রঙ্গিন কাগজ দিয়ে শার্ট তৈরি (১০%shy-fox)

আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা সবাই? সবাই ভালো আছেন আশা করছি। ইদানীং খুবই বেশি শীত পড়েছে। আমাদের এইদিকে শীতের মাত্রা খুবই বেশি। বেশ কয়েকদিন হয়ে গেল আমি কোন পোস্ট করতে পারি নি। আসলে কি নিয়ে পোস্ট করবো! ভালো কোন কনটেন্ট খুজে পাচ্ছিলাম না। আজ একটি অসাধারণ আইডিয়া আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নি আমার আজকের ব্লগ।

GridArt_20220122_221504433.jpg

★★★উপকরণ লিস্ট :★★★

১.রঙ্গিন কাগজ
২.কাইচি
৩.স্কেল

রঙ্গিন কাগজ দিয়ে শার্ট বানানোর প্রসেস :

১.
20220122_215848.jpg

প্রথমে একটি A4 সাইজের কাগজকে ২১*১৫ ইঞ্চি করে কেটে নিব।

২ নং

20220122_220119.jpg

এরপর কাগজের মাঝ বরাবর একটা ভাজ দিয়ে নিতে হবে

৩নং

20220122_220326.jpg

এরপর ২ ই পাশ থেকে এভাবে ভাজ করে আনতে হবে।

৪নং

20220122_220410.jpg

এরপর এভাবে হাতার অংশ ভাজ করে নিতে হবে।

৫নং

20220122_220534.jpg

ঠিক উল্টো পাশএর নিচের অংশ এভাবে ভাজ করে নিতে হবে।

৬নং

20220122_220735.jpg

20220122_220707.jpg

কলারের অংশ এভাবে ভাজ করে নিয়ে তারপর মাঝের অংশ এভাবে ভেঙে আনতে হবে।

এইতো এইভাবেই খুব সহজে তৈরী করে ফেললাম অসাধারণ একটি রঙ্গিন কাগজের শার্ট।

20220122_221146.jpg

20220122_220912.jpg

20220122_220904.jpg

আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আমার আজকের এই রঙ্গিন কাগজ দিয়ে শার্টটি।
এই ছিল আমার আজকের পোস্ট। এতোক্ষন ধরে আমার পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

@farhanatonni

Sort:  
 2 years ago 
  • আপনার সৃজনশীল শক্তি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর শার্ট তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনার উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।
 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে শার্ট তৈরি অনেক সুন্দর হয়েছে ।আমার খুব ভালো লেগেছে শার্টের ডিজাইন। আপনি খুব সুন্দর ভাবে দক্ষতার সহিত আপনার সৃজনশীলতা আমাদের মাঝে প্রকাশ করেছেন। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে বর্ণনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ আপু। ভালোবাসা রইলো ❤️
 2 years ago 
আমি আপনার আজকের এই কাজ দেখে খুব অবাক হয়ে গেলাম। কত সুন্দর ভাবে আপনি রঙিন কাগজ দিয়ে শার্ট বানিয়েছেন। আপনার উপস্থাপনা ও ডেকোরেশন খুব সুন্দর হয়েছে। আপনার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি শার্ট তৈরি করেছেন। আপনার শার্ট তৈরি করার কলাকৌশলগুলো আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেবার জন্য। আগামীর জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনার আইডিয়াটা আসলেই ইউনিক ছিল। আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি শার্ট তৈরি করেছেন। সেটি দেখেতে খুব ভালো লাগছে। তাছাড়া এটি তৈরির প্রতিটি ধাপ ও খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে শাট তৈরি অসাধারণ হয়েছে আপনি খুব দক্ষতার সহকারে চমৎকারভাবে ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

আপনার কাইচি বানান ভুল হয়েছে হবে কাঁচি ।

আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ওয়াও আপু আপনার হাতের তুলনা হয় না। আর আপনি এই রকম রঙ্গিন কাগজ দিয়ে শার্ট তৈরি করতে পারেন তা দেখে খুবই অবাক হলাম। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

রঙ্গিন কাগজ দিয়ে শার্ট তৈরিটা জাস্ট অসাধারণ লেগেছে। পেছনে রঙিন রাইট ব‍্যাবহারে আরো অনেক ভালো লেগেছে। আপনার আইডিয়াটা জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে। সৃজনশীলতা পরিচয় দিয়েছেন প্রজেক্টটির মাধ্যমে। রঙ্গিন কাগজ দিয়ে শার্ট তৈরি সম্পর্কে সুন্দর উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন‍্য।

 2 years ago 

আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। সাথে রঙিন কাগজের শার্ট টিও অনেক সুন্দর হয়েছে৷ সুন্দর ভাবে বিবরণ দিয়েছেন এতে সহজে বুঝতে পেরেছি সব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা শার্ট তৈরি করলেন আপনি। আসলেই শার্ট টা দেখতে একেবারে সত্যি কারের মনে হচ্ছে। অনেক দক্ষতার সাথে এই শার্ট তা আপনি তৈরি করলেন। দেখতে খুব আকর্ষণীয় দেখাচ্ছে। আমার কাছে তো অসাধারণ লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপু। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ভালোবাসা রইল।❤️

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56608.36
ETH 2976.28
USDT 1.00
SBD 2.15