হ্যালো এশিয়া সুইটস☺️(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।

আমার তো এখন নতুন ঠিকানা মেস,মানে বগুড়া আরকি।তো আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের বগুড়া দই এর জন্য বিখ্যাত।আবার যদি বলতে যাই,তাহলে বগুড়া সদর কিংবা আশেপাশের এলাকার ভেতর এশিয়া সুইটস বেশ নামকরা।আমার জন্মের আগে থেকেই ওটা নামকরা।যতদূর শুনেছি বংশ পরম্পরায় তারা এ ব্যবসা করে আসছে।কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা এতো লাভবান হওয়া সত্বেও কোথাও কোনো শাখা করেনি।

আমার নিজেরো অনেক ভাল্লাগে ওখানকার দই মিষ্টি।তো আমার বড় ফুফু আবার খাওয়া দাওয়ার বিষয়ে খুবই নাছরবান্দা।আমি বগুড়া যাওয়ার আগে আমায় বলে দিয়েছিল যতবার আসবো প্রত্যেকবার যেন দই মিষ্টি আনি ওখান থেকে।বেশ অনেকদিন হলোই গিয়েছি বগুড়ায়।তো ভাবলাম একবার বাড়ি থেকে ঘুরে আসি।তখন মনে হলো ফুফুর কথা।বিকেলে বায়োলজি প্রাইভেট শেষ করেই সাতমাথায় গিয়েছিলাম এশিয়া সুইটস-এ যাওয়ার জন্য।

দুইটা বন্ধুর সাথে হাটতে হাটতে গিয়েছিলাম।মিনিট ১৫ হাটার পরেই দোকানের সামনে পৌছেছিলাম।ভেতরে গিয়ে আগে যে দিকটায় দই আছে সেদিকে গিয়েছিলাম।তো,শুনলাম যতগুলো দই আছে সব একই কোয়ালিটির,আলাদা নেই।তো ওখান থেকেই এক সরা দই নিয়েছিলাম।

IMG20220227175527.jpg

IMG20220227175754.jpg

IMG20220227175542.jpg

দই নেয়া শেষ হলে মিষ্টির দিকটায় গিয়েছিলাম।সেখানে গিয়েই পড়লাম মসিবতে।এতো প্রকার মিষ্টি ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেবো ভেবে পাচ্ছিলাম না।তো ভাবলাম,একটা একটা করে সবগুলো থেকেই নিয়ে এক কেজি মিষ্টি নিই।তো তাই করলাম।

IMG20220227175750.jpg

IMG20220227180047.jpg

ভেবেছিলাম সব প্রকার মিষ্টিই পাবো কিন্তু এক কেজির থেকে ২০০ গ্রাম বেশি নিয়েও সব মিষ্টি পাইনি এবং সন্দেশও পাইনি☹️।কি আর করার,বাজেট তো ক্রস করা যাবেনা।
ক্যাশ কাউন্টারে টাকা দিতে গিয়ে পড়েছিলাম আরেক ঝামেলায়।আমার কাছে লিকুইড ক্যাশ ছিলনা,নগিদে ছিল কিছু টাকা।তো সমস্যা যেটা হয়েছিল তারা কোনো ধরনের বিকাশ,নগদ এ ধরনের সেবা প্রদান করেনা।দই মিষ্টি রেখে আবার একটা দোকান থেকে টাকা তুলে এনে দাম পরিশোধ করতে হয়েছিল🥵।
তারপর আমি দুই হাতে দুইটা বাক্স ঝুলে নিয়ে মেসের দিকে গিয়েছিলাম।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.28/02/22

Sort:  
 3 years ago 

বগুড়া দই এর জন্য বিখ্যাত এইটা আমি জানতাম। কিন্তু আপনাদের ওইখানে এশিয়া সুইটস বেশি বিখ্যাত তা জানা ছিল না। বিশেষ করে আমার কাছে বেশী ভালো লেগেছে সবগুলো মিষ্টি থেকে একটা একটা করে এক কেজি মিষ্টি নেওয়ার ধরন। কিন্তু তারপরেও সবগুলো মিষ্টি নিতে পারলেন না। একসাথে সবগুলো মিষ্টি দেখতে অসাধারণ লাগছিল। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ইনশাআল্লাহ পরেরবার চেষ্টা করবো সব নেয়ার।
আপনাকেও ধন্যবাদ 🥰

 3 years ago 

ভাই খাবারের মধ্যে আমার মিষ্টি জাতীয় খাবার সবথেকে বেশি পছন্দ। দই ভালো লাগে তবে বেশি ভালো লাগে সন্দেশ রসমালাই ক্ষীর মোহন। আপনার মিষ্টির প্যাকেট দেখে মনে হচ্ছে প্রত্যেকটা মিষ্টি অনেক সুস্বাদু। এশিয়া সুইটস এর সুনাম আমি অনেক শুনেছি আজকে মোটামুটি নিশ্চিত হলাম এই পোস্টটি পড়ে। আপনার সুন্দর অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আসলেই ভাই,এক পিছ আমি খেয়েছিলাম।বেশ ভালোই লেগেছিল।সুনাম ছড়ানোর মতো গুণ এদের আছে।
ধন্যবাদ আপনাকেও 😊

 3 years ago 

উত্তরবঙ্গের বিখ্যাত একটি মিষ্টান্ন ভান্ডার হচ্ছে এশিয়া সুইটস। সেখানকার দই মিষ্টি এগুলো আমারও খুব ভালো লাগে এবং আমিও আমার শ্বশুরবাড়ি যাওয়ার পথে সেখান থেকে মিষ্টি জাতীয় জিনিস গুলো নিয়ে যাই। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ভাবে আপনি এশিয়া সুইটস মিষ্টি সম্পর্কে আপনার অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

শ্বশুরবাড়ি মধুর হাড়ি😁,খালি হাতে তো আর মধু খেতে যাওয়া যায়না😂।
যাইহোক ভাই,ভালোবাসা নিয়েন🥰

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.031
BTC 79489.17
ETH 1885.78
USDT 1.00
SBD 0.81