শীতের সবজি দিয়ে নুডুলস রেসিপি (১০% shy-fox)

20220114_174305.jpg

আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শীতের সবজি দিয়ে নুডুলস রেসিপি শেয়ার করবো। এটি খুবই কমন একটি রেসিপি। নুডুলস রান্না করতে পারেন না এমন হয়তো খুব কমই মানুষ আছেন। কিন্তু সবার নুডুলস রান্না করার প্রসেস একই রকম না। তাই স্বাদটাও ভিন্ন। আমি জাস্ট আমার নুডুলস রান্নার প্রসেসটাই আপনাদের সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তাহলে চলুন দেখে নি উপকরণ লিস্ট :

উপকরণপরিমাণ
১.ম্যাগি নুডুলস২ প্যাকেট
২.লবন১ চা চামচ
৩.চিনি১চিমটি
৪.ডিম২টি
৫.গাজর১টি
৬.আলু১টি
৭.পেয়াজ১টি
টমেটো সস১ টেবিল চামচ
টমেটো১টি

রান্নার প্রসেস :

ধাপ _১

★প্রথমে গরম পানি করে নিব। গরম পানি করার সময় তার ভেতর কিছুটা লবন এবং সয়াবিন তেল দিয়ে দিব। তাহলে নুডুলস গুলো একটার সাথে আর একটা লেগে যাবে না। এর ভেতর সবজি গুলোও একসাথে সিদ্ধ করে নিতে হবে।

20220114_172410.jpg

ধাপ 1

★এরপর সিদ্ধ হতে প্রায় ৫/৬ মিনিট সময় লাগবে।

20220114_172931.jpg

ধাপ 1
★সিদ্ধ করা হয়ে গেলে পাশে রেখে চুলায় পেয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়ে ডিম ২টি ভেংগে দিতে হবে।

20220114_173234.jpg

ধাপ 1
★এরপর টমেটো গুলো ডিমএর ভেতর একসাথে মিশিয়ে নিতে হবে।

20220114_173352.jpg

ধাপ 1
★এরপর নুডুলস এর ভেতর যে মশলা ছিল তা একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।

20220114_173426.jpg

ধাপ 1

★এরপর নুডুলস গুলো দিয়ে দিতে হবে।

20220114_173605.jpg

ধাপ 1
★এরপর এক চিমটি চিনি দিয়ে এবং টমেটো সস দিয়ে নুডুলসের সাথে মিশিয়ে নিলেই তৈরি হইয়ে যাবে মজাদার নুডুলস রান্না।

20220114_173801.jpg

ধাপ 1
★এরপর নামিয়ে নিয়ে পরিবেশ করতে হবে।

20220114_174316.jpg

20220114_174305.jpg

দেখতে যেমন সুন্দর এভাবে রান্না করলে খেতেও তেমন টেস্ট হবে। আশা করছি এভাবে আপনারা একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখবেন।
এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি সবার ভালো লাগবে। এতোক্ষন আমার ব্লগটি পড়ার জন্যে সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

@farhanatonni

Sort:  

শীতের সবজি দিয়ে নুডুলস। সবজি দিয়ে নুডুলস আমার কাছে অনেক ভালো লাগে। অসাধারণ রেসিপি শেয়ার করেছেন। রেসিপির প্রত্যেকটি ধাপ খুব ভালোভাবে তুলে ধরেছেন। শুভকামনা আপনার জন্য

আপনাকেও ধন্যবাদ এবং শুভকামনা।

শীতের সবজি দিয়ে নুডুলস সত্যি অসাধারণ লাগে খেতে। নুডুলস যেভাবে রান্না করা হোক না কেন একটা অন্যরকম স্বাদ খুঁজে পাওয়া যায় তার ভিতরে। তবে সবজি দিয়ে রান্না করলে সবথেকে বেশি ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সবজি দিয়ে নুডুলস রান্না করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু আমিও সবজি দিয়ে নুডুলস এভাবে রান্না করি। আগে সবজিগুলোকে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি নুডুলসের সঙ্গে রান্না করি। এভাবে রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়। আপনার নুডুলস গুলো দেখেই মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছে। দেখতে অনেক লোভনীয় লাগছে।

ধন্যবাদ আপনাকে আপু

শীতের সবজি দিয়ে নুডুলস রেসিপি তৈরী পদ্ধতি টা খুব সুন্দর হয়েছে। খুব সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। আমার খুব পছন্দের একটি রেসিপি এই নুডলস রেসিপি। আমি প্রায় সময়ই খেয়ে থাকি এই নুডলস। সঙ্গে আপনি গাজর এবং নতুন আলু সংমিশ্রণে স্বাদ অবশ্যই দ্বিগুন করে তোলে। শীতের সবজি দিয়ে নুডুলস রেসিপি সম্পর্কে সুন্দর উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন‍্য।

আসলেই ভাইয়া স্বাদটা অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে।
 2 years ago 

নুডুলস খেতে আমার দারুন লাগে। আর আপনি খুব সুন্দর ভাবে ম্যাগি নুডুলস তৈরি করেছেন। শীতের সবজি দিয়ে যেকোনো রান্না করলেই রান্নাটি আরো সুস্বাদু হয়ে যায়। আপনার ম্যাগি নুডুলস এর কালার দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল খেতে।আমার খুব প্রিয় একটা রেসিপি তার সাথে এইভাবে নুডুলস বানিয়ে আমিও প্রায়ই খাই। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ আপনাকে আপু ❤️❤️ভালোবাসা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56577.01
ETH 2981.05
USDT 1.00
SBD 2.14