You are viewing a single comment's thread from:
RE: ||রূপচাঁদা মাছ ফ্রাই রেসিপি||১০% লাজুক-খ্যাক--
আমি রূপচাঁদা মাছ খেতে ভীষণ পছন্দ করি, আমাদের এদিকে মাঝে মাঝে পাওয়া যায়। তবে এ মাছগুলো বেশ চড়া দামে বিক্রি হয়। যাক আপনার রেসিপি ভীষণ লোভনীয় দেখাচ্ছে।
শেষের উপস্থাপনা দারুন ছিল 👌
আপনাকে পোস্টের বিষয়ে কয়েকটি পরামর্শ দেবো।
- পোস্টের টাইটেলে লাজুক খ্যাককে বেনিফিসিয়ারি দিয়েছেন তা লেখার দরকার নেই। পোস্টে বেনিফিসিয়ারি যোগ করলেই হলো।
- প্রতিটি লাইনে শেষে দাড়ির পর অবশ্যই স্পেস দেবেন।
- অযথা (মার্ক ডাউন) লাল নীল রঙের লিখা ব্যাবহার করলে পোস্টের গুনগত মান কমে যায়।
ধন্যবাদ আপু। তাছাড়া আপনার পোস্ট কোয়ালিটি বেশ দারুন 🤗
আমাদের এদিকে এই মাছগুলো অনেক বেশি পাওয়া যায় একদম তরতাজা।আপনি অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন ইনশাআল্লাহ মেনে চলার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ।