শিক্ষামূলকঃ পর্ব ০৯ || রিসোর্স ক্রেডিট (Resource Credit) আদ্যোপান্ত [10% beneficiary to @shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

ভূমিকাঃ

শিক্ষার কোন বয়স নেই। আবার শিক্ষা গ্রহণের জন্য একেবারে নির্দিষ্ট কোন মাধ্যমও নেই। আমরা আমাদের চারপাশের প্রকৃতি, মানুষজন, পরিবেশ থেকে প্রতিনিয়ত শিখছি। বিশ্বজুড়া এই পাঠশালায় শিখার আছে অনেক কিছুই । কখন যে কার কাছ থেকে কত গুরুত্বপূর্ন বিষয় শিখে ফেলি সেটা বলা মুশকিল।

আমরা একেক জন একেক বিষয়ে পারদর্শী। তাই যদি আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আমাদের জানা কোন বিষয় সবার মাঝে শেয়ার করি তাহলে অনেকেই এই জ্ঞান থেকে উপকৃত হতে পারি। এই লক্ষ্য নিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটি-তে আমি শিক্ষামুলক নামে একটি সিরিজ লিখছি যেখানে আমার জানা কোন বিষয় শেয়ার করছি। যারা এই বিষয়গুলো আগে জানতেন না, আশা করি তারা উপকৃত হবেন।

1111.jpg

Line Break Steem.png

পর্ব ০৯: রিসোর্স ক্রেডিট এর আদ্যোপান্ত

Line Break Steem.png

রিসোর্স ক্রেডিট (Resource Credit) কিঃ

রিসোর্স ক্রেডিট নামটিতে দুইটি শব্দ ব্যবহৃত হয়েছে। প্রথম শব্দটি হচ্ছে রিসোর্স যা দ্বারা সম্পদ-কে বুঝানো হয়েছে আর ক্রেডিট দ্বারা আমরা সচরাচর যেসব ক্রেডিট বা লোন বুঝি সেটা নয়। এই ক্রেডিট আপনি খরচ করতে পারবেন কিন্তু অন্যান্য ক্রেডিট বা কারেন্সির মতো ট্রানস্ফার বা লেনদেন করতে পারবেন না। রিসোর্ট ক্রেডিট হচ্ছে স্টীম ব্লকচেইনে কাজ করার সময় কত সংখ্যক বার ভোট, কমেন্ট(পোস্ট সহ) ও ট্রানফার করতে পারবেন সেই বিষয়টাকে নির্দিষ্ট করার জন্য এক ধরনের ক্রেডিট। এটিকে আপনি এক ধরনের কারেন্সি বলতে পারেন তবে এই কারেন্সি কখনো ট্রেড বা লেনদেন করা যাবেনা কেবলমাত্র আপনি ব্যবহার করে (যেমন পোস্ট, কমেন্ট, ট্রান্সফার এবং লাইক করে করে) শেষ করতে পারবেন।
Line Break Steem.png
Line Break Steem.png
Line Break Steem.png

রিসোর্স ক্রেডিট কেনঃ

আমরা কোন পোস্টে ভোট দিলে তাতে কত পরিমান রিওয়ার্ড জেনারেট হবে এই বিষয়গুলো আসলে ভোটিং পাওয়ার এবং স্টিম পাওয়ার এর সাথে সম্পর্কিত। রিসোর্স ক্রেডিট এর কাজ হচ্ছে আমাদের কার্যক্রমকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে দেওয়া। অর্থাৎ দিনে কতটি পোস্ট, কমেন্ট, ভোট ইত্যাদি করতে পারবেন এই বিষয়টাকে নির্দিষ্ট করে হচ্ছে এই ক্রেডিট ।

আমরা যখনই এই কার্যক্রমগুলো করি তখন আমাদের রিসোর্স ক্রেডিট আস্তে আস্তে ব্যয় হতে থাকে। যাদের রিসোর্স ক্রেডিট কমে যাবে তারা চাইলেও ওই সময় কাউকে ভোট দিতে, কমেন্ট করতে বা পোস্ট করতে পারবেন না। তাই রিসোর্স ক্রেডিট ব্যাপারটা নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আশা করছি আজকের পোস্ট পড়ে আপনি এ সম্বন্ধে একটা সম্যক ধারণা নিতে পারবেন।
Line Break Steem.png
Line Break Steem.png
Line Break Steem.png

