মেডিকো এক্সাম ও একটি যুদ্ধ

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,


আশা করি, সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।

রোজা আসার পর থেকে রাতে ঘুম বলতে জিনিসটা আমার দ্বারা আর হয়না।এর পিছে অবশ্য কারণ বলতে তেমন কিছু নেই।মেসে থাকা বেশিরভাগ ছেলে-মেয়েদের কমন একটা বিষয় সাহারি করে ঘুমানো।আর সাহারি পর্যন্ত জেগে জেগে কেউ পড়াশুনা করে,কেউ নিজের কাজ করে আর কেউবা নিজের বাবুসোনাকে গল্প শুনায়।আমি অবশ্য স্পেসিফিকভাবে তিনটার কোনোটাতেই নেই।সংকর বৈশিষ্ট্যের অধিকারী হয়ে তিনটাই ধারণ করেছি নিজের ভেতর।

IMG20230407112201.jpg

লাস্ট শুক্রবার ছিল মেডিকো-তে বায়োস্টার এক্সাম।মেডিকো মূলত মেডিকেল এডমিশন কোচিং প্রোগ্রাম,অনেকেই হয়তো এ বিষয়ে অবগত আছেন।এক্সামের তিন/চারদিন আগে থেকে এক্সাম সম্পর্কে অবগত ছিল ঠিকই কিন্তু এক্সাম দেয়ার ইচ্ছা ছিলনা।এক্সামের ঠিক আগেরদিন রাতে মানে বৃহস্পতিবার ইফতার করার পর মনে হলো এক্সামটা দেই,যা হবে হোক।
মোট ৭ টা চ্যাপ্টারের এক্সাম ছিল,তাতে জুলোজি ছিল ৪ টা অধ্যায় আর বোটানি ছিল ৩ টা অধ্যায়।সমস্যা হলো ছয়টা অধ্যায় মোটামুটি পড়া থাকলেও একটা অধ্যায় সম্পূর্ণই নতুন ছিল আমার কাছে।হাতে সময় ছিল জাস্ট ওই রাতটুকু।মনস্থির করলাম,আজ রাতে সবধরনের কাজ আর বাবুসোনা সব বাদ।এই ৭ টার পিছেই লেগে পড়বো।রাত ৮ টা থেকে একদম ৩ টা অব্দি লাগাতার পড়েছিলাম।মোটামুটি সবগুলো কভারে এসেছিল।তারপর সাহারি করে ৪ টা থেকে ৬ টা অব্দি ঘুমিয়েছিলাম।উঠে গোসল করে আবার ৯ টা পর্যন্ত পড়াশুনা করে বেরিয়েছিলাম এক্সাম দিতে।
মেস থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে ছিল এক্সাম সেন্টার।একটা রিক্সা ভাড়া করে ৯:২৮ এর ওদিকে সেন্টারে পৌঁছে গিয়েছিলাম।

IMG20230407090718.jpg

ছেলেপেলে বেশ অনেকগুলো ছিল।প্রায় ৩০০ মতো এক্সাম দিয়েছিলাম ওখানে।আর পরে জানতে পারি পুরো দেশে ৭৬০০+ এক্সাম দিয়েছে।
তো এক্সাম মোটামুটি ভালোই হয়েছিল।৯৪ টা এমসিকিউ দাগিয়েছিলাম।মেসে এসে সলভ করার পর দেখলাম ১১ টা ভুল হয়েছে আর তাতে নেগেটিভ সহ ৮১.২৫ মার্ক থাকার কথা।যেহেতু ৫০০ জন পুরস্কারের জন্য লিস্টেড হবে,তাই ভেবেছিলাম ওই মার্ক নিয়ে পজিশন আনা সম্ভব না।
তবে আল্লাহর রহমতে আমার সে ভাবনা ভুল হয়েছে আর গতকাল রেজাল্ট পেয়ে দেখি পজিশন এসেছে ৩৪৪।তবে মার্ক যা আশা করেছিলাম সামহাউ তার থেকে কম এসেছে।

IMG_20230415_153034.jpg

যাইহোক,পরিশ্রম করলে যে ফল পাওয়া যায় তা বুঝেছি। একটা রাত পুরো খেটেছিলাম,এতোটা পরিশ্রম পড়ার পিছে এই প্রথম করেছিলাম।আআলহামদুলিল্লাহ,একটু হলেও তার ফল পেয়েছি।দোয়া রাখবেন,নিজের ভেতর যেন স্পিরিটটা ধরে রাখতে পারি এবং গায়ে সাদা এপ্রোন জড়ানোর স্বপ্নটা সত্যি করতে পারি।


এই লাইফটা বেশ ভালো ইনজয় করছি।চাপের ভেতর থাকতে থাকতে যখন অবসর পাই তখন আর ভালো।লাগেনা।মানে সময়টা কাটতে চায়না। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি,

🌼আল্লাহ হাফেজ।🌼

. . .

©@farhantanvir
Shot on. Oppo f19 pro & SS taken from messages.
Location
Date.15/04/23


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 94693.28
ETH 3119.47
USDT 1.00
SBD 3.05