গ্রামে চারপাশে এখন থেকেই শীতের আমেজ শুরু হয়ে গেছে। সকাল বেলা হালকা কুয়াশা থাকে। নামাজ পড়ে আমিও মাঝে মাঝে হাঁটতে বের হই। শীতের সকালে রাস্তার দুই পাশে অনেক লোক আগুন জ্বালিয়ে তাপ নিতে থাকে। এখন যেহেতু অল্প শীত তাই দেখা যায় না। বেশি শীত পড়লে তখন রাস্তায় রাস্তায় লোকজন আগুন জ্বালিয়ে তাপ নিতে থাকবে। সূর্য ওঠার সাথে সাথে ধানের ক্ষেতের উপর শিশির পরা দেখে মনে হয় মুক্ত ঝলমল করছে। দেখতে ভীষণ সুন্দর লাগে। কুয়াশাচ্ছন্ন শীতের প্রথম প্রথম সকাল উপভোগ করেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি সুন্দর হয়েছে। আপনাকে ধন্যবাদ এইরকম একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।