কিভাবে আপনার রিসোর্স ক্রেডিট বৃদ্ধি পায় এবং হ্রাস পায়ঃ

রিসোর্স ক্রেডিট বৃদ্ধি করার একটি উপায় হচ্ছে স্টিম পাওয়ার (SP) বৃদ্ধি করা। আপনি যখন পাওয়ার বৃদ্ধি করবেন অথবা আপনার ওয়ালেট-এ পাওয়ার থাকবে সেই মোতাবেক আপনার রিসোর্স ক্রেডিট বৃদ্ধি হতে থাকবে। আপনি যদি চেষ্টা করেন তাহলে কখনোই আপনি কারো থেকে রিসোর্স ক্রেডিট কিনতে পারবেন না কিংবা বিক্রিও করতে পারবেন না তবে এটি আপনি অর্জন করতে পারবেন আর অর্জনের জন্য আপনার ওয়ালেট এ স্টিম পাওয়ার থাকা জরুরি।

কারো ওয়ালেটে কি পরিমান স্টিম পাওয়ার আছে সেই সাপেক্ষে সময়ের সাথে সাথে এটি বৃদ্ধি পাবে। অর্থাৎ যার যত বেশি পরিমাণ স্টিম পাওয়ার আছে তার তত বেশি হারে সময়ের সাথে সাথে রিসোর্স ক্রেডিট বৃদ্ধি পাবে। অর্থাৎ বৃদ্ধি পাওয়ার জন্য আপনার ওয়ালেটে পাওয়ার থাকতে হবে এবং অপেক্ষা করতে হবে । এটি একেবারে ভোটিং পাওয়ার বৃদ্ধির মতই অনেকটা। এই পোস্ট এর শেষদিকে কিছু হিসাব দেওয়া আছে। আপনি এগুলো দেখলে ব্যাপারটা খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে।

আর আগেই বলেছি যে, রিসোর্স ক্রেডিট ব্যয় হয় বা হ্রাস পায় যখন আপনি পোস্ট করেন, কমেন্ট করেন এবং অন্যদের পোস্টে লাইক দেন পাশাপাশি লেনদেন বা ট্রান্সফার করেন। অর্থাৎ আপনার যত ধরনের একটিভিটি রয়েছে স্ট্রিম প্লাটফর্মে বিশেষ করে ব্লগিং সংক্রান্ত একটিভিটি এবং ট্রানজেকশন সংক্রান্ত অ্যাকটিভিটি সেগুলোতে মূলত আপনার রিসোর্স ক্রেডিট আস্তে আস্তে কমতে থাকবে।

আমরা যে কার্যক্রম এখানে সম্পন্ন করে থাকি সেটাকে নিয়ন্ত্রণ করার জন্যই এই রিসোর্স ক্রেডিটের ধারণা যেটি কিনা আপনি যত কাজ করবেন তত কমে আসবে আবার যত পাওয়ার থাকবে ততই বৃদ্ধি পেতে থাকবে সময়ের সাথে সাথে।
Line Break Steem.png
Line Break Steem.png
Line Break Steem.png

