You are viewing a single comment's thread from:

RE: একটি ননপ্রফিটেবল ইনিশিয়েটিভ

in আমার বাংলা ব্লগ3 years ago

বিভিন্ন কমিউনিটি থেকে অন্তত টপ থার্টি থেকে একজন করে মডারেটর নিয়ে একটি টিম করা যায় যেই টিম শিয়াল পন্ডিতের পাঠশালার মত কোন একটি স্কুল পরিচালনা করবে যেখানে শুধুমাত্র এই এভিউজ এর ব্যাপারটা প্রতিনিয়ত শেখানো হবে। এবং এটাও সবাইকে শেখানো হবে যে, যদি আমরা প্লাটফর্মে কোয়ালিটি কনটেন্ট তৈরি করতে থাকি তাহলে কিভাবে করে প্লাটফর্মে ভ্যালু অ্যাড করবে যা দীর্ঘমেয়াদে আমাদের সবার জন্য অনেক ভালো হবে।

সব কমিউনিটি থেকে এই কাজে মডারেটর দিতে হবে এবং এটাকে একটি নন প্রফিতাবল কাজ হিসেবে সবাই এগিয়ে আসতে হবে। এই টিমের প্রত্যেককে অন্য টিমের এভিউজ চেক করার জন্য একটা সুযোগ দেয়া হবে এবং যদি তা খুঁজে পায় তাহলে সেটা ওই সংশ্লিষ্ট কমিউনিটির পক্ষ থেকে পুরস্কৃত করার ব্যবস্থা রাখতে হবে।

যখন অন্য কমিউনিটিতে গিয়ে এভিউজ ধরতে পারলে পুরস্কার দেয়া হবে তখন সবাই এই কাজের প্রতি আগ্রহী হবে। পাশাপাশি যেহেতু স্কুল চলমান থাকবে তাই একটি সচেতনতামূলক কাজ প্রতিনিয়ত চলতেই থাকবে।

যে সকল কমিউনিটি এভিউজ মুক্ত থেকে ভালোভাবে কাজ করতে চায় তারা সবাই একত্রিত হয়ে একটি চুক্তিবদ্ধ প্লাটফর্মে এসে এভিউজ এর বিরুদ্ধে সমন্বিতভাবে এভাবে কাজ করতে পারে। আর সেটার উদ্যোক্তা আপনি নিজে হতে পারেন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68804.96
ETH 2441.52
USDT 1.00
SBD 2.33