শিক্ষামূলকঃ পর্ব ০১ || লাজুক শেয়াল-কে বেনিফিশিয়ারি দেওয়ার গুরুত্ব ও তাৎপর্য || Importance of beneficiary to @Shy fox
ভূমিকাঃ
শিক্ষার কোন বয়স নেই। আবার শিক্ষা গ্রহণের জন্য একেবারে নির্দিষ্ট কোন মাধ্যমও নেই। আমরা আমাদের চারপাশের প্রকৃতি, মানুষজন, পরিবেশ থেকে প্রতিনিয়ত শিখছি। বিশ্বজুড়া এই পাঠশালায় শিখার আছে অনেক কিছুই । কখন যে কার কাছ থেকে কত গুরুত্বপূর্ন বিষয় শিখে ফেলি সেটা বলা মুশকিল।
আমরা একেক জন একেক বিষয়ে পারদর্শী। তাই যদি আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আমাদের জানা কোন বিষয় সবার মাঝে শেয়ার করি তাহলে অনেকেই এই জ্ঞান থেকে উপকৃত হতে পারি। এই লক্ষ্য নিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটি
-তে আমি শিক্ষামুলক
নামে একটি সিরিজ লিখছি যেখানে আমার জানা কোন বিষয় শেয়ার করছি। যারা এই বিষয়গুলো আগে জানতেন না, আশা করি তারা উপকৃত হবেন।
পর্ব ২৮: @shy-fox কে বেনিফিশিয়ারি দেয়ার গুরুত্ব ও তাৎপর্য কি
বেনিফিশিয়ারি (Beneficiary) কিঃ
স্টিম ব্লকচেইনে কোন একজন অথর (পোস্ট লেখক) যখন কোন কনটেন্ট তৈরি করেন তখন তিনি তার কনটেন্ট এর জন্য অর্ধেক পরিমাণ অথর রিওয়ার্ড পান। কোন কনটেন্ট ক্রিয়েটর চাইলে তার অথর রিওয়ার্ড এর অংশ থেকে যে কোন একজন বা একাধিক ব্যাক্তির একাউন্ট কে বেনিফিশিয়ারি বা স্বত্তভোগী করতে পারেন। আর এই পদ্ধতিটা-কে বলা হয় বেনেফিশিয়ারি। কোন পোস্টে বেনিফিশিয়ারি যুক্ত করলে কিউরেটরদের (বা ভোটারদের) রিওয়ার্ড এর কোন তারতম্য হয় না বরং কেবলমাত্র অথর এর অংশ থেকে একটা নির্দিষ্ট অংশ বেনিফিশিয়ারি একাউন্টে দেয়া হয়। যেমন ধরুন কোন একটি পোষ্টে ১০% বেনিফিশিয়ারি রিওয়ার্ড সেট করা হল @shy-fox এর জন্য তাহলে ১০০ ডলার যদি পোস্ট রিওয়ার্ড হয় তাহলে ৫০ ডলার কিউরেটররা পাবেন স্টিম পাওয়ার হিসেবে আর বাকী ৫০ ডলারের ১০ শতাংশ অর্থাৎ ৫ ডলার পাবেন @shy-fox আর বাকী ৯০% অর্থাৎ ৪৫ ডলার পাবেন অথর (যা অর্ধেক SBD আকারে আর বাকিটা SP আকারে পাবেন)। কিভাবে বেনিফিশিয়ারি সেট করতে হয় তার জন্য আপনারা আমার বাংলা ব্লগ
কমিউনিটি-র এডমিন @hafizullah ভাইয়ের নিচের পোস্টটি দেখতে পারেন।
https://steemit.com/hive-129948/@hafizullah/or-or-how-to-add-beneficiary-or-or-amarbanglablog-tutorial
প্রাথমিক আলোচনাঃ
ব্লগিং ভিত্তিক স্টিমিট প্লাটফর্মে যেকোনো একটি কমিউনিটিকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে। আপনারা লক্ষ্য করে থাকবেন, অনেক কমিউনিটি নিজস্ব কোন সাপোর্ট না থাকার কারণে এই প্লাটফর্মে টিকে থাকতে পারেনি। বাইরের কারও সাপোর্ট এর উপর ভিত্তি করে কমিউনিটিকে টিকিয়ে রাখা প্রায় অসম্ভব এবং যেকোনো মুহূর্তে সাপোর্ট বন্ধ হয়ে গেলে কমিউনিটিকে ধরে রাখা অনেক বেশি চ্যালেঞ্জিং একটি ব্যাপার। মূলত সাপোর্ট বিহীন কোন কমিউনিটিকে টিকিয়ে রাখা যাবে না।
