You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর -১৫
তুমি কি জানো !
গাছে এত ফুল কেন ?
মনে এত ঝড় কেন ?
কুকিলের কুহু ডাকে......
আকাশ বাতাস এত উত্তাল কেন ?
তুমি কি জানো !
আমার মনে কে ফুল ফোঁটায় ?
আমার দেহে কে প্রেম জাগায় ?
আমার মাঝের আমি কে নিয়ে,
সারাক্ষন কে স্বপ্ন জাগায় ?
তুমি কি জানো !
তুমি কি জানো ?
পৃথিবী এতো সুন্দর কেন ?
মনে বর্নিল ঝড় কেন ?
পাখিরাও মেতেছে কলতানে......
মন যমুনা আজ উত্তাল কেন ?
তুমি কি জানো ?
আমার হৃদয়ে কে দিয়েছে দোলা ?
আমার দেহে কে দিয়েছে শিহরণ?
তোমার মাঝে হারিয়েছি আমি,
সুখের স্বপ্নে ভাসালো কে ?
তুমি কি জানো ?