ব্লকচেইনে রিসোর্স ক্রেডিট কেন রাখা হয়েছেঃ

আপনারা জানেন বিভিন্ন প্লাটফর্মে স্পামিং খুব সমস্যার একটি ব্যাপার এবং ব্লকচেইন এর ক্ষেত্রে যেহেতু ডাটা মুছে ফেলা যায় না এবং ডিসেন্ট্রালাইজড তাই স্প্যামিং এখানে মারাত্ত্বক সমস্যা তৈরি করতে পারে। অর্থাৎ কেউ কোন বট (bot) ব্যবহার করে লক্ষ লক্ষ বা কোটি কোটি ব্যবহারকে একই ধরনের কমেন্ট বা একই ধরনের ভোট দিয়ে দিতে পারবে। এরকম স্প্যামিং কে রোধ করার জন্যই মূলত এটা রাখা হয়েছে। একটা অ্যাকাউন্ট থেকে আপনি চাইলেও আনলিমিটেড সংখ্যক মানুষকে একসাথে ভোট দেওয়া বা কমেন্ট করা এই কাজগুলো করতে পারবেন না কারণ আপনার রিসোর্স ক্রেডিট সাথে সাথে ফুরিয়ে যাবে। আর এটিই হচ্ছে মূল কারণ। এতে প্রত্যেক ব্যবহারকারীকে তার সক্ষমতা অনুসারে একটা নির্দিষ্ট জায়গায় সেট করে দেওয়া যাতে করে সে আনলিমিটেড ও তার সাধ্যের বাইরে অনেক সংখ্যক কমেন্ট বা লাইক একসাথে জেনারেট করতে না পারে। সবাইকে একটা নির্দিষ্ট মেসেজ কিছুক্ষণ পর পর দিতে থাকলে সবার জন্য একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। আর এই সমস্যাটা দূর করার জন্যই মূলত রিসোর্স ক্রেডিট ধারণাটি আনা হয়েছে যাতে করে এই ধরনের স্প্যামিংগুলোকে আটকে দেয়া যায়। কেউ যদি অনেক পাওয়ার নিয়েও এই কাজটি করার চেষ্টা করে তারপরও সে পুরোপুরি সফল হবে না কারণ অনেক পাওয়ার এর বিপরীতে রিসোর্স কেডিট আনলিমিটেড নয়। যদিও পাওয়ার বেশি হলে রিসোর্স ক্রেডিট বেশি হবে কিন্তু এটা আনলিমিটেড নয় তাই মানুষকে স্প্যামিং করা থেকে প্রতিরোধ করবে এবং ব্লগিং প্লাটফর্মকে ভালো রাখবে।

তাছাড়া যেহেতু এটা পাওয়ারের সাথে সম্পর্কিত তাই পাওয়ার আপ করে নিজের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে তাগিদ দেয়। অর্থাৎ যার যত বেশি পাওয়ার থাকবে সে ততো বেশি ক্রেডিট অর্জন করবে আর তা দিয়ে তার একটিভিটি বাড়াতে পারবে। কেউ যদি এখানে অনেক বেশি কমেন্ট করা, ভোট দেওয়ার কাজ করতে চায় তাহলে তাকে অবশ্যই ভালো পরিমাণ পাওয়ার নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আপনি যদি বেশি একটিভিটি করতে চান তাহলে আপনার পাওয়ার আপ এর বিকল্প নেই।

এছাড়াও চাইলে কেউ লক্ষ লক্ষ ব্যবহারকারীকে ০.০০১ স্টিম পাঠিয়ে মেমোর মাধ্যমে বিভিন্ন মেসেজ পৌঁছে দিতে পারে। সেটাও ব্যবহারকারীদের জন্য অনেক বিরক্তিকর এটি ব্যাপার কারন নোটিফিকেশন আসবে। এক হাজার মানুষকে মেসেজ পাঠাতে কারো হয়তোবা ১ স্টিম খরচ হবে। আর এই খরচ এর কথা মাথায় না রেখে আমরা যদি মানুষের বিরক্তিকর বিষয়টাকে মাথায় রাখি তাহলে এটা বড় ধরনের একটা স্পামিং হবে। আর এগুলোকে প্রতিরোধ করার জন্যই মূলত এই ব্যাবস্থা রাখা হয়েছে কারণ কারো ওয়ালেটে আনলিমিটেড স্টিম থাকলেও সে চাইলে সবাইকে এরকম ট্রানজেকশন করতে পারবে না কারণ যেহেতু তার ক্রেডিট আস্তে আস্তে কমে শুন্য হয়ে যাবে।

যারা আমাদের মত ব্যবহারকারী আছি তাদেরকে প্রয়োজনীয় সংখ্যক কমেন্ট করা থেকে বিরত রাখার জন্য এই সিস্টেম চালু করা হয়নি বরং বড় ধরনের স্প্যামিং কে প্রতিরোধ করার জন্য এটা চালু করা হয়েছে কারন আপনার ওয়ালেট যদি ১০০ পাওয়ারও থাকে সেটা দিয়ে আপনি অবলীলায় আপনার সারাদিনের কাজগুলো খুব সুন্দর ভাবে করে ফেলতে পারবেন যা নিচের হিসাবটি দেখলে আপনার কাছে অনেক স্পষ্ট হয়ে যাবে।
Line Break Steem.png
Line Break Steem.png
Line Break Steem.png

