রঙিন কাগজ দিয়ে প্রজাপ্রতির আরিগ্যামি 🦋(১০%shy-fox)

আসসালামু আলাইকুম

GridArt_20220217_002051001.jpg

কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন।সবার ভালো থাকার এবং ভালো অনুভব করার কারণ অনেকটাই হয়তো এই সময়ের আবহাওয়ার উপর নির্ভরশীল। এই ওয়েদারটা এতো ভালো যে কারো হয়তো মন খারাপ করে বসে থাকার উপায়ই নেই। এই ওয়েদারটা আমার খুব পছন্দের। আপনাদেরও নিশ্চয়ই তাই। তাইতো এর নাম ঋতুরাজ বসন্ত। আসলেই বসন্ত বাতাসে মন মানুষিকতাই এক অন্যরকম অনুভুতি জাগায়। কি অপরুপ লাগে প্রকৃতিকে। যাইহোক আমি হয়তো আমার আসল কথা ছেড়ে বহুদুর চলে যাচ্ছি। আসলে প্রকৃতির কথা বলতে বলতে কেমন জানি প্রকৃতির প্রেমে হারিয়ে গিয়েছিলাম কিচ্ছুক্ষন। এখন আসি আসল কথায়। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো

" রঙিন কাগজ দিয়ে প্রজাপ্রতির আরিগ্যামি"। 🦋

আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নি উপকরণ গুলি।


উপকরণ

★কাইচি
★স্কেল
★রঙিন কাগজ

20220216_234945.jpg

এবার দেখে নি বানানোর ধাপগুলি:

ধাপ _১

প্রথমে আমি একটি A4 সাইজের কাগজকে কেটে ১৬*১৬" করে নিতে হবে। আমি এই সাইজের একটা ভাজ করে কেটে নিয়েছি কাগজকে।

20220216_235230.jpg

ধাপ _২

এরপর ঘুড়ির মতো মাঝ বরাবর ভাজ করে নিতে হবে

20220216_235645.jpg

ধাপ _৩

এরপর কাগজটাকে নিচের মতো করে ভাজ করে নিতে হবে।

20220216_235740.jpg

ধাপ _৪

এরপর মাঝখানে ভাজ করে কাগজটাকে ত্রিভুজ এর মতো করে নিতে হবে।

20220216_235902.jpg

ধাপ _৫

এরপর মাঝবরাবর ভাজ দিয়ে নিতে হবে।

20220216_235953.jpg

ধাপ _৬

এরপর কোণ বরাবর মার্ক করে নিয়ে কাইচি দিয়ে কেটে নিতে হবে।

20220217_000025.jpg

ধাপ _৭

এরপর ভাজ সোজা করে নিতে হবে।

20220217_000133.jpg

ধাপ _৮

উপরের অংশ থেকে কিছুটা অংশ টেনে এনে এভাবে ভাজ করে নিতে হবে।

20220217_000222.jpg

ধাপ _৯

এরপর নিচের অংশ টেনে এনে উপরের অংশের সাথে যোগ করতে হবে।

20220217_000350.jpg

ধাপ _১০

এবার মাঝে চাপ দিয়ে ধরলেই তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে তৈরি প্রজাপ্রতির আরিগ্যামি🦋

20220217_000449.jpg

20220217_000350.jpg

বানানো শেষ হলে কিছু ছবি 🦋

20220217_000608.jpg

20220217_000604.jpg

প্রজাপ্রতির সাইজে একটু বেশিই বড়ো হয়ে গিয়েছে। না হলে মনে হতো ফুলের উপর প্রজাপ্রতি এসে বসেছে।

যাইহোক আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের ব্লগটি। আশা করছি আমাকে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ❤️

@farhanatonni

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে প্রজাপতি অরিগামি তৈরি খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এটি তৈরী করেছেন। যা আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে ।শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ রাজু ভাইয়া আশাকরি আপনি আমার সাথে থাকবেন আমার ব্লগে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে প্রজাপ্রতির আরিগ্যামি খুবই সুন্দর হয়েছে। আপনি নিখুত কাজ করছেন যার কারনে বেশী ভালো দেখাচ্ছে।প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করছেন,আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।শুভ কামনা রইল আপনার জন্য

ভাইয়া অসাধারণ মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরির ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন বিশেষ করে প্রজাপতি তৈরি করতে গেলে কাগজের ভাঁজ গুলো কিভাবে দিতে হয় সেটি ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমার ব্লগে আমার সাথে থাকবেন আশা করছি।

রঙ্গিন কাগজ দিয়ে আপনি অসাধারণ একটি প্রজাপতির আরিগ্যামি বানিয়েছেন। এটাতে লাইটিং করার জন্য এটি আরও বিশেষত হয়েছে এবং অনেক আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে প্রজাপতির অরিগামি তৈরি করেছেন আপু। আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

রঙিন পেপার দিয়ে খুব সুন্দর ভাবে প্রজাপতির অরিগামি প্রস্তুত করেছেন সত্যিই আপনার ইউনিক বুদ্ধির তারিফ করতে হয় কালার কম্বিনেশন দারুণভাবে চুচ করেছেন ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কি সুন্দর একটি প্রজাপতির অরিগ্যামি তৈরি করলেন। দেখতে তো একেবারে সত্যি কারের প্রজাপতির মতো মনে হচ্ছে। রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিস গুলো এমনিতেই আমার কাছে অসাধারণ লাগে। আর প্রজাপতি তো আমার খুবই পছন্দের একটা জিনিস। আপনার উপস্থাপনা টাও অসাধারণ ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর প্রজাপতি তৈরি করলেন। আপনার প্রজাপতি তৈরি করার উপস্থাপন থেকে আমি শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।

অনেক ধন্যবাদ রায়হান ভাইয়া।

 2 years ago 

ওয়াও আপু আপনি খুব সুন্দর কাগজ দিয়ে প্রজাপতির অরিগামি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপনাকে আপু।
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি প্রজাপতি তৈরি করলেন আপু। বিশেষ করে আমার কাছে ভাল লাগল প্রজাপতির ফটোগ্রাফি করাটা। আপনি অনেক সুন্দর ভাবে প্রজাপতি তৈরি করাটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমাদের মধ্যে এত অসাধারন প্রজাপতি তৈরি করে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

অনেক ধন্যবাদ আপু আপনাকে শুভকামনা এবং ভালোবাসা রইলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56577.01
ETH 2981.05
USDT 1.00
SBD 2.14