একটি পিনিকময় সন্ধ্যা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

লেখার শুরুতেই বলে রাখা ভালো,শিরোনাম পড়ে উল্টো-পাল্টা ভাববেন না।পুরোটা পড়ুন,বুঝতে পারবেন।আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।নতুন বছর শুরু করুন নতুনভাবে,মুছে যাক গ্লানি ঘুচে যাক জড়া।

প্রায় ৭/৮ দিন পর আপনাদের মাঝে এলাম।অসুস্থ ছিলাম না,তবে মানসিক চাপে ছিলাম অনেক।এখন যে স্ট্রেস ফ্রি তা ঠিক না,তবে আগের তুলনায় স্ট্রেস একটু কম।বিগত ৪/৫ দিন কোনো রকম পোস্টও করিনি কিংবা কমেন্টসও করিনি।মানে,এই দুনিয়া থেকে সংযোগ বিচ্ছিন্নই ছিল বলা চলে।যাইহোক,কথায় আসি।

IMG_20230414_192722.jpg

ঘটনাটা রোজার আগের।বিকেল করে বাইরে খেতে যাওয়া ছিল আমার আর সুমনের নৈমিত্তিক ব্যাপার।আর আমাদের দুজনের সাথে আরো একজন করে যোগ হতো প্রায়ই।সেটা হয় লিমন নাহয় মারুফ।আজকের গল্পে অবশ্য আমাদের সাথে মারুফই ছিল।
বিকেলে আবহাওয়াটা বেশ ভেজা ভেজা দেখাচ্ছিলো।আকাশটা খুব একটা ভালো ছিলনা।মনে হচ্ছিলো বেশ ভালো বৃষ্টি হবে আর পূর্বাভাস হিসেবে মৃদু ঠান্ডা বাতাস বইছিলো।দেরি না করে সুমনের মেসে গিয়ে ওকে বললাম,চলো আবহাওয়া ডাকছে।যেহেতু তুমি আর আমি দুজনই অবিবাহিত তাই এই আবহাওয়ায় ঘরে বসে থেকে লাভ নেই।বাহিরে গিয়ে ভাজা-পোড়া খেয়ে আসি।

IMG20230317182832.jpg

পাশের রুম থেকে কথা শুনে মারুফ বললো,ও নিজেও যাবে আমাদের সাথে।দেরি না করে তিনজন একসাথে বেরিয়ে পরেছিলাম।
রাস্তায় যেতে যেতে কোনো সিদ্ধান্তে স্থির হতে পারছিলাম না যে,যাবো কই বা খাবো কি!কারণ,আমার মত ভাজা-পোড়ার দিকে থাকলেও সুমন বলছিলো চাপের কথা আর মারুফ বলছিলো প্রদীপ মামার পিনিকের কথা।
শেষমেশ আবহাওয়া আর মারুফের মতকে প্রাধান্য দিয়ে আমরা অটো নিয়ে বিসিক গিয়েছিলাম প্রদীপ মামার ফলের পিনিক খাইতে।

IMG20230317184824.jpg

রোজা রেখে পোস্টটা লিখছি,পিনিকের কথা মাথায় আসতেই জিভে পানি চলে এসেছে।তো যাইহোক,তিনজনে গিয়ে আগে তিন কাপ লেবুর পিনিক অর্ডার করেছিলাম। সেটা খাওয়ার পর সুমন বললো আনারসের পিনিক খাবে।সেটাও হলো।তারপর এলো পিয়ারার পালা।যেহেতু তিনজনই অনেক বেশি পিয়ারা খাই,তাই একটা বোল পুরোটা ভরে মেখে নিয়েছিলাম।তারপর যা হয় আরকি!ইচ্ছামতো পিয়ারা মাখা খেয়েছিলাম তিনজন মিলে।

IMG20230317185310.jpg

তারপর আর কোনো কিছু খাওয়া না হলেও ওখানেই কিছুক্ষন সময় কাটিয়ে মেসের দিকে এসেছিলাম।

তো এই ছিল আজকের মতো।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।যেহেতু,খাওয়া আমার কাছে বরাবরই প্রিয় একটা কাজ তাই সেটা নিয়ে লেখাটাও ভালো লাগে আমার কাছে।বাঁচবোই বা কয়দিন,খেয়েই বাঁচি🌚।

CC.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.14/04/23

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

Sort:  
 last year 

আহ ভাই, পাঁচ ঘন্টা পাহাড় বেয়ে উপরে ওঠার পর একটা সমতল জায়গা পেয়েছিলাম সেখানে পাহাড়ি অনেক কিছু বিক্রি করছিল, সেখানে লেবু পিনিক এই একটা খাবার ছিল, কৌতূহলবশত এই লেবুর রেসিপিটা খেয়েছিলাম ওই পরিস্থিতিতে কি যে ভালো লেগেছিল বোঝাতে পারবো না, আপনার পোস্ট পড়ে সেদিনের অনুভূতির কথা মনে পড়ে গেল।

 last year 

রোজা রেখে পোস্ট লেখার সময় যেমন আপনার জিভে জল এসে গিয়েছিল ঠিক তেমনি ভাবে আপনার পোস্ট করতে যেয়ে আমার জিভে জল এসে গেল হাহাহা। যাইহোক আবহাওয়া এবং মারুফের কথার প্রাধান্য দিয়ে অবশেষে সিদ্ধান্ত পাকাপোক্ত করে পিনিক খেতে গিয়েছিলেন জেনে ভালো লাগলো। লেবুর এরকম রেসিপি খেতে তেমন একটা খারাপ লাগে না, শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60984.95
ETH 2351.90
USDT 1.00
SBD 2.47