কোন একটা কমিউনিটিতে যদি অনেক ভাল ভাল কনটেন্ট তৈরি হয় কিন্তু ভালো সাপোর্ট না থাকে তাহলে কন্টেন্ট ক্রিয়েটরগণ দিনে দিনে তাদের মোটিভেশন হারাবেন এবং কমিউনিটি ছেড়ে বা স্টিমিটে কাজ করা ছেড়ে দিবেন। তাই ভালো সাপোর্ট সবসময়ই ব্লগিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যত ভালো সাপোর্ট পাওয়া যাবে কনটেন্ট ক্রিয়েটরগন নিজেদের মানকে উন্নত করার জন্য তত বেশি পরিমাণে শ্রম দিবেন এবং ভাল ভাল কনটেন্ট তৈরি হবে। তাই এটা বুঝা যাচ্ছে যে, যেকোন একটা কমিউনিটি ভালো করার পেছনে মূল চালিকা শক্তি হচ্ছে সাপোর্ট। ভালো ম্যানেজমেন্ট এবং দক্ষ ব্যবস্থাপনা যদি সাপোর্ট এর সাথে যুক্ত হয় তাহলে কমিউনিটি খুব দ্রুত কিভাবে খুব ভালো করতে পারে তার অনন্য উদাহরণ হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটি।
বেনিফিশিয়ারি কেনঃ
বেনিফিশিয়ারি সেট করার কয়েকটা মূল কারণ নিম্নরুপঃ
- মূলত কোন একটি একাউন্ট-কে সমৃদ্ধ করার জন্য যখন সবাই সম্মিলিতভাবে চেষ্টা করেন তখন বেনিফিশিয়ারি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- চ্যারিটি কোন একাউন্ট-কে নিজেদের অথর রিওয়ার্ড হতে কিছুটা অংশ শেয়ার করার জন্য বেনিফিশিয়ারি দেয়া হতে পারে।
- একাধিক ব্যক্তি কর্তৃক তৈরিকৃত একটি কনটেন্ট যখন একজন পোস্ট করবেন তখন আরেকজনকে বেনেফিশিয়ারি দিয়ে রিওয়ার্ডটা শেয়ার করে থাকেন।
সাপোর্ট এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশগ্রহণ কিঃ
যেকোনো কমিউনিটিতে কিউরেশন এর জন্য একটি অ্যাকাউন্ট থাকে যেখানে বেশি পরিমাণ স্টিম পাওয়ার (SP) সংগ্রহ করা থাকে অথবা ইনভেস্ট করা থাকে। এই একাউন্টের পাওয়ার যত বেশি হয়, সেই কমিউনিটিতে ততো বেশি পরিমাণে বড় বড় ভোট দেওয়া যায়। তাহলে বুঝতে পারছেন, এখন এই কিউরেশন একাউন্ট যত বেশি সমৃদ্ধ করা যাবে তা সবার জন্যই ভালো হবে কারণ যারা কোন একটা কমিউনিটি-তে কাজ করছেন তারা সবাই এর থেকে সুবিধা পাবেন। চলুন, এই সাপোর্ট একাউন্টে সবার প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ কি তা বুঝে নেয়া যাক।
পরোক্ষ অংশগ্রহণ কিঃ
অনেক কমিউনিটিতে দেখতে পারবেন সাপোর্ট একাউন্টে সব ব্যবহারকারীরা ডেলিগেশনের দেন। সবার ডেলিগেশনের মাধ্যমে একটা সাপোর্ট একাউন্টের পাওয়ার বৃদ্ধি পেতে থাকে এবং কমিউনিটি-তে যারা ভাল ভাল কনটেন্ট ক্রিয়েট করে সবাইকে ভোট দেয়া হয়। এটিকে আমি পরোক্ষ অংশগ্রহণের এজন্য বলব কারণ ডেলিগেশন যে কেউ যেকোনো সময় তুলে নিতে পারে। এটা সক্রিয়ভাবে অংশগ্রহণ নয় কারণ এখানে ধার দেওয়া হচ্ছে এবং তা যেকোনো মুহূর্তে উঠিয়ে নেওয়া যাবে। অনেক কমিউনিটিতে এই পদ্ধতিতে একটি একাউন্টে সবার থেকে ডেলিগেশন নিয়ে তারপর সবাইকে সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হয় কিন্তু আমার বাংলা ব্লগ একেবারেই ভিন্ন যেখানে প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ রয়েছে।
