শিক্ষামূলকঃ পর্ব ৩৫ || পোস্ট করার মত টপিক খুজে পাচ্ছেন না? এখানে আছে ৩০ টপিক | 30 Topic idea [10% for shy-fox]
ভূমিকাঃ
আমার বাংলা ব্লগ কমিউনিটি-তে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে, ইউজাররা কনটেন্ট এর ভেরিয়েশন তৈরি করতে পারছেন না। অর্থাৎ কিছু ইউজার শুধু মাত্র কয়েক ধরনের পোস্ট এর মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখছেন। সবাই ঘুরেফিরে চেষ্টা করছেন রেসিপি, DIY, ফটোগ্রাফি, ভ্রমণ কিংবা সাধারন লেখালেখি পোস্ট করতে। কিছু কবিতা এবং গল্প আসছে মাঝে মাঝে।
একজন ব্লগারের বিভিন্ন ভেরিয়েশন এর টপিকের উপর লেখার দক্ষতা অর্জন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেউ হয়তোবা অনেক বিষয়ে পারদর্শী হবে না, তবে বেশ কিছু বিষয়ে লেখালেখি করার দক্ষতা অনেকের রয়েছে তবে সঠিক বুজ এর অভাবে অনেকেই হয়তো নিজস্ব টপিকের বাইরে গিয়ে চিন্তাভাবনা করছেন না। আবার অনেকে এরকম রয়েছেন যারা হয়তোবা মনে করছেন এখানে রেসিপি, ভ্রমণ, রিভিউ ফটোগ্রাফি ইত্যাদি ছাড়া আর কোন পোস্ট করা যাবে না।
তাই আজকের এই শিক্ষামূলক পোস্টে আমি আপনাদেরকে কি কি ভিন্ন ভিন্ন বিষয়ের উপর আপনি চাইলে খুব সুন্দর ভাবে লেখালেখি করতে পারেন। এমন ৩০ টি বিষয় আমি আলোচনা করেছি। কমিউনিটির সব নিয়মকানুন মেনে এবং কপিরাইট ও প্লাগিয়ারিস্ম এর নিয়ম-কানুন ঠিক রেখে চাইলে নিচের ৩০টি বিষয় সহ আরো অনেক বিষয় নিয়ে আপনি লেখালেখি করতে পারেন।
রেসিপিঃ
রেসিপি নিয়ে সবাই নিয়মিত পোস্ট করছে তাই এটি নিয়ে বিস্তারিত বলতে চাচ্ছি না।
সাধারণ লেখালেখিঃ
আপনার মনে কোন বিষয় উদয় হলো অথবা কোন একটা সাধারণ বিষয় নিয়ে আপনার মনের অনুভূতি এবং জ্ঞানকে আপনি প্রকাশ করার জন্য যে লেখালেখি করবেন সেটি সাধারন লেখালেখির মধ্যে পড়বে। আজকে বিকেলে আপনার সাথে ঘটে যাওয়া কোনো বিশেষ ঘটনা কিংবা মানুষের জন্য আপনার কোন উপদেশ মূলক সাধারণ কথাবার্তাও সাধারণ লেখালেখির মধ্যে পড়বে।
ভ্রমণ কাহিনীঃ
ভ্রমণকাহিনীর ব্যাপারে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সুনির্দিষ্ট নিয়মকানুন রয়েছে তাই সে গুলোকে মেনে আপনি আপনার যেকোন দর্শনীয় স্থান এবং প্রাকৃতিক নিদর্শন ভ্রমণের অভিজ্ঞতা এখানে খুব সুন্দরভাবেই শেয়ার করতে পারছেন।
ফটোগ্রাফিঃ
সাধারণ মানের ফটোগ্রাফি পোস্টকে খুব ভাল পোস্ট বলা যায়না তাই যারা ফটোগ্রাফী পোস্ট করবেন তাদের জন্য অবশ্যই উচিত হবে ফটোগ্রাফির যাবতীয় নিয়মকানুন মেনে ক্যাপশন দিয়ে এবং প্রফেশনাল ফটোগ্রাফের মত করে ফটোগ্রাফি হলে সেটাকে শেয়ার করা।
ভিডিওঃ
আপনার নিজের সাথে কিংবা আশেপাশে ঘটে যাওয়া যে কোন বিষয়কে আপনি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারেন অথবা ভিডিও টিউটোরিয়াল সহ মজাদার অনেক বিষয়কে এখানে শেয়ার করতে পারছেন।
