You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৩
মাঝে মাঝে প্রত্যাশা গুলো অচেনা মনে হয়
আকাংখাগুলো খুবই খুব দুর্বোধ্য মনে হয়
অজানা সংশয়- হাজার চিন্তার প্রলয়
হতাশার সংকেত- অন্ধকার হয় হৃদয়।
মাঝে মাঝে নিজেকে নিজের অচেনা মনে হয়
পূর্ণতা আর অপূর্নতার মাঝে এ যেন শুধুই অভিনয়
দুশ্চিন্তারা দানা বেঁধেছে মনের কোণে
কষ্টরা পাল্লা দিয়ে বাড়ছে যেন অতি গোপনে।