প্রত্যক্ষ অংশগ্রহণ কিঃ
প্রত্যেক ব্যবহারকারী যখন বেনিফিসিয়ারি হিসেবে কোন একটা অ্যাকাউন্ট নির্বাচন করবেন যেমন আমার বাংলা ব্লগ এ @shy-fox তখন প্রত্যেকের অথর রিওয়ার্ড হতে একটা অংশ স্বয়ংক্রিয়ভাবে @shy-fox এর একাউন্টে চলে যাবে। আর এতে করে @shy-fox নামক অ্যাকাউন্টটি বা সাপোর্ট একাউন্টেটি খুব দ্রুত আরো বেশি পরিমাণে পাওয়ার অর্জন করতে পারবে। যেহেতু অথর রিওয়ার্ড হতে একটা অংশ @shy-fox কে দেয়া হচ্ছে তাই এটা হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণ কারণ @shy-fox এর পাওয়ার বৃদ্ধিতে কমিউনিটিতে যারা আছেন সবাই প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছেন।
কেন প্রত্যক্ষ অংশগ্রহণ পরোক্ষ অংশগ্রহণ এর চেয়ে ভালোঃ
প্রত্যক্ষ অংশগ্রহণের ধারনাটি হচ্ছে একটি উন্নত ধারণা যা সবার জন্য কল্যাণকর। কারণ কিছু ব্যবহারকারী হয়তোবা আগামী কিছুদিন পরে এই কমিউনিটিতে থাকবে না তখন তারা তাদের ডেলিগেশন তুলে নেবে যদি তা পরোক্ষ পদ্ধতি হয়। তার মানে, কিছুদিন কাজ করলো কমিউনিটির সাথে এবং কমিউনিটিতে কন্ট্রিবিউট করল আবার যখন কমিউনিটিতে ভালো লাগলো না তখন চলে গেল ও কন্ট্রিবিউশন তুলে নিল। এই ব্যাপারটা হচ্ছে পরোক্ষ।
কিন্তু প্রত্যক্ষ অংশগ্রহণে সবাই যতদিন কাজ করছেন ততদিন প্রত্যক্ষভাবে একটি সাপোর্ট একাউন্ট এর ভ্যালু বৃদ্ধিতে সক্রিয়ভাবে ভূমিকা রেখে যাচ্ছেন। হয়তো ভবিষ্যতে তিনি কমিউনিটিতে থাকবেন না অথবা অন্যকোন কাজে ব্যস্ত হয়ে গিয়ে কমিউনিটিতে কাজ করবেন না কিন্তু তিনি যতদিন কাজ করেছেন ততদিন কমিউনিটির উন্নুয়নে অবদান রেখে গিয়েছেন এবং সেটা থেকে পুরো কমিউনিটি আজীবন সুবিধা পেতে থাকবে।
তাছাড়া, লক্ষ্য করুন @shy-fox এর যে SP রয়েছে সেটা প্রায় সাড়ে ২২ লক্ষ এর মত এবং বিশ্ব রেংকিং এ ৬ নম্বর অবস্থানে। কমিউনিটি-র সবাই যদি ডেলিগেশন দেয় তাহলে হয়তোবা ৫০০০০ এর মত পাওয়ার ডেলিগেশন করতে পারবে যা @shy-fox এর বর্তমান মোট পাওয়ারের ২ শতাংশের মতো। সুতরাং বুঝতেই পারছেন এতগুলো পাওয়ার এখানে কমিউনিটির ফাউন্ডার কর্তৃক নেওয়া হয়েছে শুধুমাত্র কমিউনিটির সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য যেটা সবার সম্মিলিত প্রয়াস হতে ৯৮ শতাংশ বেশি। তাই বুঝতেই পারছেন, এটা সামগ্রিক সবার ভালোর জন্য করা হয়েছে এবং এটাই হচ্ছে উত্তম পদ্ধতি।
@shy-fox কে বেনিফিশিয়ারি দিলে কারা সুবিধা পাবেন বা কারা লাভবান হবেনঃ