আর্টঃ
যাদের আঁকাআঁকির দক্ষতা রয়েছে তারা সেটাকে এখানে খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন। সাধারণ আর্ট কিংবা ডিজিটাল আর্ট সে যাই হোক, আপনি খুব সুন্দর ভাবে এখানে step-by-step তা শেয়ার করতে পারছেন।
মিউজিকঃ
গানের মিউজিক ও গান এর ব্যাপারে যাদের বেশ কিছু নলেজ রয়েছে এবং গান গেয়ে থাকেন অথবা এ সংক্রান্ত বিষয়গুলো সম্বন্ধে সম্যক ধারণা রাখেন তারা মিউজিক সংক্রান্ত যেকোনো পোস্ট এখানে খুব সুন্দর ভাবে শেয়ার করতে পারেন। আবার মাইক্রোফোন নিয়ে গান গেয়ে সেটিকে এখানে শেয়ার করতে পারেন।
ক্রিয়েটিভ রাইটিং (গল্প কবিতা ছড়া ইত্যাদি) ও সাহিত্যঃ
অনেকেই আছেন যারা ছোট গল্প, কবিতা, ছড়া লিখতে খুব পছন্দ করেন এবং এই ব্যাপারে তাদের দক্ষতা রয়েছে। তারা তাইলে তাদের এ ধরনের ক্রিয়েটিভ লেখাগুলোকে এখানে শেয়ার করতে পারে।
অনেকেই আবার সাহিত্য চর্চা করতে এবং সাহিত্য সংক্রান্ত পোস্ট করতে পছন্দ করে। তারা সাহিত্য সংক্রান্ত যেকোনো পোস্ট শেয়ার করলে অবশ্যই সেটা কমিউনিটির জন্য একটা ফলপ্রসূ ফল বয়ে নিয়ে আসবে।
আর্টিক্যালঃ
কারো যদি কোন সুনির্দিষ্ট বিষয়ে জ্ঞান থাকে তাহলে সেই বিষয়টিকে খুব সুন্দর ভাবে ও এই বিষয় সংক্রান্ত সব খুঁটিনাটি বিষয়কে একত্রে করে একটি তাৎপর্যমণ্ডিত আর্টিকেল লিখতে পারেন।
রিভিউঃ
রিভিউ এর ক্ষেত্রে আপনি অনেক কিছু নিয়েই রিভিউ লিখতে পারেন যেমন বই, কবিতা, সিনেমা-নাটক সহ আরো অনেক কিছু।
ম্যাথঃ
যারা ম্যাথ পছন্দ করেন এবং গণিত নিয়ে অনেক আগ্রহী রয়েছে তারা গণিতের বিভিন্ন মজার মজার জিনিস এবং শিক্ষনীয় বিষয় অথবা কনটেস্ট এখানে খুব সুন্দরভাবেই শেয়ার করতে পারছেন। অন্তত আমার মতো যারা আঁকাআঁকি করতে পারেননা তাদের কাছে গণিত হতে পারে অন্যতম সেরা একটি পোস্ট করার মাধ্যম।
বিজ্ঞানঃ
আমাদের চারপাশ হচ্ছে বিজ্ঞানময় তাই বিজ্ঞানের যেকোনো খুটিনাটি বিষয় যা আপনি জানেন এবং বুঝতে পারেন তা সহজেই আমাদের মাঝে শেয়ার করতে পারেন। এতে করে আপনার সেই জ্ঞান থেকে আমরা উপকৃত হতে পারব।
ব্লকচেইনঃ
ব্লকচেইন একটি অত্যাধুনিক প্রযুক্তি আর এই প্রযুক্তিতে মানুষের আগ্রহ দিনে দিনে তৈরি হচ্ছে। তাই আপনি চাইলে ব্লকচেইন প্রযুক্তির উপর আপনার কোন জ্ঞানগর্ভ আলোচনা, দক্ষতা অথবা অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।
ট্রেডিংঃ
অনেকেই আছেন যারা ট্রেডিং করে থাকেন। তারা স্ক্রিনশট আকারে তাদের বিভিন্ন ট্রেডিং এর অভিজ্ঞতা, দামের অনুমান সহ নানান বিষয়ে সহজেই পোস্ট করে ফেলতে পারেন।
ক্রিপ্টোঃ
অনেকের ক্রিপ্টো নিয়ে জানার আগ্রহ থাকে। তাই আপনি যদি এ বিষয়ে বিশেষ কোন কিছু জেনে থাকেন সেটি এখানে সবার মাঝে শেয়ার করতে পারেন।
বিভিন্ন প্রজেক্টঃ