রিসোর্স ক্রেডিট এর কিছু হিসাব-নিকাশঃ

এই হিসাবটি খুব সহজ। আপনি আপনার রিসোর্স ক্রেডিট অনেক জায়গায় চেক করতে পারেন। আমি https://steemd.com/ থেকে দেখাচ্ছি। এখানে আপনার ইউজারনেম দিলে নিচের ইন্টারফেস আসবে।

1.png


এখানে দেখুন আমার রিসোর্স ক্রেডিটের অবস্থা।

2.png

৩৪১ মিলিয়ন হল আমার ১০০% রিসোর্স ক্রেডিট হলে যা থাকবে।

৩৩০ মিলিয়ন হল বর্তমান কারন আমার এখন আছে ৯৬.৭৯%


পরের হিসাবটিতে আপনি খুব সহজে দেখতে পাচ্ছেন একদিনে আমার কি পরিমান কমেন্ট (পোস্ট), ভোট এবং ট্রান্সফারের সক্ষমতা রয়েছে।

3.png

এখানে সবগুলো ১০০+ দেখানো আছে অর্থাৎ আমি দিনে একশোর বেশি কমেন্ট, ভোট এবং ট্রান্সফার করতে পারব।

আর আমার এই রিসোর্স ক্রেডিট (যেহেতু আমি একটু আগে বলেছিলাম যে দুই ভাবে বৃদ্ধি পায় এক পাওয়ার আপ এর মাধ্যমে আর একটি হচ্ছে সময় দিয়ে) আরও ৩ ঘণ্টার মধ্যে আবার পূর্ণ হয়ে ১০০% অর্থাৎ ৩৪১ মিলিয়ন হয়ে যাবে।

একদিনে কতটুকু রিফিল হবে বা রিচার্জ হবে এই বিষয়টিও আপনি নিচে দেখতে পারছেন (যা কিনা আমার ওয়ালেটে থাকা স্টিম পাওয়ার এর উপর নির্ভর করে হচ্ছে)। প্রতি ২৪ ঘণ্টায় ৬০ মিলিয়ন রিফিল হবে আমার রিসোর্স ক্রেডিট আমার যে পরিমাণ স্টিম পাওয়ার রয়েছে তার সাপেক্ষে।

সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানকার ডাটা থেকে আপনি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করতে পারবেন আপনি আসলে দিনে কতগুলো পোস্ট, কতগুলো লাইক এবং কতগুলো ট্রানস্ফার করতে পারবেন কারণ প্রত্যেকটি ট্রানজেকশনের আনুমানিক খরচটি এখানে দেওয়া আছে।

যেমন আমার ক্ষেত্রে-

  • কমেন্ট (পোস্টে) ১.১ মিলিয়ন
  • ভোট দিতে ০.০৭ মিলিয়ন
  • ট্রান্সফারের জন্য ০.১৮ মিলিয়ন

তাহলে আমি যদি এখান থেকে যেকোন একটা আপনাদেরকে হিসাব করে দেখাই তাহলে আপনারা বাকীগুলো হিসাব করে ফেলতে পারবেন।

যেমন মনে করুন আমি কেবল মাত্র পোস্ট এবং কমেন্ট করবো । কাউকে কোন ভোট দেবো না কিংবা কোন ট্রানস্ফারও করবো না তাহলে আমি এ মুহুর্তে বা আমার রিসোর্স শূন্য হওয়া পর্যন্ত মোট কতগুলো পোস্ট বা কমেন্ট করতে পারবো সেই হিসাব টা একবার দেখে নিন।

৩৩০/১.৮ = ১৮৩.৩৩ বা ১৮৩ টি।

একইভাবে আপনি আপনারটিও হিসাব করে দেখতে পারেন।

আর প্রত্যেক কাজে কত খরচ হবে, এটা কিন্তু পরিবর্তনশীল যা পুরো ব্লকচেইনের মোট টানজেকশন এর উপর নির্ভর করে ও আরো কিছু ফ্যাক্টর আছে। যেহেতু https://steemd.com/ তে গিয়ে আপনি সব দেখতে পারছেন তাই আপনার জন্য এত বিস্তারিত আজ জানা দরকার নেই। এডভান্সড লেভেলে কেউ জানতে চাইলে @rme দাদা একদিন পোস্ট করে আমাদের জানিয়ে দিবেন, আশা করি।
Line Break Steem.png
Line Break Steem.png
Line Break Steem.png

