শিক্ষামূলকঃ পর্ব ৩৪|| নতুনরা কি কি শিখবেন || What to learn by newcomers [10% for shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

ভূমিকাঃ

আমার বাংলা ব্লগ কমিউনিটি অন্য আর দশটা কমিউনিটির মত নয়। বরং আমার বাংলা ব্লগ কমিউনিটি আন্তরিকতার সাথে ভিন্নভাবে সব কিছু করার চেষ্টা করছে যাতে করে সবাই এখান থেকে উপকৃত হতে পারে। যারা এ প্লাটফর্মে নতুন রয়েছে তাদের জন্য যে কোন বিষয়ে অধ্যয়ন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এ ধরনের কোনো সুযোগ অন্য কমিউনিটিতে রাখা হয়নি।

কিছু কিছু কমিউনিটিতে লিখিত আকারে পরীক্ষা নেওয়া এবং লেকচার দেওয়ার মাধ্যমে শেখানো হয় কিন্তু সেই শিক্ষা কখনোই ফলপ্রসূ হতে পারে না কারণ ভিডিও/অডিও লার্নিং এর যতটুকু শেখা যায় তা কেবল লিখিত মাধ্যমে শেখা সম্ভব নয়। তাছাড়া কপি করে পাশ করার সুযোগ রয়েছে।

যখন কোন টিউটোরিয়ালে কোন বিষয় শেখানো হয় তখন সেটি সরাসরি এঙ্গেজমেন্ট এর মাধ্যমে না হলে খুব বেশি ফলপ্রসূ ফলাফল বয়ে আনতে পারে না কারণ যারা শিখতে আসে তাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে যা সমাধান দেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি কেবল লিখেই কোন কিছু শেখা যেত তাহলে বই বা পুস্তক-ই যথেষ্ট হত। কিন্তু আমরা দেখি স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ে লেকচার দেয়া হয়। অনলাইন ভার্শনেও লেকচার দেয়া হয়। শুধু পড়ে শিখে নেয় খুব কঠিন একটি মাধ্যম। তাই এবিবি-স্কুল আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য অনেক বেশি তাৎপর্য বহন করে।

এখানে যারা নতুন রয়েছে তারা প্রথমে এসে কি করবে না করবে এই ব্যাপারগুলো নিয়ে অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে থাকে। তাই আমি মূলত নতুনদের জন্য আজকের এই পোস্টে বিস্তারিত শেয়ার করার চেষ্টা করবো যে, একজন নতুন ব্যবহারকারীর এখানে কি কি বিষয় কিভাবে অধ্যয়ন করার মাধ্যমে একজন শিক্ষিত, স্বাবলম্বী ব্লগার হয়ে উঠতে পারবেন। এখানে অনেক ধরনের টিউটোরিয়াল এবং অনেক বিষয়বস্তু নিয়ে লেখা দেয়া রয়েছে তাই কোনগুলো ভালভাবে আয়ত্ব করতে হবে সেগুলো বাছাই করে দেয়াই হল এই পোস্টের উদ্যেশ্য। সব ধরনের পোস্ট থেকে বাছাই করে নতুনদের জন্য যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে আমি এক জায়গায় সমন্বিত করে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি, নতুন ও পুরাতন যে কেউ এই বিষয়গুলোতে ধারণা নিতে পারলে তার পথচলা অনেক সহজ হবে।

Thumbnails.jpg

Line Break Steem.png

পর্ব ৩৪: স্টিমিটে কাজ করতে অন্তত কি কি জানা উচিত

Line Break Steem.png

স্টিমিট সম্পর্কে জানতেঃ



১। এখানে পাবেন স্টিমিট নিয়ে মানুষের যত খুটিনাটি জিজ্ঞাসা রয়েছে তার উত্তর

স্টিমিটের FAQ অংশ



২। এবিবি স্কুলের (আমার বাংলা ব্লগ শেয়াল পন্ডিতের পাঠশালা) লেকচার সিট গুলোঃ

লেভেল ১ লেকচার শিট
লেভেল ১ পরীক্ষার প্রশ্নপত্র
লেভেল ২ লেকচার শিট
লেভেল ২ পরীক্ষার প্রশ্নপত্র
লেভেল ৩ লেকচার শিট
লেভেল ৩ পরীক্ষার প্রশ্নপত্র
লেভেল ৪ পরীক্ষার প্রশ্নপত্র