প্রযুক্তির এই যুগে আমাদের সামনে অনেক সময় বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা দেখি। আপনি চাইলে যেকোনো একটি প্রজেক্ট সম্বন্ধে এখানে খুব সুন্দর ভাবে বিস্তারিত বর্ণনা শেয়ার করতে পারেন তাতে করে সেই প্রোজেক্ট সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করতে পারব।\
পাওয়ার আপ ও টোকেন স্টেকঃ
প্রতি সপ্তাহে আমরা পাওয়ার আপ পোস্ট করে থাকি। কিন্তু আপনি চাইলে অন্য কোন টোকেন স্টেক করে থাকলে অথবা জমা করে থাকলে সেগুলো এখানে শেয়ার করে একটি পোস্ট করে ফেলতে পারেন।
টিউটোরিয়ালঃ
আপনি যদি কোন বিষয়ে দক্ষ হন তাহলে সেই বিষয়টিকে ধাপে ধাপে শিখিয়ে একটি সুন্দর টিউটিরিয়াল তৈরি করতে পারেন যেটা থেকে এখানকার মানুষজন উপকৃত হতে পারবে।
কর্পোরেট লাইফের বিভিন্ন শিক্ষামূলক বিষয়ঃ
আপনি হয়তো কোনো কর্পোরেট অফিসে জব করেন তাই সেখানকার শিষ্টাচার, সৌজন্যতা, অথবা কোনো নিয়ম-কানুন বা কাজ করার ক্ষেত্রে কোন কোন দক্ষতা অর্জন করতে হবে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সহজেই পোস্ট করতে পারেন কারণ এতে করে আমাদের এখানকার যারা ছাত্র রয়েছে তারা আপনার পোষ্টের মাধ্যমে উপকৃত হয়ে সেটাকে তাদের কর্মজীবনে কাজে লাগাতে পারবে।
ডুকুমেন্টারিঃ
যারা ডকুমেন্টারি পছন্দ করেন তারা নিজেদের তৈরি করা ডকুমেন্টারি এখানে শেয়ার করতে পারেন। কোন বিষয়ের উপর তথ্যবহুল প্রামাণ্যচিত্র কিংবা বর্ণনা একটা ডকুমেন্টারি আকারে আপনি এখানে শেয়ার করতে পারেন যা থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেতে পারি।
আশে পাশের ঘটে যাওয়া চাঞ্চল্যকর খবরঃ
আপনার আশেপাশে ঘটে যাওয়া কোন ইউনিক এবং মজার ঘটনা আপনি আমাদের মাঝে এখানে শেয়ার করতে পারেন। এতে আমরা কিছু মনে করব না। হা হা। তাছাড়াও আপনার আশেপাশি বা ইন্টারনেটে ঘটে যাওয়া কোনো চাঞ্চল্যকর খবর যথাযথ নিয়ম মেনে এখানে পোস্ট করতেই পারেন।
পড়াশোনাঃ
কোন বিশেষ বিষয় (যেমন টেক্সটাইল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রকেট সাইন্স ইত্যাদি) না হলে আপনি পড়াশোনা সংক্রান্ত পোস্টও এখানে করতে পারেন। সাধারণ যেসব পড়াশোনার বিষয় রয়েছে সেই সকল বিষয়ে পোস্ট করলে সকল ইউজার উপকৃত হতে পারবে বলে আমি বিশ্বাস করি। যেমন ধরুন আপনি পলিটিক্যাল সাইন্স এর ছাত্র। এখন আপনি যদি গণতন্ত্র ও প্রজাতন্ত্রের মধ্যে পার্থক্যটি আমাদের মাঝে শেয়ার করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে স্বাগত জানানো হবে কারণ এটা থেকে সবাই একটা নতুন তথ্য পাবে এবং ভালো কিছু জানতে পারবে।
DIY বা এসো নিজে করিঃ