কিছু পরামর্শঃ

যাদের ওয়ালেটে মোটামুটি কিছু পরিমাণ পাওয়ার রয়েছে যেমন ধরুন ১০০ SP তারা দিনের স্বাভাবইক কাজগুলো অবলীলায় এবং স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারবেন। কিন্তু যাদের ওয়ালেটে অনেক কম সংখ্যক স্টিম পাওয়ার রয়েছে বিশেষ করে যারা নতুন তাদের জন্য এই কাজটি অনেক কঠিন। তারা চাইলেও অনেক বেশি পরিমাণ পোস্ট কমেন্ট প্রতিদিন করতে পারবেন না। তাই তাদেরকে রিসোর্স ক্রেডিট বৃদ্ধির জন্য অপেক্ষা করতে হবে বা পাওয়ার আপ করতে হবে। আপনাদেরকে আমি উপরে যে হিসাব দেখিয়েছি সেই হিসাব মোতাবেক আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে একবার দেখে নিতে পারেন যে আপনি প্রতিদিন কি পরিমাণ পোস্ট কমেন্ট করতে পারবেন। সেই মোতাবেক করুন। তাহলে আটকাবেন না।
তাই যারা নতুন রয়েছেন তারা এই সমস্যায় পড়তে পারেন। পোস্ট দিতে গেলে কিংবা বেশী বেশী ভোট কমেন্ট করতে গেলে দেখবেন যে আপনাকে এরর দেখাবে। আর এর কারণ হচ্ছে আপনার যথেষ্ট রিসোর্স ক্রেডিট নেই। সেজন্য আপনি পাওয়ার আপ করতে পারেন অথবা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন বা পরিচিত কারো থেকে ডেলিগেশন নিতে পারেন কিছু।

যারা পুরাতন আছেন তাদেরও এ বিষয়টি জানা জরুরী কারণ আপনারা যেসব নতুন ব্যবহারকারীদেরকে এখানে আমন্ত্রণ জানাবেন তারা যখন সমস্যার সম্মুখীন হবে তখন তাদেরকে আপনি সঠিক ধারণা দেওয়া আপনার জন্য কর্তব্য। সেক্ষেত্রে আপনার এই বিষয়টি সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকা জরুরী যাতে করে নতুনদের কেউ এই সমস্যায় পড়লে আপনি সঠিক গাইডলাইন দিয়ে তাদেরকে সঠিক পরামর্শ প্রদান করতে পারেন। কোনো ধরনের বিভ্রান্তি যাতে না হয় এই প্লাটফর্মে কাজ করা নিয়ে।

Line Break Steem.png
Line Break Steem.png
Line Break Steem.png

শেষকথাঃ

আমি আমার এই সিরিজে সবার জন্য শিক্ষণীয় হয় এরকম বিষয়গুলো নিয়ে বিস্তারিত লিখার চেষ্টা করছি বিশেষ করে বেসিক বিষয়গুলো। ভবিষ্যতেও আরো অনেক এরকম খুটিনাটি বিষয় নিয়ে লিখতে থাকব। আশা করি আজকের এই টপিক থেকে আপনি রিসোর্স ক্রেডিট সম্বন্ধে একটা সম্যক ধারণা পেতে পেয়েছেন যেটি কিনা আপনার ব্লকচেইন জার্নিতে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে কারন আপনি এর মাধ্যমে অনেককেই সহযোগিতা করতে পারবেন বিশেষ করে যারা নতুন রয়েছেন যারা এই বিষয়ে সম্বন্ধে আপনার কাছে জানতে চাইবে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আমি আবারো আহবান জানাবো আপনারা যেহেতু কাজ করছেন তাই একটু জেনে বুঝে এবং পড়াশোনা করে সময় দিয়ে এখানে কাজ করুন আর এতেই আপনাদের ভবিষ্যৎ পথ চলা অবশ্যই অনেক ভালো হবে । আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি।

শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের লিখাগুলোর লিঙ্ক নিচে দিয়ে দিলাম। ভাল লাগলে সেগুলোও চোখ বুলিয়ে আসতে পারেন। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।**
Line Break Steem.png

শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের পোস্টের তালিকাঃ

পর্বশিক্ষামূলক বিষয়
০১মাতৃভাষা ও বেসিক
০২শিখতে শিখতে আয় করুন
০৩কম্পিউটারে কিভাবে ভয়েজ টাইপিং করা যায়
০৪স্টিমিট এর রেপুটেশন কি ও এর হিসাব নিকাশ
০৫কমেন্ট স্প্যামিং ও এর প্রতিকার
০৬কিউরেশন ট্রায়াল বিস্তারিত ও কিভাবে করবেন
০৭ফ্যানবেইস বিস্তারিত ও কিভাবে করবেন
০৮ভোটিং পাওয়ার এর আদ্যোপান্ত

Line Break Steem.png

এই পোস্টের লিখা কোথাও থেকে কপি করা হয়নি। কোন তথ্য বা ছবি অন্য কোন উৎস হতে নিয়ে থাকলে সোর্স দেয়া হয়েছে

Line Break Steem.png

আমি কেঃ

আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক এবং সাবেক ব্যাংকার। পড়াশুনা করেছি প্রকৌশলবিদ্যায়। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি ব্লগে শেয়ার করতে ভালবাসি। স্টিম এ ২০১৯ সাল থেকে নিয়মিত লিখালিখি করে আসছি। আমি টেক্সটাইল, অনলাইন অর্থ উপার্জন, কৃষি, প্রযুক্তি, রান্না, ও জীবন্ঘটিত অন্যান্য আরো কিছু বিষয় নিয়ে লিখি। প্রকৃতির পাশাপাশি যাওয়ার জন্য ঘুরে বেড়ানো এবং ক্রিকেট খেলা আমার শখ। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং সবার থেকে শিখতে চাই। আমি বিশ্বাস করি, আমার জ্ঞান ও লিখা থেকে একজনও যদি উপকৃত হল বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার ব্লগে লিখালিখি সার্থক

Line Break Steem.png

Intro Steem.gif

ভোট দিন, মতামত থাকতে মন্তব্য করুন, পোস্টটি ভাল লাগলে শেয়ার করুন এবং আমাকে ফলো করুন @engrsayful

Line Break Steem.png

অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ

FacebookTwitterInstagram
YoutubeThreeSpeakDTube


Amar Bangla Blog Logo.png


Sort:  

ভাই খুব সুন্দর করে রিসোর্স ক্রেডিট এর ব্যাপারটা বুঝিয়েছেন। যারা নতুন আছেন তাদের এ সম্বন্ধে কোন ধারনাই নাই। এই জন্য মাঝে মাঝেই ডিসকর্ডে মেসেজ দেখি। একটা স্ক্রিনশট দিয়ে প্রশ্ন করে যে এমন টা কেন হচ্ছে। যখন আমি প্রথম স্টিমিট এ জয়েন করেছিলাম। তখন প্রচুর কমেন্ট করতাম। যার ফলে আরসি কমে যেতো। তখন ব্যাপারটা বুঝতাম না। পরে আস্তে আস্তে বুঝতে পারলাম। ধন্যবাদ আপনাকে। এই পোস্টটি সবারই অনেক কাজে লাগবে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ

 3 years ago 

আপনার পোষ্টটি পড়ে রিসোর্স ক্রেডিট সম্পর্কে অনেক বিষয়ে জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি। আমার মতো অন্যান্য যারা নতুন ইউজার রয়েছে তারা আপনার এই পোস্টটি পড়ে খুবই উপকৃত হবেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি শিক্ষামূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি উপকৃত হয়েছেন এটা জেনে অনেক ভাল লাগল এবং আপনার জন্য অনেক শুভকামনা

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক শিক্ষনীয় একটি পোস্ট। আমি প্রথম প্রথম একটা পোষ্টের বেশি করতে গেলে কিংবা বেশি কমেন্ট করতে গেলে এই সমস্যায় পড়তাম । তখন বিষয়টা আসলে বুঝতাম না। রিসোর্স কেডিট সম্পর্কে প্রমাণসহ সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

