You are viewing a single comment's thread from:

RE: "🌿 আমার বাংলা ব্লগ 🌾" প্রতিযোগিতা -০৩: "steemit এর সাথে আপনার পরিচয়ের প্রথম দিনের অনুভূতি"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

অনধিক ঠিক আছে ত দাদা? ২৫০ শব্দের মধ্যে লিখা শেষ করতে হবে তাইত?

আর প্রথম পোস্ট খোজার কোন সহজ টেকনিক আছে? ব্লক এক্সপ্লোরার বা স্টীমিট ওয়ার্ড কি কোন কাজে দিতে পারে এক্ষেত্রে নাকি ম্যানুয়ালি এক এক করে প্রথম পোস্ট পর্যন্ত যেতে হবে? জানাবেন দাদা।

Sort:  
 3 years ago 

একটা খুবই সহজ টেকনিক আছে ।

১. https://steemd.com/@engrsayful এ যান
২. লাস্ট পেজ এ যান https://steemd.com/@engrsayful?page=631
৩. on page সার্চ করুন "engrsayful authored" এই কীওয়ার্ড দিয়ে
৪. ফার্স্ট (সার্চে লাস্ট পসিশন, তারিখের ভিত্তিতে ফার্স্ট পসিশন) লিঙ্কটাই হলো আপনার প্রথম পোস্ট
৫. এখানে আমি পেয়েছি https://steemd.com/introduce/@engrsayful/introducing-myself
৬. উপরের url এ "steemd" এর স্থলে "steemit" দিন
৭. আপনার প্রথম পোস্টটি পেয়ে গেলাম https://steemit.com/introduce/@engrsayful/introducing-myself

বের করতে আমার টাইম লেগেছে ৩০ সেকেন্ড

 3 years ago 

খুবই চমৎকার এবং কার্যকর উপায় বাতলে দিয়েছেন আপনি দাদা।

 3 years ago 

জি, ভাই। মজার একটা জিনিস শিখলাম।

 3 years ago 

সত্যিই দারুণ একটা কৌশল শিখলাম ভাই

 3 years ago 

ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না দাদা। একটা চমৎকার নতুন জিনিস শিখলাম। আমার ত ৩ ঘন্টা লেগে যেত তার উপর গ্রামের নেট এর যা অবস্থা। সারাদিন লাগত মনে হয় ২ বছরের পোস্ট পেরিয়ে শুরুতে যেতে। এখন বিভিন্ন সময়ের পোস্ট সহজে চেক করে নিতে পারব। আবারো ধন্যবাদ

 3 years ago 

date wise বের করতে গেলে steemworld.org ব্যবহার করতে পারেন -

১. প্রথমে https://steemworld.org/@engrsayful এ যান
২. আপনার লাস্ট ১০০০ পোস্ট এর সব ডিটেলস date wise পেয়ে যাবেন
৩. Post ট্যাবে গিয়ে "Finished" ট্যাবে switch করবেন
৪. Limit এ Last ১০০০ সিলেক্ট করবেন
৫. Year এবং month wise লাস্ট ১০০০ টি পোস্টার লিংক পেয়ে যাবেন

ছবিটি দেখুন

Untitled.png

আপনার প্রথম পোস্টটি বের করেছি দেখুন -

Untitled.png

এরকম আরো অনেক ওয়ে আছে , সব চাইতে এফেক্টিভ ওয়ে হলো steemit এর API use করা । আমি ওটাই ব্যবহার করি

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.21
JST 0.035
BTC 96827.97
ETH 3342.32
USDT 1.00
SBD 3.21