মুক্তির সন্ধান (১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুয়ালাইকুম,আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।আগামীকাল এনডিসিতে ভর্তি এক্সাম,তাই একটু প্যারা কাজ করতেছে অবশ্য।দোয়া রাখবেন,যাতে ভালোভাবে এক্সামটা দিতে পারি।

কারারুদ্ধ আহারতৃপ্ত অবস্থায় থাকার মূল্য কতটুকু?আলো বাতাসের মুখ দেখেনি এমন অবস্থায় যারা থাকে তাদের একটা বদ্ধ জায়গায় রেখে প্রচুর খাবার দিয়ে ভরায় রাখলে তারা সেই অন্ধকার জায়গাকেই স্বর্গ মনে করে।কিন্তু যারা সবসময় আলো বাতাসের সাথেই বসবাস করে তাদের ওমন অন্ধকার জায়গায় রেখে যতই ভালো খাবার দেয়া হোক না কেন,তা তাদের কাছে অন্ধকার জগতের বাইরে কিছুনা।চিন্তা থাকে সেখান থেকে বের হয়ে প্রকৃতির মাঝে নিজেকে মিশে ফেলার😊।
দুদিন হলো ঢাকায় এসেছি।ভাইয়ের বাসায়।প্রথমদিন রাতের বেলা,তখন বোধয় বাজে ৯ টা বা ৯ঃ৩০ এর মতো।ঘরে শুয়ে ফোন চাপছি।হঠাৎ করেই বিড়ালের ডাক।ভাবলাম কি ব্যাপার,এতো রাতে তাও আবার ৫ তলায় বিড়ালের ডাক।একটু ভয়ই পাইছিলাম।বেলকুনির দরজা খুলে বেলকুনিতে গিয়ে দেখি সামনের বিল্ডিং এর বেলকুনিতে বিড়াল ডাকছে।রাত জন্য বেশি সময় না দিয়ে ঘরে চলে এসেছিলাম।আবার সকালে ম্যাও ম্যাও।দেরি না করে আবার বেলকুনিতে গিয়েছিলাম।একটা বিড়াল যে এতোটা কিউট হতে পারে তা আমার ধারনার বাহিরে ছিল।আশেপাশের বিল্ডিং তখন ফাকা,এক প্রান্তে আমি আর এক প্রান্তে বিড়াল সাহেব।এক নজরে আমার দিক তাকায় ছিল।এমন একটা মায়াবী নজর দিচ্ছিলো যাতে মনে হচ্ছিলো আমি ওর কত জন্মের চেনা😅।সত্যি বলতে মায়ায় পড়ে গেছি😇।এখন তো আমি নিজেই খুজি তাকে😁।

বন্দি মিঃবিড়াল

IMG20220114105657.jpg
কিউট না?🥰

IMG20220114105655.jpg

IMG20220114105648.jpg

IMG20220114105717.jpg
ছবি জুম করে তুলেছিলাম,তাই একটু ফাটা ফাটা আসছে।দুঃখিত😑।

বেশ কিছুক্ষন ওর সাথে একবার সময় কাটায়ছিলাম।শুধু ম্যাও ম্যাও করছিল আর বেলকুনির গ্রিল দিয়ে মুখটা বাইরের দিক করছিল।হতে পারে ও অনেক আদরে আছে তবে দিনশেষে ও ওর বিচরণ ভূমিতে নেই।একটা জায়গা ফাকাই থেকে যায়🙂.

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.15/01/22

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 85199.31
ETH 2196.32
USDT 1.00
SBD 0.68