৩। টিটোরিয়াল সংগ্রহশালাঃ

মার্কডাউন স্টাইল কিভাবে করবেন-পর্ব ১
মার্কডাউন স্টাইল কিভাবে করবেন-পর্ব ২-by @rme দাদা
ফটোগ্রাফিতে w3w লোকেশন কিভাবে যুক্ত করবেন-by @hafizullah
steemit এ ট্রন ওয়ালেট যুক্ত করবেন কিভাবে-by @rme
কিভাবে ট্রন স্টেকিং করবেন by @rme
খুব সহজে বাংলা লিখার পদ্ধতি-by @moh.arif
কিভাবে ডিস্কর্ড হতে টিপস উঠাবেন ও জমা করবেন-by @rex-sumon
Movie ও নাটন রিভিও এর কিছু দিকনির্দেশনা-by @moh.arif
সহজে নতুন স্টিম একাউন্ট তৈরি করা-by @rme
সাপোর্ট টিকেট কেটে কিভাবে সাহায্য নিবেন- by @rex-sumon



৪। আমার লেখা শিক্ষামূলক সিরিজের পোস্টগুলো

পর্ববিষয়বস্তু
০১-১০দশটি পোস্টের রিভিউ => ১.মাতৃভাষায় বেসিক => ২.শিক্ষায় আয় => ৩.পিসিতে ভয়েস টাইপিং => ৪.রেপুটেশন => ৫.কমেন্ট স্প্যামিং => ৬.কিউরেশন ট্রেইল => ৭.ফ্যানবেইস => ৮.ভোটিং পাওয়ার => ৯.রিসোর্স ক্রিডিট => ১০.ডেলিগেশন
১১-২০দশটি পোস্টের রিভিউ => ১১.একাউন্ট নিরাপত্তা => ১২.সেভিংস ওয়ালেট => ১৩.সয়ংক্রিয় রিওয়ার্ড ক্লেইম => ১৪.অযাচিত মেনশন => ১৫.রিওয়ার্ড বন্টন => ১৬.আগে ভোটের সুবিধা => ১৭.মাল্টিপল ট্রান্সফার => ১৮.ফিশ স্কেল => ১৯.ডাস্ট => ২০.ডাস্ট দূরীকরণ
২১-৩০দশটি পোস্টের রিভিউ => ২১.steemnow রিভিও => ২২.নতুনদের জন্য পাঁচটি দিকনির্দেশনা => ২৩.steemworld রিভিও => ২৪.ব্লকচেইন => ২৫.স্টিম ব্লকচেইন => ২৬.মার্কডাউন দেখা => ২৭.কিউরেশন ও অথর তারতম্য => ২৮.shy-fox কে বেনিফিশিয়ারি দেয়ার গুরুত্ব => ২৯.উইটনেস => ৩০.স্টিমিট ও সোশ্যাল মিডিয়ার পার্থক্য
৩১হিরোইজম প্রোজেক্টে ডেলিগেশনের ৫টি সুবিধা
৩২স্টিম স্টিমিটের চেয়ে অনেক বড়
৩৩ডাউনভোট আদ্যোপান্ত





Line Break Steem.png
Line Break Steem.png
Line Break Steem.png

আমার বাংলা ব্লগ নিয়ে জানতেঃ



৫। কমিউনিটির গুরুত্বপূর্ন ১২ টি পোস্ট

লাজুক খ্যাকের গুরুত্বপূর্ন আপডেট- by @rme


কমিউনিটির সাথে সংশ্লিষ্ট নিয়মকানুনসহ ১২ টি গুরুত্বপূর্ন পোস্ট পাবেন এই একটি পোস্টে- by @rme

12 Posts.png




৬। কমিউনিটিতে পিন করা পোস্টগুলো নিয়মিত পড়তে হবে




৭। ডিসকর্ডে (Discord) সার্ভারে প্রোফাইল লিঙ্ক করা, বিভিন্ন চ্যানেল এর চ্যাটিং ও নিয়মকানুন পড়ে নেয়া এবং announcement গুলো নিয়মিত দেখতে হবে





Line Break Steem.png

আমি কে

আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক এবং সাবেক ব্যাংকার। পড়াশুনা করেছি প্রকৌশলবিদ্যায়। স্টিমিট-এ ২০১৯ সাল থেকে নিয়মিত লেখালেখি করে আসছি। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং সবার থেকে শিখতে চাই।

Line Break Steem.png

Amar Bangla Blog Logo.png

Line Break Steem.png


Heroism.png

| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Sort:  
 3 years ago 

আপনার এই শিক্ষামূলক সিরিজগুলো থেকে বরাবরই নতুন কিছু শিখতে ও জানতে সহায়ক ভূমিকা রাখে। আর আপনাকে বিশেষ ধন্যবাদ আপনার সবগুলো শিক্ষনীয় পোস্ট কে একটি পোষ্টের মাধ্যমে নিয়ে আসার জন্য।🖤

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ভাই আমি মনে করি একজন নতুন ইউজার হিসেবে পোস্ট করার পূর্বে অবশ্যই আমাদের কমিউনিটির সকল নিয়মাবলি সম্পর্কে জানতে হবে। এজন্য টিউটোরিয়াল সংগ্রহশালা এবং আপনার শিক্ষামূলক সিরিজের বিকল্প কিচু নেই। আমি আপনার শিক্ষামূলক সিরিজ থেকে অনেক কিছু শিখতে পারছি। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ও শুভকামনা রইল

 3 years ago 

আপনার শিক্ষামূলক সিরিজগুলো থেকে, সব বিষয়ে উপকৃত হবো বলে আশা করি।ধন্যবাদ শেয়ার করার জন্য ভাইয়া।

 3 years ago 

অনেক শিক্ষামূলক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আসলে এই পোস্ট টি আমাদের নতুন এবং পুরনো ইউজার সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে সব গুরুত্বপূর্ণ তথ্য গুলোর লিংক একত্রে পেয়ে অনেক ভালো লাগছে। আসলে শেখার কোন শেষ নেই। নতুন এবং পুরনো ইউজার প্রত্যেককেই প্রতিনিয়ত শেখা উচিত। নিজেদের প্রচেষ্টায় আমরা যদি নতুন কিছু শেখার চেষ্টা করি তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারব। শেখার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন নিজের ইচ্ছা শক্তি। ভাইয়া আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি শিক্ষামূলক একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 
  • আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি খুবই সুন্দর ভাবে নতুনদের উদ্দেশ্যে সুন্দর এই পোস্টটি করেছেন। এই পোস্টের মাধ্যমে সকল কিছুই রয়েছে। আমরা যদি এই পোস্টটি খুবই গুরুত্ব সহকারে পড়ি তাহলে স্টিম সম্পর্কে আমরা সব চাইতে ভাল ভাবে জানতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাদের এই পোস্টটি দিয়ে উপকার করার জন্য।
 3 years ago 

আমি আপনার পোস্টগুলোর দিকে মোটামুটি চেয়ে থাকি। আজকের পোস্টটিও তার বেতিক্রম নয় নতুনদের জন্য একটি পুরো রোড ম্যাপ দেয়া হয়েছে। ভীষণ উপকৃত হবেন নতুনরা।
শুভ কামনা রইল সবার জন্য।

 3 years ago 

ভাই খুব দরকারী একটি পোষ্ট করেছেন । আসলে শেখার কোন শেষ নেই । আমিও আরো শিখতে চাই । লিংক গুলো গুছিয়ে দেয়াতে আরো ভাল হল। ভাল থাকবেন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 102805.56
ETH 3289.69
SBD 6.31