ:-৮

এ পর্যায়ে আমি কালো রঙের এক্রোলিক রং নিয়ে নিলাম গাছের ডাল পালা আর্ট করার জন্য। প্রথমে আমি জামার উপরে অংশের গাছের ডালপালাগুলো কালো রং দিয়ে আর্ট করে নিলাম।

1000055804.jpg

1000055803.jpg

ধাপ:-৯

এরপর একই পদ্ধতিতে জামার নিচের অংশেও ফুলের এবং পাতার মধ্যে আমি অনেকগুলো গাছের ডালপালা আর্ট করে নিয়েছি।

1000055802.jpg

1000055800.jpg

শেষ ধাপ:-

আর এভাবে আমি সম্পূর্ণ করলাম আরুশ বাবুর জামার মধ্যে করা হ্যান্ড পেইন্ট ডিজাইন। এই ধরনের ডিজাইনগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আমি চেষ্টা করেছি নীল রঙের মধ্যে ফুটে ওঠে এমন দুটো রং ব্যবহার করে ফুল আর্ট করার। সেজন্য আমি সাদা ও কমলা রং ব্যবহার করেছি। চেষ্টা করেছি জামার মধ্যে সুন্দর গাছের ডালপালা পাতাগুলো ফুটিয়ে তোলার। আশা করছি আমার আজকের এই আর্ট আপনাদের কাছে ভালো লাগবে।

1000055794.jpg

1000055795.jpg

1000055796.jpg

1000055797.jpg

1000055798.jpg

1000055799.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
আর্টিস্ট@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 yesterday 

জামার মধ্যে এরকম পেইন্টিং করলে আসলেই ভালো লাগে দেখতে। ছোটদের জামা হওয়ার কারণে বেশ কিউট লাগছে এটা। নীল রঙের উপর সাদা ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। জাস্ট মুগ্ধ হয়ে গেলাম আপনার আজকের হ্যান্ড পেইন্ট দেখে। ধন্যবাদ আপনাকে এটা শেয়ার করার জন্য।

 yesterday 

1000055840.jpg

 yesterday 

আপনার আর্ট চমৎকার হয়েছে। সত্যি আপু এমন আর্ট বাচ্চাদের জামার ভিতরে দেখলে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 yesterday 

বাহ দারুণ হলো তো। এভাবে বাজার থেকে এক কালারের ড্রেস কিনে এনে বাসায় দারুণ রূপ দিতে পারবেন আপনার পেইন্টিং এর মাধ্যমে। ছোট বাচ্চার কটি এর মধ্যে চমৎকার একটি আর্ট করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 yesterday 

বাচ্চাদের জামার মধ্যে অনেক সুন্দর একটা হ্যান্ড পেইন্ট ডিজাইন করলেন। আমার কাছে আপনার এই সুন্দর ডিজাইন টা দেখতে অনেক ভালো লেগেছে। পুরোটা সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আমি তো এটা দেখে অনেক বেশি মুগ্ধ হয়েছি। আপনার দক্ষতার প্রশংসা করতেই হচ্ছে।

 yesterday 

আপনার ছেলের জামার উপর দারুন ডিজাইন আর্ট করেছেন। নীল রঙের জামার উপর সাদা ফুলগুলো দারুন ভাবে ফুটে উঠেছে। খুবই ভালো লাগলো আপু আপনার শেয়ার করার ডিজাইনটি। আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 yesterday 

খুব সুন্দর হয়েছে বাচ্চাদের জামায় করা হ্যান্ড পেইন্ট ডিজাইন টা। এরকম ভাবে জামার মধ্যে ডিজাইন করলে দেখতে আমার ভালো লাগে। আর জামা গুলো পড়লেও অনেক সুন্দর এবং কিউট লাগে। বিশেষ করে বাচ্চাদেরকে। ফুলগুলো সৌন্দর্য খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে দেখেই মুগ্ধ হলাম।

 yesterday 

অসাধারণ একটা আর্ট আজ আপনি আমাদের মাঝে নিয়ে এসেছেন। আসলে জামাই এত সুন্দর আর্ট যদি আমাকে কেউ করে দিত তাহলে তার কাছে আমি অনেকগুলো জামা দিয়ে দিতাম। আসলে এত সুন্দর একটা আর্ট আপনি এই বাচ্চাদের জামায় করেছেন এবং এই শার্টটি যখন পড়া হবে তখন তাকে অনেক বেশি ভালো লাগবে।

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96547.62
ETH 2679.49
SBD 0.63