জীবন যোদ্ধা
মুঠোফোনের বাঁশির সমনে ঘুম ভাঙে খুব ভোরে
তেল চিটচিটে আকাশটা তাকিয়ে থাকে হা করে ;
তখনও ক্লান্তিতা থাকেই কোষ গুলো দখল করে
তবুও জীবিকার তাগিদে বিছানাটা ছাড়ে ।
POEM WRITER: kaji juberi mustaq
জীবন একটি যুদ্ধক্ষেত্র।সেই যুদ্ধে একেকজনের অংশগ্রহন একেকরকম।কেউ এসি ঘরে বসে যুদ্ধ করে,আবার কেউ রোদে গা পুড়িয়ে।উন্নয়নশীল এই দেশে বেশিরভাগ লোকই রোদে গা পুড়িয়েই জীবিকা নির্বাহ করে থাকে।রক্তঝড়া কষ্ট করে নিজের পরিবারের মুখে খাবার তুলে দেন সেই সকল যোদ্ধা।
SHOT BY: @farhantanvir
LOCATION: rangpur,bangladesh
DATE:01/07.21
SHOT ON: huawei u-29
রুস্তম চাচা।পেশায় বাদাম বিক্রেতা।এই লোকটা আমার বেড়ে ওঠা দেখেছে,মানে আমি জন্মানোর পূর্ব থেকেই বাদাম বিক্রির সাথে তিনি জড়িত।প্রতিদিন তাকে দেখি আমার বাসার সামন দিয়ে বাদামের ডালি নিয়ে যেতে।আশেপাশে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলেই চাচা সেখানে যায় তার বাদাম নিয়ে।বৃষ্টি মিশ্রিত দিন,বিকেলবেলা বাসা থেকে বেড়িয়ে মাঠে বসে ছিলাম।হঠাত চাচার দেখা।রাস্তায় দাড়িয়েই কিছুক্ষন কথা চললো।গল্প করতে করতেই চাচার আর্থিক বিষয়ে কথা হলে তিনি বললেন, দিন আনা দিন খাওয়া।বড় মেয়ের বিয়ে হইছে,ছেলে ঢাকায় গার্মেন্টসে চাকরি করে।এক নাতি,উনি এবং তার স্ত্রী এই তিনজনের সংসার তাদের।আরো নানারকম কথা হলো।কিছু কথা শুনে খারাপও লাগলো।
এমন লোকদের কখোনোই অবহেলা করা উচিত নয়।তারা জানে যে যুদ্ধ কিভাবে করতে হয়।জীবন যুদ্ধ সম্পর্কে তাদের মতো ধারণা আমাদের কেউ দিতে পারবেনা।তাদের থেকে আমাদের সবারই অনেককিছু শেখার আছে।
PUBLISHED BY:@farhantanvir
THANKS TO: @amarbanglablog
@rme
@hafizullah
@winkless
ভাই আমাদের চারপাশে এই রকম বহু জীবন যোদ্ধা রয়েছে, যারা প্রতিনিয়ত বেঁচে থাকার সংগ্রামে লড়াই করে যাচ্ছেন। ভালো লিখেছেন।
ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য ।
ভালো লিখেছেন আপনি ।আসলে এই রকম মানুষদের কাছ থেকে বাস্তবতাময় অনেক কিছু শেখা যায় ।ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে লেখার জন্য।