You are viewing a single comment's thread from:

RE: ভালো মানুষ চেনা বড় দায়।

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রথমেই বলবো মানুষ এখন এতো সহজ সরল আর নেই। প্রথমত কাউকে টাকা দেয়া কিংবা সহযোগিতা করলে অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে দেখতে হবে। আমি নিঃসন্দেহে বলতে পারি মেয়েটা সবকিছু মিথ্যা বলছে। কারন সন্তানের অসুস্থতার সময় কোন মা কখনো বাসায় বিশ্রাম নিতে পারে না।
সেটা বাদ দিন , আমি আমার সন্তানের অসুস্থতার সময় এক মাস হাসপাতালের চেয়ারে বসে নির্ঘুম রাত কাটিয়েছি।

তাই বলবো এরকম কাউকে দেখলে ভালোভাবে যাচাই করে টাকা দেবেন।

Sort:  
 2 years ago 

ভাইয়া এখানে সরল আর গরলের কথা না।মেয়েটা যেভাবে তার বাচ্চা আর স্বামীর কথা বলছিলো,যা বিশ্বাস না করে উপায় নেই। বেশ স্মাট কথাগুলো, এমন মানুষ যে এমন হবে কোন বুঝার উপায় নেই। যাই হোক আমি তো আর পুরোপুরি কনফ্রাম না সে কি আসলেই ফেক ছিলো।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95727.04
ETH 2787.96
SBD 0.67