@shy-fox কে যত বেশি বেনিফিশিয়ারি দেওয়া যাবে তার সুফল মূলত কমিউনিটির সবাই ভোগ করবে। আপনারা জানেন @shy-fox নিজেকে নিজে কোন ভোট দেয় না কারণ @shy-fox এর রেপুটেশন হচ্ছে ২৫ অর্থাৎ এই পর্যন্ত কোন পোস্ট করেনি। তাহলে এটি হচ্ছে একটি পুরোপুরি কিউরেশন একাউন্ট যেটা দিয়ে সবাইকে সাপোর্ট দেয়া হচ্ছে। আজকে @shy-fox এর যে পরিমাণ স্টিম পাওয়ার রয়েছে সেটাকে যত বেশি বৃদ্ধি করা যাবে কমিউনিটির মেম্বারগন তত বেশি পরিমাণে ভোট পাবেন এবং বেশি পরিমাণে সবাই আয় করতে পারবেন।
তাই সাঁই ফক্স যত দ্রুত পাওয়ার অর্জন করবে তা থেকে আমি, আপনি, আমরা সবাই সুফল পেতে থাকবো যারা কমিউনিটিতে ভাল ভাল কনটেন্ট তৈরি করে চলেছি। আর এ কারনেই আমরা সবাই যদি দ্রুত সফল হতে চাই এবং ভালো করতে চাই তাহলে লাজুক শিয়াল (@shy-fox ) এর পাওয়ার বৃদ্ধি করাটা আমাদের সবার জন্য অনেক বেশি ফলপ্রসূ এবং গুরুত্বপূর্ণ। আর আমাদের সবার উচিত যত দ্রুত সম্ভব @shy-fox কে আরো দ্রুত বেশি পরিমাণে পাওয়ার বৃদ্ধি করতে ভূমিকা রাখা আর যেটা আমরা বেনিফিশিয়ারি-র মাধ্যমে করতে পারছি।
তাছাড়া, বেনিফিশিয়ারি দেওয়ার মাধ্যমে আপনি আপনার নিজের পকেট থেকে কাউকে কোন কিছু দিচ্ছেন না বরং সাপোর্ট এর মাধ্যমে যা অর্জন করেছেন সেখান থেকেই একটা অংশ আপনি কন্ট্রিবিউট করছেন একটা একাউন্টের ডেভেলপমেন্ট এর জন্য যে অ্যাকাউন্টটা সবাইকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আর সেই সাপোর্ট থেকেই আমরা শরিক হচ্ছি। আর আপনারা জানেন, যত ভাল কন্টেন্ট-ই এখানে কেউ তৈরি করুক না কেন যদি তা সাপোর্ট বিহীন থাকে তাহলে তা অনেকটাই পন্ডশ্রম এর মত। তাই বেনিফিসারী দেওয়ার মধ্যে কারও কোনো লস নেই বরং সবার সার্বিকভাবে মঙ্গল ও কল্যাণ রয়েছে যেটা আমাদের সবাইকে বুঝতে হবে।
এখন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে, প্রত্যক্ষ অংশগ্রহণ আর বেনিফিশিয়ারি এর মাধ্যমে একটি সাপোর্ট একাউন্টকে শক্তিশালী করাটা কমিউনিটির সব মেম্বারদের জন্য কতটা জরুরী এবং গুরুত্বপূর্ণ।
@shy-fox কে বেনিফিশিয়ারি দেয়ার ক্ষেত্রে আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মাবলীঃ
আমার বাংলা ব্লগ কমিউনিটি-তে যেকোন পোস্টে সাপোর্ট পেতে হলে অবশ্যই @shy-fox কে অন্তত ১০% বেনিফিশিয়ারি দিতে হবে। এ সংক্রান্ত নিয়মাবলীর সর্বশেষ আপডেট করা পোস্টের লিঙ্ক নিচে দেয়া হল যা থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন।
https://steemit.com/hive-129948/@rme/6vmbv8
শেষ কথাঃ
