RE: ফিরে দেখা : আমার কয়েকটি ডিজিটাল আর্ট
ড্রইং সেটা ডিজিটাল হোক কিংবা বাস্তব জীবনে, এটা এক ধরনের শিল্প। আমি স্কুল জীবনের পরে আর আঁকা আকি করিনি এবং এই দক্ষতাটা একেবারেই অর্জন করা হয়নি। তবে চিত্রকর্মের প্রতি একটা সংবেদনশীলতা সবসময় কাজ করে। আমার কাছে এই কাজটি অনেক কঠিন ও সৃষ্টিশীলতার ব্যাপার বলে মনে হয়।
আপনার চিত্রকর্মগুলো যদিও ডিজিটাল কিন্তু দেখে প্রথমে যে কেউ ভাববে যেন তুলি দিয়ে আকা হয়েছে। আমার কাছে অনেকগুলোই একেবারে প্রফেশনাল মানের মনে হয়েছে যেরকম কিনা চারুকলা থেকে পড়াশোনা করা কাউকে আকতে দেখি। নানান দিকে আপনার দক্ষতা সত্যিই অসাধারণ এবং মুগ্ধ করার মত।
আপনার আগের পোষ্ট দেখা হয়নি বলে এই দক্ষতার খবরটা জানা ছিল না আর আজকে তা জানা হয়ে গেল।
ডিজিটাল আউট এর ক্ষেত্রে কেবলমাত্র ডিজিটাল টেকনিক জানা জরুরী নয় বরং নিজের সৃজনশীলতা দিয়ে রঙের কম্বিনেশন মাধ্যমে তৈরি করা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ করেছেন