আপনি ঠিক বলেছেন রঙিন কাগজ দিয়েছে কোন জিনিস বানালে দেখতে ভালো লাগে। বাচ্চারা এগুলো খেলনা হিসেবে দিলে খুব খুশি হয়। আপনার সূর্য টা দেখতে বেশ কিউট লাগছে। হলুদ কালার আর কমলা কালারের কম্বিনেশন টা ভালো ছিল। এ দুইটা কালার দেওয়ার জন্য সূর্যটা দেখতে আরো ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ এই রকম একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার বাচ্চারা রঙিন কাগজের এই খেলনা গুলো পেয়ে খুবই খুশি হয়। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।