আমার তোলা কিছু খাবারের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ12 days ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করব।আশাকরি আপনাদের কাছে লোভনীয় খাবারের ফটোগ্রাফি ভালো লাগবে।

1000052050.jpg

বিভিন্ন ধরনের খাবার খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে বাইরের খাবার দাবার গুলো খেতে অনেক বেশি মুখরোচক হয়ে থাকে আর বাইরের খাবারগুলোর লোভ আমরা কেউ সামলাতে পারি না বাইরে গেলে সবাই ঢুকতে জিনিসপত্র খেয়ে থাকে যেহেতু ফটোগ্রাফি করা হয়ে থাকে সেজন্য বাইরে খাওয়া দাওয়া করতে গেলেও বিভিন্ন রকম ফটোগ্রাফি করা হয়ে থাকে। আমার কাছে বিশেষ করে স্ট্রিট ফুড গুলো অনেক ভালো লাগে। গত কয়েকদিনে আমি বেস অনেক রকমেরই খাবার খেয়েছিলাম সেগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। খাবারের ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের মাঝে শেয়ার করার সময় আমার আবারও খাবারগুলো খেতে অনেক ইচ্ছে করছিল। আশা করছি আমার এই খাবারের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছেও ভালো লাগবে।

1000115338.jpg

device : vivoy15s
লোকেশন

উপরের ফটোগ্রাফিতে আপনারা যে খাবারটি দেখতে পাচ্ছেন এই খাবারটির নাম হচ্ছে আমড়া মাখা। ঝাল টক সব মিলিয়েই আমড়া মাখা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু সেরকমই সুস্বাদু আর লোভনীয় ছিল। এই ফটোগ্রাফিটি দেখে আমার নিজেরই জিভে জল চলে আসছে এখন মন চাইছে আবারো একটু খেতে পারলে খুবই ভালো হতো। আমার ফটোগ্রাফি করা এই আমড়া মাখা ফটোগ্রাফিটি দেখে আপনাদের কি অনুভূতি হচ্ছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন তো বাইরে গেলে বাজারে গেলে আশেপাশে সব জায়গায়ই আমড়া মাখাওয়ালা দেখতে পাওয়া যায়। তারা আমরা গুলোকে কেটে কেটে নিয়ে আসে এবং একসাথে মসলা দিয়ে মেখে বিক্রি করে।

1000115342.jpg

device : vivoy15s
লোকেশন

উপরে যে খাবারের ফটোগ্রাফি টা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার তৈরি করা একটি রেসিপি। ফটোগ্রাফি করার পাশাপাশি আমার কাছে রেসিপি তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। মাঝেমধ্যে বিভিন্ন ধরনের রেসিপি আমি তৈরি করে থাকি এবং সেটা আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তার মধ্যে এই রেসিপিটাও হচ্ছে একটি রেসিপি। ‌ গত কয়েকদিন ধরে ডিমের বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তার মধ্যে এটি হচ্ছে ডিমের মজাদার একটি রেসিপি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু সেরকমই সুস্বাদু ছিল এই রেসিপিটা।

1000115344.jpg

device : vivoy15s
লোকেশন

উপরের ফটোগ্রাফি তে যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন স্টেকের একটা প্লেটার। এই প্লেটার টা আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখান থেকে অর্ডার করা। খাবারটা দেখে যেরকম দুর্দান্ত লাগছে খেতেও তার থেকে বেশি মজা ছিল। আমি সেদিন প্রথম বার চিকেন স্টেক খেয়েছিলাম আর খেতে অনেক বেশি সুস্বাদু ছিল। তার সাথে মাশরুম ও ক্যাপসিকাম এর ভেজিটেবল এবং ফ্রেঞ্চ ফ্রাই সাথে একটা সস ছিল এবং কিছু সালাদ ছিল দুর্দান্ত ছিল এই খাবারটা। খেতে অনেক ভালো লেগেছে আমার কাছে তাই ভাবলাম এত মজাদার একটা খাবারের ফটোগ্রাফি আপনাদের মাঝেও শেয়ার করা যাক।

1000115340.jpg

device : vivoy15s
লোকেশন

উপরের ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই মজাদার একটা খাবারের ফটোগ্রাফি এই খাবারটা হয়তো কমবেশি আমরা সবাই ছিনি। এই খাবারটার নাম হচ্ছে বেলপুরি। এই খাবারটার ফটোগ্রাফি করেছিলাম আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানেই বিল পুরি খেয়েছিলাম আর তখনই ফটোগ্রাফি টা করা। তবে বেল ফুল টা খেতে আমার কাছে ততটা ও ভালো লাগেনি কারণ আমাদের এলাকার ভেলপুরি গুলো তার থেকেও বেশি মজাদার ছিল। এই ভেলপুরি আমার হাজবেন্ডের আবার অনেক বেশি পছন্দের। সেজন্য মাঝেমধ্যেই খাওয়া হয়ে থাকে আর খেতে বেশ ভালো লাগে।