(Do It Yourself) এটা আমরা খুব করছি এখানে। তবে কেবল ওয়ালমেট অলিগরি আর সো পিস নয় বরং আরো অনেক কিছু আপনি এখানে শেয়ার করতে পারেন যেমন বাড়িতে কোন মেশিন ঠিক করলেন, আপনার সেলাই মেশিনের কোন পার্টস নস্ট সেটা আপনি নিজে রিপ্লেস করলেন, আপনার বাসায় বা অফিসে মিস্ত্রি ছাড়াই আপনি কোন কাজ করে ফেললেন, কোন নতুন মেশিন বা পদ্ধতি নিজে বানালেন ইত্যাদি সহ নানান কিছু যা আপনি নিজে করেছেন।
আপনার যেকোনো দক্ষতাঃ
আপনার হয়তোবা কোন বিষয়ে দক্ষতা রয়েছে এবং যেটা প্রায় ইউনিট ধরনের দক্ষতা। যেমন ধরুন আপনি ভালো হারমোনিয়াম বাজাতে পারেন অথবা খুব ভালো টেবিল টেনিস খেলতে পারেন। তাই আপনি আপনার দক্ষতাগুলোকে এখানে শেয়ার করুন।
ব্যবসা-বানিজ্যঃ
যতই বিজ্ঞান, প্রযুক্তি ও আর্ট হোক না কেন। ব্যবসা বানিজ্য ছাড়া সব অচল । আমি বিজ্ঞানের ছাত্র হয়েও ব্যবসাকে প্রমোট করছি বলে কেউ ভূল বুঝবেন না। হা হা। ব্যাবসা বানিজ্য আমাদের নিত্যসঙ্গী। এতক্ষণে বানিজ্যের ছাত্ররা খুব খুশি হয়েছেন ও বুঝে গেছেন যে, চাইলে ব্যাবসা বানিজ্য নিয়ে এখানে পোস্ট করতেই পারেন।
বিখ্যাত ব্যক্তিদের জীবনীঃ
বিখ্যাত ব্যক্তি, ঘটনা বা স্থান-কাল বিভিন্ন কিছু নিয়ে আপনি খুব সুন্দর সুন্দর পোস্ট এখানে করতে পারেন।
কোন ইতিহাসঃ
যথাযথ উৎস ও নিয়ম-কানুন ঠিক রাখতে ইতিহাসের কোনো উপলক্ষকে নিয়েও আপনি এখানে পোস্ট করতে পারেন।
ভূ-রাজনীতিতে তথ্যবহুল ঘটনাঃ
বর্তমান বিশ্বের বহু রাজনীতিতে ঘটে যাওয়া কোনো বিষয়বস্তুকে নিয়ে আপনি আপনার এনালাইসিস এবং ধারণা শেয়ার করতে পারেন।
কোন সফটওয়্যারে আপনার দক্ষতাঃ
আপনি হয়তোবা কোন একটা সফটওয়্যার এ কাজ করেন সেটা হতে পারে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট কিংবা অন্য যে কোনো ধরনের সফটওয়্যার। সেই সফটওয়্যার এর কাজ করার দক্ষতাকে আপনি এখানে শেয়ার করতে পারেন যাতে করে অন্যরাও সেই সফটওয়্যারের ব্যবহারটা ভালোভাবে শিখতে পারে। তবে দয়া করে স্প্যামিং করবেন না।
টেকনোলজি নিয়ে যেকোনো ধরনের পোস্টঃ
প্রযুক্তির এই যুগে প্রযুক্তির এই প্লাটফর্মে প্রযুক্তি সংক্রান্ত কোন পোস্ট করতে কোনো বাধা থাকার কথা নয়।
শেষকথাঃ
আপনি যে বিষয়ের ছাত্রই হয়ে থাকেন না কেন, আপনি আপনার জ্ঞান ও অভিজ্ঞতাগুলো আমাদের মাঝে শেয়ার করে সবাইকে নতুন কিছু শেখার সুযোগ করে দিতে পারেন। অনেককে বলতে শোনা যায়, তারা নাকি টপিক খুজে পান না। আমি আসলে দেখি, বাংলায় লেখার মত টপিক এর কোন অভাব নেই কারন এটি আমাদের মাতৃভাষা। কেউ হয়তোবা এই ৩০টি টপিক এর মধ্যে ২০ টি টপিকে লেখালেখি করতে পারেন না কিন্তু বাকি দশটা বিষয় তিনি খুব সুন্দর লিখতে পারবেন যদি সময় দেন। তাই তার জন্য ১০ টি টপিক ধরে দশ দিন পর পর একটি ভিন্ন ধরনের পোস্ট করাটা অনেক বেশি যৌক্তিক। তাহলে তিনি মাসে মাত্র তিনটি রেসিপি পোষ্ট করবেন যেটা সহজে মেনে নেয়া যায়। আশা করি বুঝতে পেরেছেন। আর যারা সবগুলো পারেন তারা সব বিষয়ে একদিনে একটা লিখেন মাস শেষ হয়ে যাবে আর মাসশেষে আপনার সব লেখা হবে একটা থেকে আরেকটা আলাদা। সবার জন্য শুভকামনা রইল।
