একটি পুতুলের ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি আর্ট করেছি একটি পুতুলের ম্যান্ডেলা। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।

1000054174.jpg

আমি আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করে দেখাবো। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকার চেষ্টা করব।

আর্টের বিবরণ:-

উপকরণ:-

আর্ট বই
•কালো কলম
•পেন্সিল
•স্কেল
•রবার

ধাপ:-১

প্রথমে আমি পেন্সিল দিয়ে স্কেচ করে নিলাম।

1000053856.jpg
1000053403.jpg

ধাপ:-২

এরপর আমি কালো কলম দিয়ে আর্ট করে নিলাম।

1000053405.jpg

1000053406.jpg

ধাপ:-৩

কালো রং দিয়ে মাথার উপরে চুল আর্ট করে নিলাম।

1000053408.jpg

1000053409.jpg

ধাপ:-৪

এরপর আমি গায়ের মধ্যে একটা ফুল আর্ট করেছি।

1000053410.jpg

1000053411.jpg

ধাপ:-৫

তারপর আমি গায়ের অন্য অংশে কিছু ডিজাইন করলাম ।

1000053414.jpg

1000053415.jpg

ধাপ:-৬

এরপর আমি নিচের থেকে ছোট কিছু ডিজাইন করলাম।

1000053416.jpg

1000053417.jpg

ধাপ:-৭

শেষে আমি নিচে বিভিন্ন ধরনের ফুলের আর্ট করেছি।

1000053418.jpg

1000053421.jpg

শেষ ধাপ:-

আরে এভাবে আমি আর্ট আজকের এই ম্যান্ডেলা আর্ট করেছি। আশা করছি আমার আজকের আপনাদের কাছে ভালো লাগবে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

1000054174.jpg

1000054173.jpg

1000054172.jpg

1000054171.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
আর্টিস্ট@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 2 days ago 

অন্যদের কাছে কেমন লেগেছে জানিনা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো আপু। আপনি অনেক সুন্দর একটি মেয়ে মানুষের আকৃতিতে পুতুল আর্ট করেছেন। এটা দেখতে খুবই ভালো লাগলো।

 2 days ago 

আপনার পুতুল টা অনেকটা জাপানী পুতুলের মতো লাগলো আমার কাছে। খুব কিউট দেখতে একটি পুতুলের ম্যান্ডেলা এঁকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে আপু, উপকরণ এর ছবি টা যুক্ত করলে আরোও ভালো হয় বোধ হয়।

 2 days ago 

এত সুন্দর কিউট একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার দুর্দান্ত প্রতিভা দিয়ে দুর্দান্তভাবে মেন্ডেলা আটটি অংকন করেছেন তা দেখেই বুঝা যাচ্ছে। আমার কাছে কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে আপনার ম্যান্ডেলা আর্টটি।আশা করছি এত সুন্দর আরো ম্যান্ডেলা আর্ট আগামীতেও আমরা আপনার কাছে দেখতে পাবো।

 2 days ago 

1000054183.jpg

 2 days ago 

আপু আপনার পুতুলের ম্যান্ডেলাটা আমার কাছে চমৎকার লেগেছে। এরকম ছোট্ট ছোট্ট পুতুল নিয়ে ছোটবেলায় খেলতাম। পুতুলের শেইপে অঙ্কন করা ম্যান্ডেলাটা অসাধারণ লাগলো। চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করার সম্পূর্ণ প্রসেস আমাদের সাথে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 2 days ago 

দুর্দান্ত হয়েছে আপু, আপনার তৈরি পুতুলের ম্যান্ডেলা আর্ট দেখতে খুবই সুন্দর হয়েছে। দেখতে খুবই কিউট লাগছে।পুতুলের এত সুন্দর একটি ম্যান্ডেল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

আপু আপনি একদম কিউট একটি পুতুলের ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের নিখুঁত আর্ট দেখতে যেমন ভালো লাগে তেমনি আর্ট করতেও খুব ভালো লাগে। এই ধরনের আর্ট করতে অনেকটা সময়ের প্রয়োজন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 yesterday 

আজকে আপনি অনেক সুন্দর এবং কিউট দেখতে একটা পুতুলের ম্যান্ডেলা আর্ট করেছেন। আমার কাছে তো আপনার করা এই আর্ট দেখতে অনেক সুন্দর লেগেছে। এরকম নিখুঁত নিখুঁত ডিজাইনের ম্যান্ডেলা আর্ট গুলো দেখলেই মুগ্ধ হয়ে যাই। অনেক ভালো লাগলো আমার কাছে আপনার এই সুন্দর দক্ষতা মূলক কাজটা।

 11 hours ago (edited)

কি দারুণ হয়েছে আপু পুতুলের ম্যাডেলা টি।খুবই সুন্দর হয়েছে আপনার ম্যাডেলাটি।এই ম্যাডেলা করতে অনেক ধৈর্য ও সময়ের প্রয়োজন হয়েছে তা বুঝতে পারছি।নিখুঁত ভাবে পুতুলের ম্যান্ডেলা পদ্ধতি টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ম্যাডেলা আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 11 hours ago 

চমৎকার একটি পুতুলের ম্যান্ডেল আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট করতে অনেক ধৈর্য ও সময় লাগে। আপনি অনেক ধৈর্য নিয়ে খুব সুন্দর ভাবে পুতুলের ম্যান্ডেলা আমাদের মাঝে শেয়ার করেছেন।পুতুলটি দেখতে অনেক কিউট লাগছে।ধন্যবাদ আপু পোস্টটি ধাপে ধাপে সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 98683.71
ETH 2792.81
USDT 1.00
SBD 3.22