যে কোন ভাল উদ্যেগ-কে আমরা সব সময় ভালোভাবে গ্রহণ করব এবং পজিটিভ চিন্তাভাবনা থেকে কাজ করার চেষ্টা করব তাহলে এটা আমাদের সবার জন্য কল্যাণকর হবে। কমিউনিটির ফাউন্ডার শুধুমাত্র নিজের অবস্থান থেকে ইনভেস্ট করার মাধ্যমে পুরো কমিউনিটিকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং সাপোর্ট এর পরিমাণ প্রতি মাসে প্রায় ৬০ লক্ষ টাকা। এই বিশাল সাপোর্ট কেবলমাত্র কমিউনিটির উন্নয়নের জন্যই করা হয়েছে আর আমরা সবাই পারি সেই উন্নয়নে নিজেদেরকে যুক্ত করতে আর তা হতে পারে অবশ্যই বেনিফিশিয়ারি দেয়ার মাধ্যমে। সবাই @shy-fox এর পাওয়ারকে আরো বাড়িয়ে নিতে ভূমিকা রাখা উচিত কারন এই বিশাল পাওয়ার ও ইনভেস্টমেন্ট দিয়ে কমিউনিটির সবাইকে সাপোর্ট দেওয়া হচ্ছে আর তাই প্রত্যক্ষ অংশগ্রহণ এর মাধ্যমে সবার উচিত কমিউনিটির জন্য কিছুটা হলেও ভূমিকা পালন করা যেখান থেকে সবাই আমরা সুবিধা পাচ্ছি। আসুন সবাই একসাথে এগিয়ে যাই। ধন্যবাদ।
শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের লিখাগুলোর লিঙ্ক নিচে দিয়ে দিলাম। ভাল লাগলে সেগুলোও চোখ বুলিয়ে আসতে পারেন। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।
আমি কেঃ
অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ
Youtube | ThreeSpeak | DTube |
ঈশ্বরকে ধন্যবাদ আমি আপনার ব্যাখ্যা অনুযায়ী কাজ করেছি, এবং আমি ধারাবাহিক থাকব যাতে আমাদের সম্প্রদায়ের অগ্রগতি অব্যাহত থাকে
ধন্যবাদ আপনাকে
আপনাকে স্বাগতম
ভাইয়া অসাধারন সুন্দর একটি শিক্ষামুলক পোস্ট করেছেন। আপনার এই পোস্টটি পড়ে আমি সাই ফক্স সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার প্রতিটি শিক্ষামূলক পোস্ট অতি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কারণ আমরা আপনাদের থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগোতে চাই। আপনার এইসব শিক্ষামূলক পোস্ট আমাদের জন্য একান্তই কাম্য। আপনার জন্য সর্বদা দোয়া কামনা করি।
সাইফুল ভাই অসাধারন একটি বিষয় খুব বিস্তোর ভাবে ধাপে ধাপে বিশ্লেষন করেছেন ভাই।বুজতে একটুও সমস্যা হয়নি ।সবার এই পোষ্টটি অবশ্যই পড়া দরকার ।এবং সবাইকে shy-fox কে বেনিফিশিয়ারি আনন্দচিত্তে দেওয়া উচিৎ কারন যেখান থেকে আমরা লাভবান হচ্ছি সেখানের পাওয়ার বাড়াতে কেনো আগ্রসর হবো না ,অবশ্যই অগ্রসর হওয়া উচিৎ ।ধন্যবাদ ভাই এতো সুন্দর বিষয় শেয়ার করার জন্য ।
চমৎকার একটি কথা বলেছেন সেটা হচ্ছে আনন্দচিত্তে সবাইকে বেনেফিশিয়ারি দেওয়া উচিত। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। মন্তব্য পোস্ট করার সময় একবার পড়ে নিবেন তাহলে দু একটি ভুল যেগুলো থাকে সেগুলো ঠিক হয়ে যাবে।
ঠিক আছে ভাই ।