অনেক উপকৃত একটি পোস্ট, ধন্যবাদ শেয়ার করার জন্য। শুভকামনা রইল ভাইয়া
বেশ ভালো একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমার ও প্রথম প্রথম টপিক নির্বাচন নিয়ে অনেক ঝামেলা হতো। আশা করছি আপনার এই পোস্টটি নতুনদের অনেক সাহায্য করবে।
যাতে ভেরিয়েশন আনতে পারে সবাই তাই পোস্ট টি করলাম। অনেকে মনেই করে নেয় যে ৪/৫ টা টপিক-ই কেবল লেখা যায়। এখন ভেরিয়েশন আসবে আশা করি। ধন্যবাদ
টুইটারে শেয়ার
https://twitter.com/MDSAYFU28745859/status/1493305484765712386?s=20&t=rZMvoQlGrPQlDKniYSbXGw
সহজ সরল সাবলীল ভাষায় যেভাবে প্রতিটি ব্যাপার উল্লেখ করেছেন আশাকরি ইউজারদের জন্য বোধগম্য হবে । আমি মনেকরি এককথায় সময় উপযোগী পোস্ট। শুভেচ্ছা রইল আপনার জন্য।
ভাই অসাধারণ ভাবে প্রতিটি বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা দিয়েছেন। খুব ভালো লাগলো অনেকগুলো পোস্টের রাস্তা দেখিয়ে দিয়েছেন। যারা পোস্ট করার টপিক খুঁজে পায় না, তাদের জন্য আপনার পোস্টটি অনেক উপকারে আসবে। পোস্টটি রিস্টিম করে ওয়ালে রেখে দিলাম। ❣️❣️
ধন্যবাদ। আপনি উপকৃত হয়েছেন জেনে ভাল লাগল
অসাধারণ কার্যকরী একটু পোস্ট ভাইয়া। এই পোস্টের মাধ্যমে আমি অনেক।কিছু জানলাম। এমন কন্টেন্ট খুঁজে পেলাম যে সম্পর্কে আমার ভালো ধারণা আছে।
মাঝে মাঝে কন্টেন্ট খুঁজে পাইনা। কিন্তু এখন থেকে এই সমস্যা আর হবেনা আশা করি। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
খুবই উপকারী এবং দিক নির্দেশনামূলক চমৎকার একটি পোস্ট পড়লাম । পোস্টটি পড়ে সত্যিই উপকৃত হলাম । অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য । ❤️
আশা করি আপনি ভালো আছেন? আপনার পোস্ট পড়ে অনেক অনেক ভালো লাগলো। আপনার পোস্টটি থেকে অনেক কিছু বুঝতে পেরেছে। আপনি প্রায় সময় আমাদের মাঝে শিক্ষণীয় বিষয় নিয়ে পোস্ট করে থাকেন। আজকে পোস্টটি অসাধারণ হইছে। সাধারণ ইউজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ। এত সুন্দর শিক্ষনীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন ভাইয়া।
খুবই ভাল একটা পোষ্ট আপনি আমাদেরকে উপহার দিয়েছেন ভাইয়া। আপনার এই পোস্ট এর মাধ্যমে অনেক কিছু শিক্ষা অর্জন করতে সক্ষম হলাম। আমাদের মনের মধ্যে যে ভয় কাজ করছিল সেটি আজকে অনেকটাই কমে গেল আপনার এই পোস্টটি পড়ার মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটা জিনিস আমাদেরকে শেখানোর জন্য।
আপনাকেও ধন্যবাদ। টপিক অনেক আছে
সত্যি একটু অন্য রকম ধারণা আসলো মনের মধ্যে। চেষ্টা করব নতুন কিছু শেখার করার জন্য।এই পোস্ট টি দ্বারা সবাই উপকৃত হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।