You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১২১
বাস্তবতার নির্মমতা দেখে
হতাশায় হারায় ভালোবাসা
মুখোশের পরিবর্তন দেখে
অন্ধকারে লুকায় মানবতা।
ক্ষমতা আজ সর্বেসর্বা
মানবতা যেন তুচ্ছ কিছু
নিষ্ঠুরতার কাছে নিরুপায় সবই
মমতা যেন দুর্বল নিচু।
কষ্টের তীব্রতা দেখে
নিরব আবেগ আর মমতা
ছলনার মায়াবী ভাঁজে
ভালোবাসা শুধুই নিরবতা।
পৃথিবী আজ স্বার্থের দখলে
ভদ্রতা যেন দুর্বলতার প্রকাশ
জালিমেরা ছড়িয়েছে ভয়ের ত্রাশ
মায়ের আঁচলেও নেই মমতার সুবাস।
স্বার্থের কারণে আজ সব কিছুই বদলে গেছে। স্বার্থ মানুষকে বদলে দিয়েছে। ভাইয়া আপনার লেখা কবিতার লাইন গুলো দারুন হয়েছে।