বেনিফিশিয়ারী বিষয়টি সুন্দর ভাবে তুলে ধরে আমাদেরকে আবারো শিখিয়ে দিলেন।আমরা কিভাবে সাই ফক্স কে ১০% বেনিফিশিয়ারী সেট করব। শিখলাম। মেনে চলার চেষ্টা করব।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া, বরাবরই আপনার লেখাগুলো আমাদের কমিউনিটির জন্য, আমাদের জন্য এবং আমাদের নতুন ইউজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান।আপনি খুবই বিস্তারিত ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেন যেকোনো বিষয়।যা আমাদের সহজে বুঝতে সাহায্য করে।নতুনদের এই গুরুত্বপূর্ণ পোষ্টটি খুবই কাজে লাগবে।সঙ্গে আমরাও অনেক কিছুর ধারণা পেলাম, যা আপনার কাছ থেকে প্রতিনিয়ত নতুন নতুন কিছু শিখতে পারি।আপনার পোস্টগুলো সত্যিই অনেক শিক্ষনীয় ও আমার ভালো লাগে পড়তে।অনেক ধন্যবাদ ভাইয়া।
আমার পোস্টগুলো আপনার কাছে ভালো লাগে এবং আমিও উপকৃত হবে এটা আমার জন্য অনেক বড় একটি ব্যাপার। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মধ্যে শিক্ষামূলক পোস্টটি করেছেন। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি লাজুক খ্যাঁকের বেনেফিশিয়াল খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা বেনেফিশিয়াল কেন দেই কিন্তু জন্য দেই এটা আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে আলোচনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
আপনি ব্যাপারটি বুঝতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন এটা জেনে ভালো লাগছে তাই আপনার জন্য শুভকামনা এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাইয়া অনেক সুন্দর একটা পোস্ট করেছেন, যা আমাদের নতুনদের জন্য অনেক উপকার হয়েছে। আমি সম্পুর্ন পোস্ট পড়েছি এবং অনেক কিছু শিখতে পেরেছি।
আমি যা বুঝতে পেরেছি বেনিফিশিয়ারি অবশ্যই দিতে হবে, তাহলে আমাদের এই ফ্যামিলি আরো উপরে উঠবে এবং আমরা সবসময়ের জন্য ভালো থাকবো। তাই অবশ্যই সামনে প্রতিটা পোস্টে আমি বেনিফিশিয়ারি যুক্ত করবো।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ
আজকেও ক্লাসে একজনের খুব একটা পরিষ্কার ধারণা ছিলনা মনে হলো। তবে আমি মনে করি আপনার আজকের এই পোস্ট টি পড়ে অবশ্যই তিনি পুরো সমস্যাটি সমাধান করতে পারবেন এবং প্রতিটি প্রশ্নের উত্তর পাবেন। যা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। কারণ আপনি প্রতিটি ব্যাপারে এতোটা পরিষ্কার ভাবে লিখেন যে কি আর বলবো! আজকের লেখাটিও খুবই দারুণ লেগেছে।
মানুষকে পড়াশুনার দিকে আনা যাচ্ছেনা। এটা একটা সমস্যা। অনেকেই শটকার্ট খুজে। শন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপনি বরাবরই ভাল পোস্ট করে থাকেন. শিক্ষামূলক। আসলেই এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লাজুক শেয়ালকে বেনিফিশিয়ারি দেওয়ার গুরুত্ব ও তাৎপর্য অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন আর আসলেই আমরা যেখান থেকে ভালো রকম সাপোর্ট পাচ্ছি। আমরা দশ পার্সেন্ট দিতে আমাদের কিছু কম হবে না আসলেই আমাদের উচিত সকলে মিলে চেষ্টা করা শাই ফক্স কে বড় করা ।