1000115336.jpg

device : vivoy15s
লোকেশন

উপরের ফটোগ্রাফিতে যে খাবারটি দেখতে পাচ্ছেন সেটা তো আমাদের সকলেরই প্রিয় খাবার। বিশেষ করে আমাদের মেয়েদের তো এই খাবার ছাড়া চলেই না। ফুচকা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে বাজারে গেলে ফুচকা খাওয়া হয়। এই ফুচকার ফটোগ্রাফি গুলো দেখে এখনই জিভে জল চলে আসছে আমার কাছে ফুচকা খেতে অনেক বেশি ভালো লাগে। আর সেদিন ফুচকা খেয়েছিলাম একটা পার্কের মধ্যে এতটা ভালো হবে সেটা আশা করিনি। কিন্তু ভালোই ছিল খেতে অনেক ভালো লেগেছিল।পার্কের মধ্যে বসে প্রাকৃতিক পরিবেশে ফুচকা খেতে। এ ছিল আমার আজকে কিছু খাবারের ফটোগ্রাফি আশা করছি আমার আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই খাবারের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 11 days ago 

আপনার খাবারের ফটোগ্ৰাফি গুলো দেখে তো আমার জিভে জল চলে এলো আপু।আমি ফুসকা খেতে ভীষণ পছন্দ করি। আপনি রেসিপির ফটো, আমড়া মাখার ফটো, ফুসকার ফটো সহ আরো বেশ কয়েকটি ফটোগ্ৰাফি শেয়ার করেছেন দেখে তো খেতে ইচ্ছে করছে আমার। আপনি ফটোগ্ৰাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন দেখছি।

 6 days ago 

আমার ফটোগ্রাফি গুলো এবং তার পাশাপাশি তার বর্ণনাও আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 12 days ago 

লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। খাবারের ফটোগ্রাফি গুলো দেখলেই লোভ লেগে যায়। প্রত্যেকটি খাবার লোভনীয় তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমড়া মাখা এবং ফুচকা। এ দুটি খাবার আমি ভীষণ পছন্দ করি। লোভনীয় খাবারের রেসিপিগুলো সুন্দর উপস্থাপনায় আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 6 days ago 

আমড়া মাখা ও ফুচকা আপনার অনেক পছন্দের খাবার জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে মন্তব্য করার জন্য।

 12 days ago (edited)

মজাদার মজাদার এবং জিভে পানি আসার মত সব খাবারের ফটোগ্রাফি তুলে ধরেছেন আপনি। প্রত্যেকটার খাবার খুবই মজার, বিশেষ করে চিকেন স্টেকের একটা প্লেটার দেখে খাওয়ার জন্য লোভ হচ্ছে।মজাদার মজাদার সব খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে এত সুন্দর হবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 6 days ago 

খাবারের ফটোগ্রাফি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে সে থেকেই আজকে আপনাদের মাঝে খাবারের ফটোগ্রাফি শেয়ার করলাম। আপনার কাছে চিকেন স্টেক এর ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।

 12 days ago 

ওয়াও আপু খাবারের ফটোগ্রাফি গুলো দেখে লোভ সামলানো যাচ্ছে না। বিশেষ করে ফুচকা দেখে তো আমার এখন খেয়ে নিতে ইচ্ছে করছে। আর বেলপুরি দেখে তো আরো লোভ লাগলো। অনেক ধন্যবাদ আপু লোভনীয় খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 6 days ago 

ফুচকা ভেলপুরি এই ধরনের খাবার গুলো দেখলেই একদমই লোভ সামলানো যায় না। আমার ফটোগ্রাফির মধ্যে এই খাবারগুলো দেখে আপনারও লোভ লেগে গেল যেন খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 12 days ago 

1000052066.jpg

 12 days ago 

প্রত্যেকটা খাবারের ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে প্রতিটি খাবার অত্যন্ত মজাদার ছিল। বিশেষ করে আপনার হাতের তৈরি করা রেসিপিটি এবং ফুচকার ছবি এগুলো সব থেকে সুন্দর হয়েছে। ফটোগ্রাফি গুলির সাথে খাবারের বেশ গোছালো বর্ণনা দিয়েছেন। মোটকথা আপনার খাবারের ফটোগ্রাফি পোস্ট টি চমৎকার হয়েছে।

 6 days ago 

আমার হাতে তৈরি করা রেসিপিটি এবং ফুচকার ফটোগ্রাফিটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর ও গঠনমূলক একটি মন্তব্য করার জন্য।

 12 days ago 

আপু সবগুলো খাবারই মুখরোচক ও লোভনীয়। আর আপনি ও অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন এটি আমার অনেক সুন্দর লগেছে।
ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 6 days ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 11 days ago 

আপনার তোলা খাবারের ফটোগ্রাফি গুলো দেখে আমার সত্যি খুব লোভ লেগে গিয়েছে। এখানে থাকা বেশিরভাগ খাবার আমার খুবই পছন্দের। কেন যে লোভ লাগিয়ে দিলেন মজার মজার খাবারের ফটোগ্রাফি দেখিয়ে। ইচ্ছে করছে ফটোগ্রাফির থেকে বের করে নিয়ে আসি খাবারগুলো।

 6 days ago 

আমার ফটোগ্রাফি করা বেশিরভাগ খাবারই আপনার অনেক পছন্দের জেনে খুবই ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ খাবারের ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.25
JST 0.038
BTC 100604.02
ETH 3135.78
SBD 3.98