আমি আবারো $PUSS কিনেছি। || I bought some $PUSS again. 😻
শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমি আবারও কিছু পুশ কিনতে সমর্থ হয়েছি। সত্যি বলতে বেশ ভালো লেগেছে, অনুভূতিটা হয়তো বলে বোঝাতে পারবো না।
গত কিছুদিন আগে প্রায় ত্রিশ হাজারের কাছাকাছি $PUSS কিনতে পেরেছিলাম এবং সেটা বেশ কিছু দিন হোল্ড করতে সক্ষম হয়েছিলাম। এরপর কিছু কয়েন আমাকে সেল করতে হয়েছিল একান্তই ব্যক্তিগত প্রয়োজনে। কি আর করা ব্যাপারটা একদমই খারাপ লেগেছিল। যাইহোক এরপর এক ধাপে বেশ কিছু কয়েন কিনতে সক্ষম হয়েছিলাম। আজকে আবারো বেশ কিছু কয়েন কিনতে সক্ষম হলাম। আসলে স্টিমিটে আমার উপার্জন যতটুকু ছিল সেটাই পলোনিক্সে নিয়ে টিআরএক্স করে তাই ডেপোজিট করেছিলাম ট্রনলিংকে। এরপর সানপাম্প থেকে পুশ কয়েন কিনলাম। তো চলুন পুরো ব্যাপারটা দেখে নেয়া যাক।
এখানে দেখা যাচ্ছে পূর্বে আমার একাউন্টে ১২৩৬৭ পুশ কয়েন রয়েছে এবং ৩৬ টিআরএক্স রয়েছে। এবার পুশ কেনার চেষ্টা করবো।
পুশ কেনার জন্য আমার কাছে সানপাম্পটা বেশি ভালো লাগে। এখানে আমি ৩১ টিআরএক্স দিয়ে ১০০১ টি পুশ কয়েন কেনার জন্য অর্ডার সাবমিট করছি।
এখানে দেখাচ্ছে আমার অর্ডার কমপ্লিট হয়েছে। সত্যিই দারুন ব্যাপার।
অবশেষে আমার একাউন্টে পুশ কয়েন জমা হয়েছে। সবমিলিয়ে আমার একাউন্টে এখন ১৩৩৬৮ পুশ কয়েন রয়েছে।
আসলে আমি প্রতিনিয়ত কিছু কিছু পুশ কয়েন কেনার চেষ্টা করে যাচ্ছি। আসলে ব্যাপারটা আমাকে ভীষণ আনন্দ দেয় এবং বেশ স্বস্তি বোধ হয় বটে। আশাকরি খুব তাড়াতাড়ি হয়তো আরো বেশ কিছু পুশ কয়েন কিনবো, তবে দাম নিয়ে তেমন মাথাব্যথা নেই।
যাইহোক সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
পুশ প্রমোশন
আজকে দেখছি আপনি পুশ কয়েন কিনেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার পুশ কয়েন কেনা দেখে আমরা অনেকেই উৎসাহিত হয়েছি বিশেষ করে আমি নিজেই এখন ভাবছি যে আমি আরো পুশ কয়েন হোল্ড করবো।"হোল্ড ইজ গোল্ড"। আমাদের মাঝে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনার জন্য শুভকামনা রইল ভাই।
আমার পুশ কেনা দেখে আপনিও অনুপ্রাণিত হয়েছেন জেনে ভীষণ ভালো লাগলো।
আশাকরি আপনিও পুশ কিনে হোল্ড করবেন।
আমি বেশ কয়েকটা দিন ধরে ভাবছিলাম পুষ কিনব। কিন্তু এর দাম এখনো ভালো পর্যায়ে রয়েছে যার জন্য কেনার সুযোগ করে নিতে পারছি না। আপনি কিনেছেন জেনে অনেক অনেক ভালো লাগলো। আমরা এখন যদি এভাবে কিনে রাখতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের জন্যই ভালো।
আসলে মাঝে মাঝেই কিছু পুশ কয়েন কেনার ইচ্ছে জাগে তাই আবারো চেষ্টা করলাম পুশ কেনার।
আপনিও সময় সুযোগ পেলে পুশ কয়েন কেনার চেষ্টা করুন।
নতুন করে পুশ কয়েন কেনার জন্যে আপনাকে অভিনন্দন। আশা করি এবার এটাকে হোল্ড করে রাখতে পারবেন।
ভাল থাকুন।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
হ্যা চেষ্টা করে যাবো, দেখি কি হয়।
হঠাৎ করে পুশ কয়েন কেনার মজাই আলাদা। আমিও মাঝে মধ্যে পুশ কয়েন কেনার চেষ্টা করি। আমরা সকলেই জানি পুশ কয়েন এর ভবিষ্যৎ উজ্জ্বল। আশাকরি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এভাবেই পুশ কয়েন অল্প অল্প করে কিনে হোল্ড করার চেষ্টা করুন। আপনার অনূভুতি পড়ে ভীষণ ভালো লাগলো। শুভ কামনা রইল ভালো থাকবেন।
কমিউনিটির প্রতিটা ইউজার প্রতিনিয়ত পুষ নিয়ে কাজ করছে। নতুন করে আবার কিছু পুষ কিনেছেন আরে সেটা হোল্ড করে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন কারণ এই কয়েনের ভবিষ্যৎ এখন উজ্জ্বল যত বেশি হোল্ড করে রাখবেন তত উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পারবেন।
ধন্যবাদ ভাই।
কমিউনিটির সবার উচিত কিছু কিছু পুশ কয়েন কিনে হোল্ড করা।
নতুন করে আবার পুশ কয়েন কেনার পোস্ট শেয়ার করেছেন ভাইয়া যা দেখে ভীষণ আগ্রহ হবে সবার আশাকরি।আমরা সবাই যদি নিজেদের কয়েন বেশী বেশী করে সংগ্রহ করে রাখি তবে আমরাই দিনশেষে লাভবান হবো।ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু, আমাদের সবার উচিত বেশি বেশি পুশ কয়েন কিনে হোল্ড রাখা।
https://x.com/emranhasan1989/status/1863273150655627481?t=B0HQHgyhZUkPt95H2KgRLQ&s=19
মানুষের পারিবারিক সমস্যা থাকতে পারে এটা স্বাভাবিক।তার পরেও আপনি কিছু পুশ কয়েন কিনেছেন জেনে খুবই ভালো লাগলো। আমিও চেষ্টা করে যাচ্ছি পুশ কয়েন কেনার জন্য।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
আশাকরি তুমিও পুশ কয়েন কেনার চেষ্টা করবে।
এটা ভবিষ্যতের জন্য ভালো হবে।