আজ বেশ কয়েকদিন পর রোদের দেখা মিললো। রোদ উঠলে শীত একটু কম মনে হয় চারিদিকে। রাজশাহীতে খুব সুন্দর জায়গায় ঘুরেছেন আপনি দেখে বুঝায় যাচ্ছে। লবণ ছাড়া রাজশাহীর বিখ্যাত কলাই রুটি খেয়েছেন। খেতে নিশ্চয়ই সুস্বাদু ছিল। পদ্মার পাড়ে বিকেলে বসে থাকতে নিশ্চয়ই ভালো লেগেছে।
পদ্মার পাড়ে আসলেই অনেক ভালো লাগে,নদীর দিকে তাকিয়ে থাকতে।বিকেল বেলা সুন্দর সময় কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা।ধন্যবাদ আপনাকে