তোমাকেও ধন্যবাদ

 3 years ago 

কমিউনিটিতে আমার অনেক কিছু শিখার জানার আছে। আপনার পোস্ট টি পড়েও অনেক কিছু জানলাম। ধন্যবাদ এত ভালো একটা বিষয় তুলে ধরার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ দাদা

 3 years ago 

ভাই পাওয়ার ডেলিগেশন এর সাথেও ত মনে হয় রিসোর্স ক্রেডিট এর সম্পর্ক আছে, ধরেন একজনের RC এখন খুবই কম সে পোস্ট, কমেন্ট করতে পারছে না। এখন আমি যদি তাকে SP ডেলিগেট করি তাহলে ত মনে হয় RC বাড়ে।
অনেক খুটিনাটি বিষয় উল্লেখ করেছেন, RC নিয়ে মনে হয় না আমাদের কমিউনিটির সদস্যদের আর কোন সমস্যা থাকবে।

 3 years ago 

এই কথাটাও পরামর্শ অংশে লিখেছি ভাই। যেহেতু ডেলিগেশন টাও পাওয়ার তাই উপরে এটা আর বলিনী তবে শেষে ডেলিগেশন এর কথাটা বলেছি। ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া খুব সুন্দর করে রিসোর্স ক্রেডিট এর ব্যাপারটা বুঝিয়ে দিয়েছে।আমার কিছুদিন আগে এমন হয়েছিল যে পোস্ট করতে পারতেছিলাম না।তখন স্টিম পাওয়ার আপ করাতে করতে পারছি।রিসোর্স ক্রেডিট নিয়ে আশা করি আমার ভবিষ্যৎে কোনো সমস্যা হবে।পাওয়ার আপ করলেই রিসোর্স ক্রেডিট বাড়বে।ধন্যবাদ ভাইয়া বিষয়টি সুন্দর করে বুঝিয়ে দেয়ার জন্য।

 3 years ago 

জি। অবশ্যই

ভাই আপনার পোস্টটি আরো কয়েকদিন আগে যদি দেখতে পারতাম তাহলে আমাকে এ সমস্যার মাঝে পড়তে হতো না। রিসোর্স ক্রেডিট এর সমস্যার মধত একটি সমস্যায় আমি এখন পরেছি কয়েকদিন যাবত একটির বেশি কোন কমেন্ট করতে পারছি না।ধন্যবাদ ভাই অনেক সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য

 3 years ago 

বাহ। আপনি উপকৃত হয়েছেন জেনে ভাল লাগল

 3 years ago 

স্টিমিট কিংবা ব্লকচেইন এ কাজ করতে হলে কিছু বেসিক বিষয়ে ধানরা ধাকা খুবই প্রয়োজনী, তাদের মাঝে আরসি অন্যতম একটি। কারন এগুলোর সম্পর্কে সঠিক ধারনা না থাকলে কাজ করাটা মুশকিল হয়ে যাবে।

যেমন অনেকেই প্রায় সময় মন্তব্য করেন, আমি পোষ্ট লিখতে পারছি না কিংবা মন্তব্য শেয়ার করতে পারছি না। এখন যদি সে আরসির বিষয়টি ভালোভাবে বুঝতে সক্ষম হয়, তাহলে এ বিষয়য়ে তার আর কোন প্রশ্ন কিংবা কৌতুহল থাকবে না। খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ভাই। ধন্যবাদ

 3 years ago 

ঠিক বলেছেন ভাই

 3 years ago (edited)

ভাইয়া সত্যি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল আমাদের জন্য। আশা করছি এরপর আমরা সকলেই এই ব্যাপারটিতে পারদর্শী হয়ে উঠব। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে খুবই ধন্যবাদ ভাই এইরকম একটি বিষয়ে আলোচনা করার জন্য। এখনো স্টিমের অনেক বিষয়ে আমি অবগত না। আজকের আপনার এই রিসোর্স ক্রেডিট থেকে আরও একটি বিষয়ে জানতে পারলাম।

 3 years ago 

ভাল লাগল যে আপনাকে নতুন একটা বিষয় শিখতে অবদান রাখতে পেরেছি

 3 years ago 

🙂🙂

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96656.73
ETH 3341.70
USDT 1.00
SBD 3.20