You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১২১

in আমার বাংলা ব্লগlast year

বাস্তবতার নির্মমতা দেখে
হতাশায় হারায় ভালোবাসা
মুখোশের পরিবর্তন দেখে
অন্ধকারে লুকায় মানবতা।

ক্ষমতা আজ সর্বেসর্বা
মানবতা যেন তুচ্ছ কিছু
নিষ্ঠুরতার কাছে নিরুপায় সবই
মমতা যেন দুর্বল নিচু।

কষ্টের তীব্রতা দেখে
নিরব আবেগ আর মমতা
ছলনার মায়াবী ভাঁজে
ভালোবাসা শুধুই নিরবতা।

পৃথিবী আজ স্বার্থের দখলে
ভদ্রতা যেন দুর্বলতার প্রকাশ
জালিমেরা ছড়িয়েছে ভয়ের ত্রাশ
মায়ের আঁচলেও নেই মমতার সুবাস।

Sort:  
 last year 

স্বার্থের কারণে আজ সব কিছুই বদলে গেছে। স্বার্থ মানুষকে বদলে দিয়েছে। ভাইয়া আপনার লেখা কবিতার লাইন গুলো দারুন হয়েছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96648.24
ETH 2769.90
SBD 0.64